ফিলিপীয় ৪ অধ্যায় ১৩ পদের প্রকৃত অর্থ | BSB Bengali Christian Articles
ফিলিপীয় ৪ অধ্যায় ১৩ পদে
লেখা আছে –
যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।
আজকে আমরা এই পদটির প্রকৃত
অর্থ জানতে চলেছি, কারণ, আজকাল আমরা এই পদটির অনেক ভুল ব্যবহার দেখতে পাই।
আসুন আমরা জেনে নিই
যে, প্রেরিত পৌল এই পদটি কেন লিখেছিলেন ? কখন লিখেছিলেন ? আর কি পরিস্থিতিতে লিখেছিলেন
?
এযুগে প্রায় সকল মানুষই চায় ঈশ্বরের
শক্তি দ্বারা তাদের সমস্ত ইচ্ছাগুলি, সমস্ত স্বপ্নগুলি ও সমস্ত লক্ষ্যগুলি পূরণ করতে।
আর অনেক প্রচারকেরাই এই পদটির ভুল ব্যবহার করে মানুষকে বলে থাকেন – আপনি খ্রীষ্টের
শক্তিতে জীবনে সবকিছুই পেতে পারেন, সমস্ত কিছুতেই সফলতা অর্জন করতে পারেন, সব লক্ষ্যেই
পৌঁছোতে পারেন বা সব স্বপ্নই পূরণ করতে পারেন, ইত্যাদি।
কিন্তু এই পদের আসল
অর্থ এগুলি নয়, পদটির আসল অর্থকে পরিবর্তন করে মিথ্যে ও কাল্পনিক অর্থ মানুষের কাছে
তুলে ধরা হচ্ছে। হতে পারে অনেক বিশ্বাসীরাই আছেন, যারা এই পদের সঠিক অর্থ জানেন না।
যখন পৌল লিখছিলেন
- “আমি”, বিস্তারিতভাবে বলতে গেলে একজন “খ্রীষ্ট বিশ্বাসী” হিসেবে খ্রীষ্টের শক্তিতে
সবকিছুই করতে পারি, তখন কি তিনি ব্যক্তিগত জীবনের সাফল্যের কথা বলছিলেন ? “সবকিছু”-এর
অর্থ কি আমরা আমাদের জীবনে যেগুলি চেয়ে থাকি, সেগুলিকেই বোঝাচ্ছে ?
এর উত্তর হল – না, কখনই
না।
কিন্তু অনেক বড়ো বড়ো প্রচারকও
আপনাকে বোঝাতে পারে যে, এই বাক্যটি আমাদের জীবনের সমস্ত কিছুর ওপর সাফল্যের দিকেই ইঙ্গিত
করছে।
আপনি যদি এই পদটির
আগের ২-টি পদ দেখেন, ১১ এবং ১২ পদ, সেখানে এই ১৩ পদটি লেখার পেছনে পৌলের আসল উদ্দেশ্য
প্রকাশ পায়।
তো আসুন আমরা এই পদগুলি
প্রসঙ্গ অনুযায়ী অধ্যায়ন করি।
ফিলিপীয় ৪ অধ্যায় ১১ থেকে
১৩ পদ আমরা দেখব,
11 এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। 12 আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি; প্রত্যেক বিষয়ে ও সর্ব্ববিষয়ে আমি
তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি।
যদি পৌলকে জিজ্ঞাসা করা
হয় যে, আপনি এগুলি কীভাবে করতে পারেন ?
তাহলে পৌলের উত্তর হবে - 13 যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।
তাহলে পৌল কি কি করতে
পারেন ?
তিনি সবরকম পরিস্থিতিতে
সন্তুষ্ট থাকতে পারেন, তিনি অবনত হতে জানেন, উপচয় ভোগ করতেও জানেন, তৃপ্ত হতে জানেন,
ক্ষুধিত থাকতেও জানেন।
অতএব খ্রীষ্টের শক্তি তার
কাছে এমন কোনও শক্তি ছিল না, যার দ্বারা তিনি নিজের জীবনে যা কিছুই করতে চাইতেন, সে
সমস্ত কিছুই করতে পারতেন, বরং খ্রীষ্টের এই শক্তি পৌলকে সমস্ত রকম কঠিন পরিস্থিতিতেই
সন্তুষ্ট থাকতে সাহায্য করেছিল।
পৌল কোনও কাল্পনিক
লক্ষ্য বা স্বপ্নপূরণের কথা এখানে বলেননি, তিনি তার জীবনের কষ্টভোগ, ও পীড়াদায়ক সকল
পরিস্থিতিতে সন্তুষ্ট থাকার কথাই এখানে বলেছেন। আমাদের জানা দরকার যে, পৌল যখন ফিলিপীয়দের
কাছে এই পত্রটি লিখছিলেন, তখন তিনি কারাগারে নিক্ষিপ্ত ছিলেন।
দেখুন, এই পত্রটি লেখার
শুরুতে পৌল কীভাবে তার কারাগারে থাকার বিষয়ে বর্ণনা করেছেন –
ফিলিপীয় ১ অধ্যায় ১২ থেকে ১৪ পদে লেখা আছে - 12 এখন হে ভ্রাতৃগণ, আমার বাসনা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে, তদ্দ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার
হইয়াছে; 13 বিশেষতঃ সমস্ত স্কন্ধাবারে এবং
অন্যান্য সকলের নিকটে আমার বন্ধন খ্রীষ্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে; 14 এবং প্রভুতে স্থিত অধিকাংশ ভ্রাতা
আমার বন্ধন হেতু দৃঢ়প্রত্যয়ী হইয়া নির্ভয়ে ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে।
তো পৌল যখন রোমীয় কারাগারে
এই সমস্ত দুঃখ-কষ্ট ভোগ করছিলেন, তখন তিনি ফিলিপীয় ৪ অধ্যায় ১৩ পদে বলেছেন –
যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।
পৌল কখনই নিজের
মধ্যে কোনও সফল ব্যক্তিকে খুঁজতে চাননি, তিনি নিজের কোনও ব্যক্তিগত ইচ্ছাও পূরণ করতে
চাননি, বরং সুসমাচারের বৃদ্ধি ও মানুষকে পরিত্রাণের পথ দেখানোতেই তার আনন্দ লুকিয়ে
ছিল।
খ্রীষ্টের জন্য ও সুসমাচার
প্রচারের জন্য কষ্টভোগের দিক থেকে আমরা এটা বলতে পারি যে, পৌল একজন সত্যিকারের সফল
ব্যক্তি ছিলেন।
২ করিন্থীয় ১১ অধ্যায়
২৩ থেকে ২৭ পদে পৌল তার কষ্টভোগের বর্ণনা নিজেই করেছেন।
লেখা আছে –
23 উহারা কি খ্রীষ্টের পরিচারক? —হতবুদ্ধির ন্যায় বলিতেছি—আমি
অধিকতররূপে; আমি পরিশ্রমে অতিমাত্ররূপে, কারাবন্ধনে অতিমাত্ররূপে, প্রহারে অতিরিক্তরূপে, প্রাণসংশয়ে অনেক বার। 24 যিহূদীদের হইতে পাঁচ বার ঊনচল্লিশ
আঘাত প্রাপ্ত হইয়াছি। 25 তিন বার বেত্রাঘাত, এক বার প্রস্তরাঘাত, তিন বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে এক দিবারাত্র যাপন করিয়াছি; 26 যাত্রায় অনেক বার, নদীসঙ্কটে, দস্যুসঙ্কটে, স্বজাতি-ঘটিত সঙ্কটে, পরজাতি-ঘটিত সঙ্কটে, নগরসঙ্কটে, মরুসঙ্কটে, সমুদ্রসঙ্কটে, ভাক্ত-ভ্রাতৃগণের মধ্যে ঘটিত সঙ্কটে, 27 পরিশ্রমে ও আয়াসে, অনেক বার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেক বার অনাহারে, শীতে ও উলঙ্গতায়।
আর এই সমস্ত দুঃখ-কষ্টের
মধ্যেও পৌল আনন্দিত ছিলেন, আর সেটি খ্রীষ্টের সেই শক্তির জন্যই সম্ভব হয়েছিল।
সুসমাচার প্রচারের জন্য
পৌলের ওপর কোনও পরিস্থিতিই কোনও ভাবে কোনও প্রভাব ফেলতে পারেনি। প্রভু যীশুর প্রেমে
পৌল এতটাই হারিয়ে গিয়েছিলেন যে, সেটি বর্ণনাতীত।
পৌল নিজেই গালাতীয় ২ অধ্যায়
২০ পদে লিখেছেন –
খ্রীষ্টের
সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন
মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করিলেন, এবং আমার নিমিত্তে আপনাকে
প্রদান করিলেন।
তো পৌল প্রভুর প্রেমের
আস্বাদ পেয়েছিলেন, আর সেই জন্যই কেউ তাকে খ্রীষ্টের জন্য অত্যাচার করুক, মারধর করুক
বা অন্যকিছু করুক, তাতে তার কিছুই মনে হত না, তিনি আনন্দিতই থাকতেন।
অবশেষে,
গুরুত্বপূর্ণ কথা এটাই যে, ফিলিপীয় ৪ অধ্যায় ১৩ পদের ভুল অর্থ বের করে আমরা কখনই বলতে
পারি না যে, আমরা সমস্ত কিছুই খ্রীষ্টের শক্তি দ্বারা অর্জন করতে পারব, বা সমস্ত অসম্ভবকেই
সম্ভব করতে পারব, অথবা আমাদের সমস্ত স্বপ্নগুলিই পূরণ করতে পারব।
আমাদের
ভেবে দেখা উচিত, খ্রীষ্টের জন্য যখন আমাদের অনেক ধরণের কঠিন পরিস্থিতির মোকাবিলা
করতে হবে, অনেক দুঃখ-কষ্ট ভোগ করতে হবে, অনেক তাড়না সহ্য করতে হবে, তখন কি আমরা পৌলের
মতো আনন্দিত হয়ে বলতে পারবো –
যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি ???
পৌলের জীবনের কঠিন পরিস্থিতিগুলি ও তার জীবনের দুঃখ-কষ্টগুলি আমাদের জন্য অনুপ্রেরণা।
২ তীমথিয় ৩ অধ্যায় ১২ পদে লেখা আছে –
আর যত
লোক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে।
তো আমাদের খ্রীষ্টীয় জীবনে
যখন তাড়না ঘটবে, তখন আমাদের আশ্চর্য হওয়ার কিছুই নেই, আমাদের পৌলের মতো কারাগারে নিক্ষিপ্ত
করা হলেও আমরা ফিলিপীয় ৪ অধ্যায় ১৩ পদ থেকে বলতে পারি –
যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।
তাই আপনি
আপনার জীবনে খ্রীষ্টের শক্তিকে আহ্বান জানান, কিন্তু জাগতিক সফলতাগুলি প্রাপ্ত করার
জন্য নয়, খ্রীষ্টের জন্য ও তাঁর সুসমাচার প্রচারের জন্য শত দুঃখভোগের মধ্যেও যেন আপনি
আনন্দিত হতে পারেন, সেই জন্যই আহ্বান জানান।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments