শয়তান কি নরকে রাজত্ব করেন ও লোকদের সেখানে অত্যাচার করেন ?

আসুন জেনে নিই সেই বিষয়ে।

 অনেক খ্রীষ্ট বিশ্বাসীরা আছেন, যারা অনেকেই এই ভুল ধারনাটি রাখেন যে, শয়তান নরকের রাজা বা নরকের ভারপ্রাপ্ত একজন। শয়তান ও তার দূতেরা মিলে লোকেদের সেখানে অত্যাচার ও কষ্ট দেন।

এই ধারনাটি বাইবেল ভিত্তিক নয়। আসল সত্যিটা হল, শয়তানকেই সেই নরকের আগুনে ফেলে দেওয়া হবে।

প্রকাশিত বাক্য ২০ অধ্যায় ১০ পদে লেখা আছে - আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল “অগ্নি ও গন্ধকের” হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ঐ পশু ও ভাক্ত ভাববাদীও আছে; আর তাহারা যুগপর্য্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে।

যদি নরকের এরকম ভুল ধারনাটি বাইবেল থেকে নয়, তাহলে এটি কোথা থেকে এসেছে  ?

এই ধারনাটি এসেছে Dante Alighieri-র কবিতা DIVINE COMEDY থেকে,

আবার Dan Brown-এর উপন্যাস INFERNO থেকেও এই ধারনাটি পাওয়া যায়।

তাহলে, শয়তান নরকের শাসক নন, বরং নরকের শাসক হলেন স্বয়ং ঈশ্বর।

প্রভু যীশু বলেন লুক ১২ অধ্যায় ৪ থেকে ৫ পদে – 4 আর, হে আমার বন্ধুরা, আমি তোমাদিগকে বলিতেছি, যাহারা শরীর বধ করিয়া পশ্চাৎ আর কিছু করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। 5 তবে কাহাকে ভয় করিবে, তাহা বলিয়া দিই; বধ করিয়া পশ্চাৎ নরকে নিক্ষেপ করিতে যাঁহার ক্ষমতা আছে, তাঁহাকেই ভয় কর; হাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, তাঁহাকেই ভয় কর।

এখানে যীশু পিতা ঈশ্বরের দিকে ইঙ্গিত করে বলছেন, শুধু তাঁকেই ভয় করতে। শুধুমাত্র তাঁর কাছেই ক্ষমতা রয়েছে কাউকে নরকে নিক্ষিপ্ত করার ও কাউকে স্বর্গ রাজ্যের অধিকার দেওয়ার।

তাহলে যে নরকের হ্রদের কথা প্রকাশিত বাক্য ১৯ অধ্যায় ২০ পদে ও প্রকাশিত বাক্য ২০ অধ্যায় ১০ পদে বলা হয়েছে, সেটা অনন্তকালীন শাস্তির জন্য তৈরি করা হয়েছে। এই নরক সবার জন্য, সে স্বর্গদূত হোক, মানুষ হোক বা শয়তান হোক।

মথি ২৫ অধ্যায় ৪১ পদে লেখা আছে - পরে তিনি বামদিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও।

এই নরক তাদের জন্য, যারা প্রভু যীশুকে অস্বীকার করেন এবং অবিরত ঈশ্বরের সাথে বিদ্রোহ করেন, সেই সমস্ত লোকেদের নরকের আগুনে নিক্ষিপ্ত করা হবে।

প্রকাশিত বাক্য ২০ অধ্যায় ১৫ পদে লেখা আছে - আর জীবন-পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল।

পবিত্র বাইবেল অনুযায়ী নরক এমন একটা জায়গা, সেখানে অনন্ত অগ্নি থাকবে, সেখানে রোদন ও দন্তঘর্ষণ হবে।

যাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে, তাদের এই বিষয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। প্রভু যীশুর প্রতি বিস্বাসের দ্বারা ও তাঁর রক্তপাতের দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি আর অনন্তকাল ধরে আমরা তাঁর সঙ্গে স্বর্গে থাকার আশ্বাসন পাই।

অতএব, নরকের প্রতি শয়তানের কোনও অধিকার নেই, সত্যিটা এটাই যে, অনন্ত নরকের আগুন শয়তানের অপেক্ষায় রয়েছে। আসলে নরক শয়তান ও তার দূতেদের জন্যই বানানো হয়েছিল।

--- তাহলে আমরা আশা করছি যে, আপনারা এই ছোট্ট Article-টি থেকে নরকের বিষয়ে আসল সত্যিটা জানতে পেরেছেন।


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,

 

0 Comments