গননাপুস্তক ২২ থেকে ২৪ অধ্যায়ে আমরা বিলিয়ম নামক একজন ব্যক্তির কাহিনী দেখতে পাই। যখন রাজা বালাক বিলিয়ম ভাববাদীকে বললেন যেন তিনি ইস্রায়েলের বিরুদ্ধে বলেন, এবং তাদের অভিশাপ দেন, তখন বিলিয়ম ঈশ্বরের ইচ্ছা কি, সেটা আগে জানা উচিত মনে করলেন এবং ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন যে, সে কি করবে!

ঈশ্বর বিলিয়মকে স্পষ্টই বললেন, এরকম কাজ তুমি কখনই কোরো না। কিন্তু রাজা বালাক বিলিয়মকে লোভ দেখালেন, তিনি বললেন যদি বিলিয়ম এই কাজটা করার জন্য আসে, তাহলে তাকে অনেক বেশি আদর, সম্মান ও ধন দৌলত দেবেন।

বিলিয়ম বললেন, আমি আবার ঈশ্বরের কাছে যাব এবং তাঁর ইচ্ছা জানবার চেষ্টা করব।

এখানে দ্বিতীয় বার ঈশ্বরের ইচ্ছা জানবার তার কি প্রয়োজন ছিল ? তিনি তো আগেই তাকে যাওয়ার জন্য বারণ করে দিয়েছিলেন।

আসল ঘটনাটি হল, বিলিয়ম তখন আদর, সম্মান, ধন ও দৌলত পাবার জন্য লোভী হয়ে গিয়েছিলেন।

২ য় পিতর ২ অধ্যায় ১৫ পদে লেখা আছে – “তাহারা সোজা পথ ত্যাগ করিয়া বিপথগামী হইয়াছে, বিয়োরের পুত্র বিলিয়মের পথানুগামী হইয়াছে; সেই ব্যক্তি ত অধার্ম্মিকতার বেতন ভাল বাসিত;

যখন আপনি ঈশ্বরকে খোঁজেন, অনেকবার আপনিও অনুভব করতে পারেন যে আপনি নিজে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন। আপনি আত্মিকভাবে স্পষ্টই জানতে পারেন, ঈশ্বর এটা চান না যে আপনি এমন কোনও কাজ করেন, যেটা আপনার জন্য উপযুক্ত নয়, কিন্তু সেই কাজের জন্য মোটা অঙ্কের বেতন আপনাকে সেটা করার জন্য আকর্ষিত করে, ঠিক তখনই লোভে পরে ঈশ্বরের ইচ্ছাকে দ্বিতীয়বার জানতে চান।

আপনি এরকমটা করার আগে বিলিয়মের কাহিনীটি স্মরণ করুন।

আপনি খুব বেশি বেতন পান বা খুব বেশি আদর, সম্মান পান, সেই জন্য ঈশ্বর তাঁর ইচ্ছা বদলে ফেলবেন, এমনটা নয়। কিন্তু ঈশ্বর যখন দেখেন কোনও ব্যক্তি তার নিজের ইচ্ছানুযায়ী এগিয়ে যেতে চান, তখন ঈশ্বর তাকে বাধা দেন না।

সেই জন্যই যখন বিলিয়ম দ্বিতীয় বার ঈশ্বরের ইচ্ছা জানতে আগ্রহী হলেন, তখন ঈশ্বর তাকে যাবার অনুমতি দিলেন, কিন্তু এটা ঈশ্বরের আসল ইচ্ছা ছিল না।

ঈশ্বর বিলিয়মের স্বাধীনতাকে কেড়ে নিতে চাননি, সেই জন্যই ঈশ্বর তাকে অনুমতি দিয়েছিলেন। ঈশ্বর আমাদের স্বাধীন ভাবে নির্ণয় নেওয়ার অধিকার দিয়েছেন, তিনি সেটা থেকে আমাদের বঞ্চিত করেন না। কিন্তু ঈশ্বর তবুও বিলিয়মকে থামানোর জন্য স্বর্গদূত পাঠিয়েছিলেন। বিলিয়ম স্বর্গদূতকে দেখতে পাননি কিন্তু তার গাধাটি সেই স্বর্গদূতকে দেখতে পেয়েছিল।

তো এখানে শিক্ষণীয় বিষয় এটাই, যখন কোনও ব্যক্তি টাকা, পয়সা, ধন ও দৌলতের জন্য অন্ধ হয়ে যান, তখন একটি গাধাও বাস্তবিকতাকে ওই ব্যক্তির থেকে স্পষ্ট ভাবে দেখতে ও বুঝতে পারে, গাধাটির ধন ও দৌলতের প্রতি লোভ ছিল না, সেই জন্যই গাধাটি স্বর্গদূতটিকে দেখতে পেয়েছিল। বিলিয়ম স্বর্গদূতটিকে দেখতে পাননি, কারণ তিনি আদর, সম্মান, ধন ও দৌলতকে বেশি প্রেম করেছিলেন।

বিলিয়ম ঈশ্বরের অনুগ্রহ অনুভব করেছিলেন, ঈশ্বরের আত্মা তার ওপরে এসেছিলেন,

গননাপুস্তক ২৪ অধ্যায় ২ পদে লেখা আছে – আর বিলিয়ম চক্ষু তুলিয়া দেখিল, ইস্রায়েল বংশশ্রেণীক্রমে বাস করিতেছে; এবং ঈশ্বরের আত্মা তাহার উপরে আসিলেন।“ 

শুধুমাত্র এটাই নয়, বিলিয়ম খ্রীষ্টের আগমনের বিষয়েও ভবিষ্যৎ বাণী করেছিলেন।   

      গননাপুস্তক ২৪ অধ্যায় ১৭ পদে লেখা  আছে – “আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়,

তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়;

যাকোব হইতে এক তারা উদিত হইবে,

ইস্রায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে,

তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে,

কলহের সন্তান সকলকে সংহার করিবে।

       এবং গননাপুস্তক ২৪ অধ্যায় ১৯ পদে লেখা আছে – যাকোব হইতে উৎপন্ন এক জন কর্ত্তৃত্ব               করিবেন,

                 নগরের অবশিষ্ট লোকদিগকে বিনষ্ট করিবেন।

 

 আত্মায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও, খ্রীষ্টের আগমনের বিষয়ে ভবিষ্যৎ বাণী করা সত্ত্বেও তিনি সব কিছু হারিয়েছিলেন কারণ, তিনি ঈশ্বরের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে ধন ও দৌলতকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। ওই গাধাটি বিলিয়মের সাথে কথা বলতে শুরু করলেন। 

দি ঈশ্বর আপনাকে কোনও কথা বা কোনও কাজের জন্য বারণ করে থাকেন, তবে বার বার প্রার্থনা করে তাঁর ইচ্ছা জানতে চাওয়ার কোনও প্রয়োজন নেই। ধন ও দৌলতের লোভে পরেও আমরা এটা ভাবতে পারি না যে, ঈশ্বর তাঁর ইচ্ছা বদলে ফেলবেন।

তাহলে, আমরা ঈশ্বরের রাজ্যের জন্য অনেক কিছু করে থাকলেও, অনেক আত্মা জয় করলেও কোনও লাভ হবে না যদি আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসযোগ্য না হই, আমাদের পরিনতিও তাহলে বিলিয়মের মতোই হবে। বিলিয়মও এক সময় বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের ইচ্ছার সহিত বিশ্বাসযোগ্য ছিলেন না।


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,

 


0 Comments