হেরোদ আগ্রিপ্পা, যিনি ছিলেন যিহূদিয়ার রাজা এবং মহান হেরোদের পৌত্র।

প্রেরিত ১২ অধ্যায় ১ এবং ২ পদ পাঠ করলে আমরা জানতে পারব যে, এই আগ্রিপ্পা রাজা খ্রীষ্টীয় মণ্ডলীর সদস্যদের প্রতি উপদ্রব করতেন এবং ইনি যোহনের ভাই যাকোবকে তলোয়ার দিয়ে হত্যা করেছিলেন।

মহান হেরোদ (Herod the Great), যিনি প্রভু যীশু খ্রীষ্টের জন্মের সময়ে ইস্রায়েলের রাজা ছিলেন এবং তিনি তার নির্মমতার জন্য কুখ্যাত ছিলেন। সেই হেরোদের মৃত্যুর পর রোমানরা তার শাসিত অঞ্চলগুলি তার কিছু পুত্রদের মধ্যে ভাগ করে দেয়। সেই পুত্রগণ নিজেরা ‘হেরোদ’ উপাধি গ্রহণ করেছিলেন। পরিবারের সদস্যগণ রাজমুকুটের জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও লড়াই শুরু করায় অ্যারিস্টোবুলাস সহ হেরোদের আরও তিন পুত্র নিহত হন।

গাইউস ক্যালিগুলা রোমের সম্রাট হওয়ার পর, তিনি অ্যারিস্টোবুলাসের পুত্র আগ্রিপ্পাকে ইস্রায়েলের ভূমিতে রাজা হিসাবে নিযুক্ত করেছিলেন এবং অবশেষে তাকে তার পিতামহ মহান হেরোদ যে সমস্ত জমি শাসন করেছিলেন, তাকে কার্যত সমস্ত জমি প্রদান করেছিলেন।

তবে দুর্ভাগ্যবশত আগ্রিপ্পা তার পিতামহের নির্মম রাজনৈতিক ঈর্ষা ও চরিত্র অর্জন করেছিলেন।

     যখন খ্রীষ্টের মণ্ডলী বৃদ্ধিলাভ করতে শুরু করে, তখন রাজা হেরোদ আগ্রিপ্পা যীশুর অনুসারীদের শাসন করতে শুরু করেন এবং বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করেন, এমনকি তিনি যোহনের ভাই যাকোবকেও হত্যা করেছিলেন।

হেরোদের উপদ্রবে ইহুদী ধর্মগুরুগণ সন্তুষ্ট ছিলেন তা উপলব্ধি করতে পেরে তিনি পিতরকেও ধরে কারাগারে বন্দী করেছিলেন, কিন্তু প্রেরিত ১২ অধ্যায় ৬ থেকে ৭ পদে লেখা আছে –

6 পরে হেরোদ যে দিন তাঁহাকে বাহিরে আনাইবেন, তাহার পূর্ব্বরাত্রিতে পিতর দুই জন সেনার মধ্যস্থানে দুই শৃঙ্খলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন, এবং দ্বারদেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল। 7 আর দেখ, প্রভুর এক দূত তাঁহার কাছে আসিয়া দাঁড়াইলেন, এবং কারাকক্ষে আলোক প্রকাশ পাইল। তিনি পিতরের কুক্ষিদেশে আঘাত করিয়া তাঁহাকে জাগাইয়া কহিলেন, শীঘ্র উঠ। তখন তাঁহার দুই হস্ত হইতে শৃঙ্খল পড়িয়া গেল। 

এই হেরোদ আগ্রিপ্পার মৃত্যুর ঘটনা আমরা পাই প্রেরিত ১২ অধ্যায় ২১ থেকে ২৩ পদে, যেখানে লেখা আছে –

21 তখন এক নিরূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধানপূর্ব্বক সিংহাসনে বসিয়া তাহাদের কাছে বক্তৃতা করেন। 22 তখন লোকসমূহ উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, এ দেবতার রব, মানুষের নয়। 23 আর প্রভুর এক দূত তখনই তাঁহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না; আর তিনি কীটভক্ষিত হইয়া প্রাণত্যাগ করিলেন

সম্পর্কিত তথ্যঃ-

গাইউস ক্যালিগুলা এবং হেরোদ আগ্রিপ্পা রোমে একসাথে বেড়ে উঠেছিলেন, যেখানে তারা বন্ধু হয়েছিলেন। আগ্রিপ্পা সম্রাট হিসেবে গাইউসের পদোন্নতির সমর্থন অব্যাহত রেখেছিলেন, যা ব্যাখ্যা করে কেন গাইউস ইস্রায়েলের এত বেশি জমিতে আগ্রিপ্পাকে শাসন করেছিলেন।


Source - Glory Apologetics.

Translated & Rearranged by - Evangelist Bhaskar Basak.


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar,  bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, Herod Agrippa, fascinating Bible Characters, বাইবেল চরিত্র, kingdom of herod agrippa, herod the great, James killed by herod agrippa, history,

0 Comments