পাপময় ও কামনাপূর্ণ শরীর | BSB Bengali Christian Articles
“কামনা” আমাদের সবার মধ্যে এটা আছে আমরা সবাই এটার প্রতি সংবেদনশীল, এর থেকে আমরা কেউ ততদিন নিরাপদে থাকতে পারবো না, যতদিন আমরা পার্থিব সংসারের মধ্যে থাকবো। ঈশ্বর আমাদের জন্যে যে বিশুদ্ধ শরীর তৈরী করেছেন, তা পাপময় ও কামনাপূর্ণ হয়েছে। আমরা বিশ্বাসীরা এই সত্যের থেকে অব্যাহতি প্রাপ্ত নই, কিন্তু অবশ্যই আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করেছি, তখন নিজেদের পাপের ক্ষমা পেয়েছি ও চিরকালের জন্যে সংরক্ষিত হয়েছি কিন্তু আমাদের শরীরে সেই পাপময় কামনার অবশিষ্ট এখনও আছে। বিশ্বাসীদের মধ্যে এখনও যে কামনা অবশিষ্ট আছে, তার প্রমান আমরা পাই বাইবেলে ২ তীমথিয় ২ অধ্যায় ২২ পদ - “কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিস্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।”
এখানে পৌল কোনো অবিশ্বাসীর সাথে কথা বলছিলেন না, উনি একজন যুবকের সাথে কথা বলছিলেন, যার নাম তীমথিয়। যদি মাংসের লালসাজনিত কোনো সমস্যা তীমথিয়ের মধ্যে না থেকে থাকে, তীমথিয় যদি সংরক্ষিত ও আধ্যাত্মিক মানুষ ছিলেন, তবে সাধু পৌল তাকে এমন বাক্য দিলেন কেন ? এই বাক্য আজকের দিনে আমাদের কাছে কেমন ভাবে অর্থপূর্ণ ? সাধু পৌলের এই বাক্য আমাদের জন্যেও অর্থপূর্ণ।
যদি আমরা বড়ো হই , তরুন হই, বা বৃদ্ধ হই, আমাদের শরীর দূষিত হয়ে আছে পাপময় লালসার দ্বারা, যা এই দুনিয়া আমাদের মধ্যে প্রনোদিত করেছে। শয়তানের পদ্ধতি ও এই দুনিয়ার পদ্ধতি একটাই আছে :- আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেওয়া, আমাদের ক্ষতি করা, কামনার দ্ধারা। এই মন্দ দুনিয়ার পদ্ধতি পরিস্কার নির্ধারিত করা রয়েছে যোহন ২ অধ্যায় ১৬ পদে - “আর যাহারা কপোত বিক্রয় করিতেছিলেন, তাহাদিগকে কহিলেন, এ স্থান হইতে এ সকল লইয়া যাও ; আমার পিতার গৃহকে বনিজ্যের গৃহ করিও না।”
আজ দুনিয়া ক্রমাগত নিজের পাপময় প্রলোভনে সায়ী হয়ে আছে আর আধুনিক প্রযুক্তি সেই লালসাকে সন্তুষ্ট করে মোবাইলের একটা Tab এর মধ্যমে ও Computer এ Click এর মাধ্যমে। সঙ্গে বিভিন্ন আকর্ষণ আমাদের কামনা পূরণ করে। এই দুনিয়া সর্বদা উপস্থিত ২৪ ঘন্ঠা লোভ দেখানোর জন্যে! আমাদের কি করা উচিৎ ? আমাদের কি পালানো উচিৎ ? পালানো অর্থাৎ অব্যাহতি করা বা দূরে চলে যাওয়া, এটার মানে সংগ্রাম নয়, পালিয়ে যাওয়া। বাইবেল আমাদের বিশ্বাসের দ্বারা কামনাকে প্রতিহত করতে বা পরাস্ত করতে বলেনি, পৌল পালানো কথাটি ব্যবহার করেছেন। লালসা ও কামনাকে পরাস্ত করতে যা লেখা আছে - রোমীয় ১৩ অধ্যায় ১৪ পদ - “কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না।”
আমরা কামনা ও লালসার প্রতি প্রসন্ন ও নিষ্ক্রিয় হতে পারিনা, মাংসের লালসার প্রতি ক্ষমাশীল হওয়া আমাদের জীবনে ক্ষতি নিয়ে আসে। ঈশ্বর আমাদেরকে একটি পাত্র দিয়েছেন তাকে ধারন করতে ও তাকে প্রকাশ করতে। কিন্তু শয়তান সেই পাত্র ভেঙে ফেলতে চায় আদ্ধাত্মিক ভাবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে ও মাংসের লালসার মাধ্যমে। ১ থিষলনীকীয় ৪ অধ্যায় ৪-৫ পদ বলে - “যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাক, তোমাদের প্রত্যেক জন যেন, যাহারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয় কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে।”
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments