প্রভু যীশুর পুনরুত্থানের সাথে জড়িত কিছু বিষয় | BSB Bengali Christian Articles
একটি প্রশ্ন আমাদের মনের
মধ্যে অনেক সময় আসে, সেটি হল – খ্রীষ্টের পুনরুত্থান কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ
?
প্রভু যীশু মৃত্যুকে জয়
করে পুনরুত্থিত হয়েছেন, আর সেই ঘটনাটি আমাদের খ্রীষ্ট বিশ্বাসীদের অতীত, বর্তমান ও
ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে।
বাক্য অনুযায়ী আমরা পাপের
জন্য ঈশ্বরের থেকে দূরে সরে গিয়েছি, কারণ ঈশ্বর
হলেন পবিত্র। কিন্তু আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছি।
রোমীয় ৩ অধ্যায় ২৩ পদে লেখা আছে - কেননা
সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে—
আমরা নিজেদের গুনে ঈশ্বরের
পবিত্রতার সীমায় পৌঁছোতে পারব না এবং নিজেদের ক্ষমতায় স্বর্গরাজ্যেও পৌঁছোতে পারব না।
কিন্তু ঈশ্বর পাপীদের ভালোবাসেন, সে জন্য তিনি তাঁর পরিকল্পনা অনুযায়ী আমাদের পরিত্রাণের
জন্য একটি পথ তৈরী করে রেখেছিলেন, তিনি তাঁর নিজের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু
খ্রীষ্টকে এই জগতে পাঠিয়েছিলেন।
প্রভু যীশু, যিনি এই পাপময়
জগতসংসারে সম্পূর্ণ বিশুদ্ধ জীবনযাপন করেছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের পাপের
দেনা মিটিয়েছেন।
অনেকে ভাবতে পারেন, কীভাবে
একজন মানুষ এরকমটা করতে পারেন ?
অবশ্যই কোনও সাধারণ মানুষ
এরকমটা করতে পারেন না। কিন্তু এই ব্যক্তি, যিনি এই অসাধ্য কাজটি সম্পন্ন করেছেন, তিনি
ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র।
তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে
জন্ম নিয়েছিলেন।
আমরা কেবলমাত্র প্রভু
যীশুর মাধ্যমেই ধার্মিক হিসেবে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি।
যোহন ১৪ অধ্যায় ৬ পদে যীশু বলেছেন - আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার
নিকটে আইসে না।
পাপের ক্ষমা পাবার জন্য
কেবলমাত্র তাঁর ওপর বিশ্বাসের ভিত্তিতেই আমরা স্বর্গরাজ্যের অধিকার পেতে পারি কারণ,
তিনিই একমাত্র পথ।
প্রভু যীশু মৃত্যুকে জয়
করে কবর থেকে বের হয়ে এসেছেন, আর এই ঘটনাটি তাঁর সমস্ত দাবীগুলির পরিপূর্ণতা। তিনি যা
যা দাবী করতেন, সেগুলির মধ্যে যে কতটা সত্যতা আছে, পুনরুত্থানের ঘটনাটি সেটা প্রমাণ
করে দেয়। আর এই জন্যই আমাদের অতীত, আমাদের বর্তমান ও আমাদের ভবিষ্যৎ সংরক্ষিত হয়েছে।
অনেকে প্রশ্ন করতে পারেন
যে, প্রভু যীশুর পুনরুত্থান আমাদের বর্তমান জীবনকে কীভাবে প্রভাবিত করে ?
ইফিষীয় ১ অধ্যায় ১৯ থেকে ২০ পদে লেখা আছে – 19 এবং বিশ্বাসকারী যে আমরা, আমাদের প্রতি তাঁহার পরাক্রমের অনুপম
মহত্ত্ব কি। ইহা তাঁহার শক্তির পরাক্রমের সেই কার্য্যসাধনের অনুযায়ী, 20 যাহা তিনি খ্রীষ্টে সাধন করিয়াছেন; ফলতঃ তিনি তাঁহাকে মৃতগণের মধ্য হইতে
উঠাইয়াছেন, এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন,
এই বাক্য অনুযায়ী আমরা
বুঝতে পারি যে, ঈশ্বর সেই শক্তি আমাদেরকেও দিয়েছেন, যে শক্তি দ্বারা তিনি প্রভু যীশুকে
মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, যাতে আমরা আমাদের বর্তমানে খ্রীষ্টীয় জীবন ঈশ্বরের
বাধ্যতার সাথে অতিবাহিত করতে পারি।
আমরা যখন আমাদের সম্পূর্ণ
শক্তি দিয়ে খ্রীষ্টীয় জীবন অতিবাহিত করার চেষ্টা করি, তখন আমরা আমাদের বর্তমানের সাথে
সংঘর্ষ করি। কিন্তু যদি আমরা সাহায্যের জন্য ঈশ্বরের ওপর নির্ভর করি, তাহলে তিনি আমাদের
শক্তি যোগাবেন। আমরা পাপী হওয়া সত্ত্বেও তিনি আমাদের রক্ষা করেন, আমাদেরকে নতুন ভাবে
সৃষ্টি করেন।
বাইবেল বলে ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৭ পদে - ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে।
কিন্তু এটি কীভাবে সম্ভব
? এটি তখনই সম্ভব, যখন সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে সেই পুনরুত্থানের শক্তি প্রদান
করবেন। আর আমরা যখন সেই শক্তি প্রাপ্ত হবো, তখন আমাদের বর্তমান জীবন ধীরে ধীরে বদলাতে
শুরু করবে।
প্রভু যীশুর পুনরুত্থান
শুধু আমাদের অতীত আর বর্তমান জীবনকে প্রভাবিত করে এমনটা নয়, পুনরুত্থান আমাদের ভবিষ্যতকেও
প্রভাবিত করে।
যেহেতু প্রভু যীশু কবর
থেকে বের হয়ে এসেছেন, সেহেতু এই ঘটনাটি বিশ্বাসীদের কাছে একটি গ্যারান্টি, আমরা যদি
খ্রীষ্টের পুনরাগমনের আগে মারা যাই, তাহলে আমরা তাঁর সাথে দেখা করার জন্য মৃত্যু থেকে
পুনরুত্থিত হবো।
১ করিন্থীয় ১৫ অধ্যায় ২০ পদে লেখা আছে - কিন্তু বাস্তবিক খ্রীষ্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ।
এবং ১ থিষলনীকীয় ৪ অধ্যায় ১৪ থেকে ১৭ পদে লেখা আছে – 14 কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও
সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।
15 কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা
তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা
যাহারা জীবিত আছি, যাহারা
প্রভুর আগমন পর্য্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের
অগ্রগামী হইব না। 16 কারণ
প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান
দূতের রব সহ, এবং
ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে। 17 পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার
নিমিত্ত সকসঙ্গে তাহাদের সহিত মেষযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব।
খ্রীষ্ট বিশ্বাসী হিসেবে
আমাদের জন্য এটি একটি বড়ো নিশ্চয়তা যে, মৃত্যুর পর আমাদের পুনরুত্থান হবে এবং প্রভুর
সাথে আমরা চিরকাল থাকতে পারব।
প্রভু যীশু যদি মৃত্যু
থেকে পুনরুত্থিত না হতেন, তাহলে আমাদের জন্য কোনও প্রকারের কোনও আশা থাকত না, আমাদেরকে
নিরাশায় দিন কাটাতে হত।
পৃথিবীতে অনেক মানুষই
আছেন, যারা আজও নিরাশা নিয়ে মৃত্যুবরণ করছেন কারণ, তারা খ্রীষ্টের পুনরুত্থানকে মেনে
নেয় না, তাই তাদের কাছে মৃত্যু মানেই সমস্ত কিছুর সমাপ্তি।
কিন্তু যখন আমরা
প্রভু যীশুর ওপর ভরসা রাখি, নিজেদের পাপ স্বীকার করি ও ক্ষমাপ্রার্থী হই এবং তাঁকে
আমাদের জীবনে আহ্বান জানাই, তখন তিনি আমাদের অন্তরে আসেন এবং আমাদের মধ্যে চিরকাল বাস
করেন। আর তখনই আমরা অনন্ত জীবন ও উপহার হিসেবে স্বর্গরাজ্যে প্রবেশ করার বরদান পাই।
রোমীয় ৬ অধ্যায় ২৩ পদে লেখা আছে - কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের
প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।
খ্রীষ্ট বিশ্বাসী হবার দরুন মৃত্যুকে
আমাদের ভয় পাওয়ার কোনও দরকার নেই, কারণ আমরা আশাবাদী যে, মৃত্যুর পর ঈশ্বরের সাথে তাঁর
রাজ্যে আমরা চিরকাল বাস করব।
প্রভু যীশুর পুনরুত্থান
পবিত্র বাইবেলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি আগেই বলেছিলেন যে, মৃত্যুর ৩ দিন
পর তিনি আবার জীবিত হয়ে উঠবেন আর তিনি সেরূপ
করেছেন।
যীশু আমাদের একজন অনন্য
ত্রাণকর্তা। তিনি অনন্য, কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, তিনি অনন্য, কারণ তিনি
কুমারীর গর্ভে জন্মেছিলেন, তিনি অনন্য, কারণ তিনি পাপহীন জীবনযাপন করেছিলেন, তিনি অনন্য,
কারণ তিনি ক্রুশের ওপর আমাদের পাপের দেনা মিটিয়েছেন, তিনি অনন্য, কারণ তিনি মৃত্যুকে
জয় করে উঠেছেন।
হাল্লেলুইয়া!
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, resurrection,
0 Comments