আমিষ ভোজন করা কি পাপ ? | BSB Bengali Christian Articles
পৃথিবীতে এমন অনেক মানুষই
রয়েছেন, যারা মনে করেন আমিষ ভোজন করা হল পাপ। তাদের মধ্যে অনেকে বলে থাকেন – খ্রীষ্ট
বিশ্বাসীরা তো মাছ, মাংস এবং অন্যান্য আমিষ খাদ্যগুলি ভোজন করে থাকেন, তাহলে কি তারা
পাপ করছেন না ?
তো আসুন আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করি।
একজন খ্রীষ্ট বিশ্বাসী
হিসেবে প্রথমেই আমরা দেখব যে, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আমিষ ভোজন করার বিষয়টিকে পাপ
হিসেবে গন্য করেছেন কি না এবং তিনি নিজে কখনও আমিষ ভোজন করেছেন কি না!
লুক ২৪ অধ্যায় ৪২
থেকে ৪৩ পদে লেখা আছে –
42 তখন তাঁহারা তাঁহাকে একখানি ভাজা মাছ
দিলেন। 43 তিনি তাহা লইয়া তাঁহাদের সাক্ষাতে ভোজন করিলেন।
ওপরের এই পদটি থেকে বিষয়টি
স্পষ্ট যে, প্রভু যীশু নিজে কখনই একজন শুধুমাত্র নিরামিষ ভোজনকারী ছিলেন না, বরং তিনি
আমিষও ভোজন করতেন।
লুক ২২ অধ্যায় ৭
থেকে ১৫ পদ যদি আমরা অধ্যায়ন করি,
তাহলে সেখান থেকে আমরা জানতে পারব যে, ইহুদীদের নিস্তারপর্ব্বের
সময় প্রভু যীশু মেষশাবক অর্থাৎ ভেড়ার মাংস
গ্রহণ করেছিলেন।
এছাড়াও আমরা মথি ১৪
অধ্যায় ১৩ থেকে ২১ পদে এবং অন্য সুসমাচারগুলিতে দেখতে পাই যে, প্রভু যীশু পাঁচটি
রুটি ও দুটি মাছ নিয়ে পাঁচ হাজার পুরুষ সহ অন্যান্যদের খায়িয়েছিলেন।
তাহলে, যারা মনে করেন,
আমিষ ভোজন করা পাপ, তাদের উদ্দেশ্যে আমাদের একটি প্রশ্ন! আপনারা কি প্রভু যীশু খ্রীষ্টকেও
আমিষ ভোজন করার জন্য পাপী বলে দাবী করবেন ?
প্রভু যীশু কখনই বলেননি
যে, আমাদের সবসময় নিরামিষই ভোজন করতে হবে। তিনি কখনই আমাদের এমন শিক্ষা দেননি যে, মাছ,
মাংস ইত্যাদি গ্রহণ করা পাপ।
প্রিয় ভ্রাতৃগণ, আমরা আপনাদের এটাই বলতে চাই,
কোনও খ্রীষ্ট বিশ্বাসী যদি মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাদ্য গ্রহণ করতে পছন্দ না
করেন, তবে তা মন্দ বিষয় নয়, বরং খুবই ভালো বিষয়। কিন্তু কোনও খ্রীষ্ট বিশ্বাসী যদি
নিরামিষ ও আমিষ উভয় খাদ্যই গ্রহণ করতে পছন্দ করেন, তবে সেটিও কোনও পাপের বিষয় নয়।
বাইবেল আমাদের নিরামিষ
ও আমিষ উভয় খাদ্য গ্রহণ করারই স্বাধীনতা দিয়ে থাকে। কোনও খ্রীষ্ট বিশ্বাসী চাইলে আমিষ
গ্রহণ করতেও পারেন অথবা নাও করতে পারেন। খাদ্য গ্রহণ করার বিষয়টি সম্পূর্ণভাবে প্রত্যেকের
রুচির ওপর নির্ভর করে, সেইজন্য রোমীয় ১৪ অধ্যায় ১ থেকে ৩ পদে লেখা আছে –
1 বিশ্বাসে যে দুর্ব্বল, তাহাকে গ্রহণ কর, কিন্তু তর্কবিতর্ক সম্বন্ধীয় বিষয়ের
বিচারার্থে নয়। 2 এক ব্যক্তির বিশ্বাস আছে যে, সর্ব্বপ্রকার দ্রব্যই খাইতে পারে, কিন্তু যে দুর্ব্বল, সে শাক খায়। 3 যে যাহা ভোজন করে, সে এমন ব্যক্তিকে তুচ্ছা না করুক, যে তাহা ভোজন করে না; এবং যে যাহা ভোজন না করে, সে এমন ব্যক্তির বিচার না করুক, যে তাহা ভোজন করে; কারণ ঈশ্বর তাহাকে গ্রহণ করিয়াছেন।
যারা শুধুমাত্র নিরামিষ
গ্রহণ করেন অথবা যারা নিরামিষ ও আমিষ উভয়ই গ্রহণ করেন, তাদের প্রত্যেকের ওপর কোনও বিচারাজ্ঞা
করার অধিকার ঈশ্বর আমাদের কাউকে দেননি।
এবার আমরা খুব সংক্ষেপে দেখব যে, পাপের অর্থ
আসলে কি!
পাপের আসল অর্থ হল – “ঈশ্বর
এবং আমাদের সম্পর্কের মাঝে ভাঙ্গন ধরা, ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া, নৈতিকতার
বিরুদ্ধাচরণ করা, মন্দভাবে জীবন অতিবাহিত করা ইত্যাদি”। আমিষ ভোজন করা কখনই পাপের বিষয়
নয়।
আপনি যদি শুধুমাত্র নিরামিষ
ভোজন করেন এবং ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেন, প্রভু যীশুকে অস্বীকার করেন এবং ঈশ্বরের সাথে
সম্পর্ক পুনরায় তৈরী করার জন্য সচেষ্ট না হয়ে থাকেন তবে তা কোনও লাভজনক হবে না। কিন্তু
আপনি যদি আমিষ ভোজন করে ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করেন, তবে তা আপনার জন্য পরিত্রাণ
নিয়ে আসবে।
মথি ১৫ অধ্যায় ১১
পদে প্রভু যীশু বলেছেন –
মুখের ভিতরে যাহা যায়, তাহা যে মনুষ্যকে অশুচি করে, এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে।
বন্ধুরা, খাওয়া-দাওয়ার
তুলনায় অধিক গুরুত্বপূর্ণ বিষয় হল, পাপ থেকে আমাদের উদ্ধার বা পরিত্রাণ লাভ করা। প্রভু
যীশু খাওয়া-দাওয়ার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেননি, কারণ সেটির ওপর আমাদের পরিত্রাণ
এবং অনন্ত জীবন নির্ভর করে না। আমাদের পরিত্রাণ এবং অনন্ত জীবন নির্ভর করে পাপ ক্ষমার
ওপর, যা প্রভু যীশুর বলিদানের ওপর বিশ্বাসের মাধ্যমে আমরা পেতে পারি।
সুতরাং, আমরা
যা খাচ্ছি তার চেয়ে বেশী আমাদের উদ্ধার, পাপের
ক্ষমা এবং অনন্তজীবনের ওপর মনোনিবেশ করা প্রয়োজন।
রোমীয় ১৪ অধ্যায়
১৭ পদে লেখা আছে –
কারণ
ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্ম্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, is eating non-veg sin, nonveg sin, nonveg eating not sin, salvation, eating not related to our salvation,
0 Comments