Founder of "BSB Evangelical Team" by the Grace of God (YAHWEH)
-:Testimony of Evangelist Bhaskar Basak:-
-:Testimony of Evangelist Bhaskar Basak:-
সকলকে জয় যীশু,
আমি Bhaskar
Basak, একজন খ্রীষ্ট বিশ্বাসী হিসেবে আমি ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত
ব্যক্তি, ঈশ্বরের বাক্য প্রচার করার যোগ্য আমি ছিলাম না,
কিন্তু ঈশ্বর নিজেই তাঁর দয়া ও অনুগ্রহ অনুসারে আমাকে সেই
যোগ্যতা প্রদান করেছেন।
বাইবেলের বাক্যানুসারে
খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনে Persecution তো আসবেই, আমার জীবনেও এসেছে এবং ভবিষ্যতেও আসবে।
আমি একটি সম্পূর্ণ হিন্দু
পাড়ার মধ্যে বসবাস করি এবং একটি হিন্দু পরিবারেই আমার জন্ম। ছোটোবেলা থেকেই আমি
গানবাজনা ভালবাসতাম, তাই আমার মা আমার দিদিমার সহায়তায় আমাকে বাজনা শেখার
জন্য Local Church-এর Evangelist কাকুর
কাছে পাঠান, এবং আমার খুব উৎসাহ দেখে তিনি খুশি হতেন।
গানবাজনার পাশাপাশি প্রত্যেক রবিবার আমি প্রার্থনা সভাতেও যোগ দিতাম, কিন্তু প্রভু যীশু কে ? সেটা আমি জানতাম না।
যখন আমি বেশ ছোটো ছিলাম, তখন একবার একটা কাগজে একটা ছবি দেখে অবাক হয়েছিলাম। আপনারা জানেন কিসের
ছবি ছিল ওটা ? ওটা ছিল একটা ভয়ঙ্কর ছবি। ছবিতে দেখানো হচ্ছে
যে, একটা লোককে তার হাতে ও পায়ে পেরেক গেঁথে মারা হচ্ছে।
আমি জানতাম না যে লোকটি কে, আর কেনই বা তাকে এরকম নৃশংসভাবে
মারা হচ্ছে! সেই প্রশ্নের উত্তর আমি তখন পাইনি, কিন্তু আমি অনেক
বছর পর সেটার উত্তর পেয়েছি বাইবেলে।
আমি জানতে পেরেছি লোকটার
নাম ও তাকে মারার কারণ।
আপনারা জানেন তাঁর নাম কি ? তাঁর নাম হল - যীশু খ্রীষ্ট।
আপনারা জানেন তাঁর ওরকম
নৃশংস ভাবে মৃত্যুর কারণ সম্বন্ধে ???
তার মৃত্যুর কারণ হলাম -
আমি ও আপনি (সমগ্র মানবজাতি)।
আর ঈশ্বরকে অনেক ধন্যবাদ
যে, ট্রেন থেকে পড়ে যাওয়া সত্বেও আমার শরীরে একটা
আঁচড় তিনি লাগতে দেননি।
বাইবেলের বাক্যের
প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আমার জীবনকে রক্ষা করেছেন। গীতসংহিতা ৯১ অধ্যায় ১১ থেকে ১২ পদে লেখা আছে - “কারণ তিনি
আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাঁহারা
তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন,
পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।” সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যে যাই
বলুক, আমি প্রভুকে সম্পূর্ণরূপে আমার জীবনে আহ্বান করতে চাই।
আর বিগত ২০১৭ সালেই আমি Baptised হই। প্রভু যীশু আমাকে ভুল
পথ থেকে বের হয়ে আসতে সাহায্য করেছেন, এবং তিনি আমাকে তাঁর
পথে চলতে সাহায্য করে চলেছেন, প্রভু জানতেন যে, আমি যে কাজ করতাম, সেটি একজন খ্রীষ্ট বিশ্বাসী
হিসেবে আমার জন্য উপযুক্ত ছিল না। আজ আমি খ্রীষ্টের সুসমাচার বাহক, তাঁর প্রেমকে প্রচার করতে আমি আর লজ্জাবোধ করি না, কারণ
আমি জানি আমি কাকে বিশ্বাস করি। সমাজের Persecution তো
থাকবেই, তার মধ্য দিয়ে খ্রীষ্টের প্রেমের বানী প্রচার করাই
আমার জীবনের মূল উদ্দশ্য হয়ে উঠেছে। আর প্রভু যীশুর আদেশ - “অতএব তোমরা গিয়া
সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার
নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা
করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ,
আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” (মথি
২৮ঃ১৯-২০), তাই সুসমাচার প্রচার করা আমাদের, অর্থাৎ প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীরই দায়িত্ব।
আমি প্রভু ঈশ্বরকে তাঁর
মহানামে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে ভ্রান্ত পথ থেকে রক্ষা করেছেন,
আমাকে ভালোবেসেছেন, পরিত্রাণ দিয়েছেন, আমার পাপসকল ক্রুশীয়
বলিদানের মাধ্যমে ক্ষমা করেছেন এবং অনন্ত জীবনের অধিকারী করেছেন।
১ যোহন ৪ অধ্যায় ১০ পদে লেখা আছে –
“ইহাতেই প্রেম আছে; আমরা
যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে
আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।”