সুসমাচারের প্রতিজ্ঞা ও আজ্ঞা | BSB Bengali Christian Articles
১ করিন্থীয় ১৫ অধ্যায়
২ পদে প্রেরিত পৌল লিখেছেন
–
আর
তাহারই দ্বারা,
আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার
প্রচার করিয়াছি,
তাহা যদি ধরিয়া রাখ, তবে পরিত্রাণ পাইতেছ; নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী
হইয়াছ।
মানুষের পরিত্রাণের নিমিত্ত
ঈশ্বরদত্ত প্রকাশ হল – ‘সুসমাচার’। সুসমাচারই একমাত্র পরিত্রাণের বার্তা বহন করে এবং
যার প্রতি বিশ্বাস দ্বারা মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। এইজন্য সুসমাচারকে আমাদের
ভালোভাবে বুঝতে হবে এবং সুসমাচার অনুযায়ী আমাদের জীবনের পথে এগিয়ে যেতে হবে। যদি আমরা
সুসমাচারকে ভুলভাবে বুঝি, তাহলে আমরা কখনই মানুষের কাছে সুসমাচারের সঠিক অর্থ তুলে
ধরতে পারব না। অতএব আমরা প্রত্যেকেই একটি ভ্রান্ত পথের দিকে এগিয়ে যেতে শুরু করব।
অনেকে প্রশ্ন করেন,
১. সুসমাচারই যদি পরিত্রাণের
নিমিত্ত ঈশ্বরের প্রকাশ হয়ে থাকে, তবে কেন মানুষ এই সুসমাচারকে গম্ভীরতার
(Seriously) সাথে গ্রহণ করে না ?
২. সুসমাচারে বিশ্বাস
করার পরেও মানুষের বিচারবুদ্ধি কেন জাগতিক ?
৩. কেন মানুষ তাদের শারীরিক
অভিলাষগুলিকে ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে না ?
৪. মানুষ কেবল জাগতিক
সুখভোগের আকাঙ্খাই কেন করে ? ইত্যাদি।
তো এর প্রধান কারণ হল – বর্তমান সময়ে এমন অনেক
সুসমাচার প্রচারকেরা উঠেছেন, যারা সুসমাচারের কঠিন সত্যতাকে মিথ্যার চাদরে আবৃত করে
মানুষের কাছে প্রস্তুত করে চলেছেন। তারা ঈশ্বরের ন্যায় সম্পর্কে ও ঈশ্বরের বিচারদিনের
সম্পর্কে মানুষের কাছে গম্ভীরতার সাথে প্রচার করেন না, অথবা করেন না বললেই চলে।
দ্বিতীয় কারণ হল – পৃথিবীর অধিকাংশ মানুষ কেবল
তাদের সাংসারিক জীবনকে আরও সহজ করে তুলতে চায়, তারা বিলাসিতায় জীবন অতিবাহিত করতে পছন্দ
করে এবং তারা জাগতিক সফলতার চরম সীমায় পৌঁছোতে আগ্রহী; আর সেইজন্যই তারা আত্মীকতায়
অতটা রুচি রাখেন না। তাদের কাছে পাপ সম্বন্ধে ভাবনা চিন্তা করার সময়েরও আজ বড়োই অভাব,
আমাদের পাপের মূল্যরূপে প্রভু যীশুর ক্রুশীয় বলিদান তাদের কাছে তেমন কোনও গুরুত্বপূর্ণ
বিষয় নয়।
যাই হোক, কারণ যা কিছুই থাকুক না কেন, সুসমাচারের
প্রতি মানুষের প্রতিক্রিয়া যাই হোক না কেন, একজন সত্য প্রচারক হিসেবে আমাদের সেগুলিই
মানুষের কাছে তুলে ধরার প্রয়োজন, যা কিছু সত্য। আর সত্য এটাই যে, সুসমাচার কেবলমাত্র
আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা করে এবং এই সংসারে আমাদের ক্রুশ বহন করে চলার আজ্ঞা
দেয়।
অনন্ত জীবনের প্রতিজ্ঞা
তো মানুষকে আকর্ষণ করে, কিন্তু ক্রুশ বহন করার আজ্ঞা অনেক মানুষের কাছে অসহনীয়।
১ করিন্থীয় ১৫ অধ্যায়
১ থেকে ২ পদে আমাদের বলা হয়েছে যেন আমরা সুসমাচারে স্থির থাকি। আর যদি আমরা সেই সুসমাচারে
স্থির না থাকি, তবে আমাদের বিশ্বাস বৃথা।
ঈশ্বর আমাদের অতীতের সমস্ত
পাপ ক্ষমা করেছেন প্রভু যীশুর বলিদানের মাধ্যমে, আর সেই সুসমাচারই মানুষের কাছে আমাদের
প্রচার করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে, প্রভু যীশুর বলিদান কোনও সাধারণ বিষয় নয়
বরং তা অসাধারণ। তিনি আমাদের জন্য যাতনা সহ্য করেছেন এবং রক্ত ঝরিয়েছেন।
যদি আমরা সুসমাচারে স্থির
থাকি, তবে আমাদের জীবন প্রমাণিত করবে যে, আমরা পরিত্রাণের পথে এগিয়ে চলেছি। আর যদি
আমরা সুসমাচারে স্থির না থাকি, তবে আমাদের জীবন প্রমাণিত করবে যে, আমরা পরিত্রাণের
পথ ছেড়ে বিনাশের পথে পা বাড়িয়েছি।
সুসমাচারে বিশ্বাস করার
পর আমরা কখনই বেপরোয়াভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি না, আমরা পুনরায় সেই সাংসারিক
জীবনের মানসিকতায় ফিরে যেতে পারি না এবং পার্থিব বিষয়গুলিকে ঈশ্বরের চাইতে বেশী প্রাধান্য
দিতে পারি না।
আমরা কখনই আর মিথ্যা আশ্বাসে আমাদের জীবন অতিবাহিত করতে পারি না, যা আমাদের পার্থিব
বাসনাগুলি পূরণের আশ্বাস দেয়।
আমাদের জীবনে কেবল একটি মাত্র আস্বাসের অস্তিত্ব থাকবে, সেটি হল – অনন্ত জীবনের
আস্বাস। আমাদের আস্বাস ঈশ্বরের ক্রোধ এবং ন্যায় থেকে মুক্তির আস্বাস, যা প্রভু যীশু
খ্রীষ্টের বলিদানের ওপর বিশ্বাসের মাধ্যমে আমরা পেয়ে থাকি।
আমরা যদি চাই প্রভু যীশুর প্রতিজ্ঞাসকল আমাদের জীবনে পূর্ণ হোক, তবে তাঁর প্রতি
বিশ্বাস রেখে সমস্ত রকম পরীক্ষা, সমস্যা, তাড়না ইত্যাদির মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে
যেতে হবে। আমাদের নিজেদের ক্রুশ উঠিয়ে এই সংসারে চলতে শুরু করতে হবে, যেন আমরাও অন্যদের
সেরূপ শিক্ষা দিতে পারি।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, promisses of the Gospel, Commandments of the Gospel,
0 Comments