ঈশ্বরের বাক্যের শক্তি | BSB Bengali Christian Articles
গীতসংহিতা ১১৯ এর গীত ১১ পদে রাজা দাউদ ঈশ্বরকে বলছেন –
তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয়
করিয়াছি,
যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।
নিজের হৃদয়ে তিনি ঈশ্বরের
বাক্যকে সঞ্চয় করে রেখেছিলেন কারণ, এই হৃদয়ই আমাদের পুরো অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে।
বৎশেবার সাথে যখন রাজা
দাউদ পাপ করেছিলেন, তখন সেই পাপ করার ইচ্ছেটা তার হৃদয়ে তৈরী হয়েছিল, তার হৃদয় তার সাথে
বিশ্বাসঘাতকতা করেছিল।
প্রভু যীশু মথি ১৫ অধ্যায় ১৯ পদে বলেছেন - কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য্য, মিথ্যাসাক্ষ্য, নিন্দা আইসে।
তো এই হৃদয় বা অন্তঃকরণ
আমাদের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ।
এই কারণেই দাউদ বলেছিলেন – আমি পাপ করতে চাই না, সেই জন্যই ঈশ্বর, আমি তোমার বাক্যকে
আমার হৃদয়ে সঞ্চয় করেছি।
পাপের বিরুদ্ধে ঈশ্বরের
বাক্যই আমাদের সুরক্ষা, সেই জন্যই ইফিষীয় ৬ অধ্যায় ১৭ পদে ঈশ্বরের বাক্যকে “আত্মার
খড়্গ” বলা হয়েছে।
পাপের ওপর জয় লাভ করতে
হলে ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে সঞ্চয় করতে হবে।
হয় পাপ আপনাকে ঈশ্বরের
বাক্য থেকে দূরে রাখবে, নয়তো ঈশ্বরের বাক্য আপনাকে পাপ থেকে দূরে রাখবে।
যদি ঈশ্বরের বাক্য আপনার
জীবনে জয়লাভ করে, তবে পাপের পরাজয় ঘটবে, আর যদি পাপ আপনার জীবনে জয়লাভ করে, তবে ঈশ্বরের
বাক্য আপনার জীবন থেকে মুছে যাবে।
রাজা দাউদ এমন একজন ব্যক্তি
ছিলেন, যার জীবনে অনেক ধরণের কঠিনতা ও সংঘর্ষ ছিল। আর ঈশ্বরের ধন্যবাদ যে, দাউদের জীবনের
এই সমস্ত কঠিনতা ও সংঘর্ষগুলির দ্বারা তিনি আমাদের শিক্ষা দিয়ে থাকেন ও আমাদের সাহায্য
করেন।
গীতসংহিতা ১৭ এর গীত ৪ পদে দাউদ বলেছেন - মনুষ্যের কার্য্য সম্বন্ধে, তোমার ওষ্ঠাধরের বাক্যে,
আমি দুর্জ্জনের পথ হইতে সাবধান হইয়াছি।
ঈশ্বরের বাক্যের দ্বারা
দাউদ নিজেকে অনাচারের পথ থেকে বাঁচিয়ে রেখেছিলেন।
শয়তান অনেক ধরণের রাস্তা আমাদের
জন্য তৈরী করেছে, যেগুলি দেখতে অনেক সুন্দর বা অনেক লোভনীয় আর সেগুলির দিকে সে আমাদেরকে
আকর্ষণ করে। এই ধরণের রাস্তাগুলি আমাদেরকে বিনাশের দিকে নিয়ে যায়। আসলে শয়তানের রাস্তাগুলি
মরুভূমির মরীচিকার মতো।
শয়তান এই রাস্তাগুলির
সামনে অনেক গুলি বোর্ড ঝুলিয়ে রেখেছে, সেগুলিতে লেখা আছে – সফলতা, আনন্দ, সন্তুষ্টি
আর শান্তি।
যখন আপনি এই সমস্ত পথগুলিতে
হাঁটতে শুরু করবেন এবং হাঁটতে হাঁটতে শেষ সীমায় পৌঁছে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন
যে, পথগুলি আপনাকে সেই সমস্ত জায়গায় পৌঁছে দেয়নি, যেগুলি হাঁটার শুরুতে বোর্ডের
মধ্যে লেখা ছিল।
এই সমস্ত রাস্তাগুলি থেকে বাঁচার
জন্য আপনাকে আপনার হৃদয়ে ঈশ্বরের বাক্যকে ধারণ করতে হবে। ঈশ্বরের বাক্যই শয়তানের সমস্ত
যুক্তিগুলির বিরুদ্ধে লড়াই করার ও তার সমস্ত চালাকিগুলি বোঝার শক্তি যোগাবে।
গীতসংহিতা ১১৯ এর গীত ৯ পদে দাউদ বলেছেন - যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে?
তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই
করিবে।
এখনকার দিনে যুবক যুবতীদের জন্য
শয়তানের দ্বারা বিছিয়ে রাখা জাল থেকে নিজেদের রক্ষা করাটা নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছে।
আমাদের এই প্রজন্মে নানারকম
সুযোগ সুবিধা এতই বেশি যে, সেগুলির মধ্যে আমরা পুরোপুরি ভাবে ডুবে গিয়েছি। একটি
ক্লিকের মাধ্যমে আমাদের চোখের সামনে এমন কিছু জিনিস চলে আসে, যেগুলি আমাদেরকে বিনাশের
পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
ঈশ্বরের বাক্য শুধুমাত্র পাপ থেকেই নয়, শয়তানের সমস্ত মন্দ পরিকল্পনাগুলি থেকেও আমাদেরকে রক্ষা করে।
শয়তান সমস্ত বিশ্বাসীদের
ঘাতক একজন বিরোধী ও শত্রু।
১ পিতর ৫ অধ্যায় ৮ পদে সাধু পিতর লিখেছেন - তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।
তো শয়তান অবিরত আমাদের
বিরোধীতা করে এবং আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঈশ্বরের কাছ থেকে সে আমাদের
দূরে সরিয়ে দিতে চায় ও আমাদের বিনাশ করতে চায়।
কিন্তু আমরা তাকে পরাজিত
করতে পারি এবং তাকে লজ্জিতও করতে পারি। আমাদের কাছে সেই অস্ত্র রয়েছে আর সেই অস্ত্রটি
হল – ঈশ্বরের জীবন্ত বাক্য (পবিত্র বাইবেল)।
ইফিষীয় ৬ অধ্যায় অনুযায়ী
আমরা যারা প্রভু যীশুর ওপর বিশ্বাস করেছি, সকলেই একটি যুদ্ধ ক্ষেত্রের মধ্যে রয়েছি।
আমাদের এই যুদ্ধ রক্ত ও মাংসের সঙ্গে নয় কিন্তু অন্ধকারের সঙ্গে অর্থাৎ দুষ্টের
আত্মিক সৈন্যদের সঙ্গে। আর এই আত্মিক যুদ্ধে জয়লাভের জন্য আমাদের আত্মিক হাতিয়ারের
প্রয়োজন, আর সেটি হল – ঈশ্বরের বাক্য, যা আমাদের শক্তি যোগায়।
যদি আমরা পাপের ওপর, শয়তানের ওপর ও শারীরিক অভিলাষগুলির ওপর জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ঈশ্বরের বাক্যের তলোয়ার ওঠাতে হবে এবং ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করতে হবে।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments