বাইবেল এই বিষয়ে আমাদের ইতিবাচক ইঙ্গিত দেয়।

আসুন আমরা বাইবেলের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলি থেকে আমরা বুঝতে পারব যে, আমরা অবশ্যই আমাদের প্রিয়জনের সাথে স্বর্গে মিলিত হবো আর তাদেরকে চিনতেও পারব।

                      আমরা রাজা দাউদের বিষয়ে আলোচনা করি,

রাজা দাউদের একটি পুত্র ছিল, ছোটবেলাতেই তার মৃত্যু হয়েছিল। আর যখন সেই ছোট সন্তানটির মৃত্যু হয়েছিল, তখন রাজা দাউদ ২ শমূয়েল ১২ অধ্যায় ২৩ পদের একটি অংশে বলেছিলেন -  আমি তাহার কাছে যাইব, কিন্তু সে আমার কাছে ফিরিয়া আসিবে না।

দাউদ জানতেন যে, তার মৃত সন্তানকে সে স্বর্গে আবার দেখতে পাবে, আর সেই জন্যই শোকের মাঝেও তিনি নিজেকে সান্ত্বনা দিতে পেরেছিলেন।

                   মথি ২৬ অধ্যায় ২৯ পদে প্রভু যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন –

আর আমি তোমাদিগকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষাফলের রস আর কখনও পান করিব না, সেই দিন পর্য্যন্ত, যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব।

এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে, ১১ জন শিষ্য, যারা সেই রাতে প্রভু যীশুর সাথে ভোজন পান করছিলেন, তারা একদিন প্রভু যীশুর সাথে আবার স্বর্গে মিলিত হবে, তারা একে অপরকে চিনতেও পারবে আর প্রভু যীশুর সাথে তারা সেখানে চিরকাল থাকবে।

                           যখন প্রভু যীশু পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে

একটি উঁচু পর্বতে গিয়েছিলেন, তখন তিনি তাদের সামনে মহিমায় রূপান্তরিত হয়েছিলেন।

মথি ১৭ অধ্যায় ৩ পদে লেখা আছে - আর দেখ, মোশি ও এলিয় তাঁহাদিগকে দেখা দিলেন, তাঁহারা তাঁহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। 

এটি একটি বিস্ময়কর ঘটনা, কারণ মোশি ও এলিয়কে সেই সময় তারা দেখতে পাচ্ছিলেন।

যদিও সেই সময় মহিমাপূর্ণ শরীর তাদের ছিল না, তবুও তারা জীবীত আত্মা ছিলেন এবং তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছিল আর তারা কথাও বলছিলেন।

                                             ১ থিষলনীকীয় ৪ অধ্যায় ১৭ ও ১৮ পদে লেখা আছে –

17 পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত সকসঙ্গে তাহাদের সহিত মেষযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। 18 অতএব তোমরা এই সকল কথা বলিয়া এক জন অন্য জনকে সান্ত্বনা দেও। 

এই বাক্যে লেখা আছে – “তাহাদের সহিত”। এই “তাহাদের সহিত” শব্দটি সেইসব বিশ্বাসীদের প্রতি ইঙ্গিত করে, যারা আজ আমাদের মধ্যে আর জীবীত নেই।

পৌলের উদ্দেশ্য ছিল থিষলনীকীয়দের মধ্যে কয়েকজনকে সান্ত্বনা দেওয়া, যারা সম্ভবত তাদের মৃত প্রিয়জনদের জন্য দুঃখ পাচ্ছিলতিনি লিখেছেন যে, তারা সকলেই প্রভুর সঙ্গে চিরকাল থাকতে পারবে।

তিনি ১৮ পদে লিখেছেন, “অতএব তোমরা এই সকল কথা বলিয়া এক জন অন্য জনকে সান্ত্বনা দেও

                             আর সান্ত্বনা পুনর্মিলনের সম্ভাবনা থেকে আসে।

                                        আমরা কেবল আমাদের নিজের পরিবার এবং প্রিয়জনদের সাথেই নয়, সমস্ত যুগের ঈশ্বরের লোকদের সাথেও পুনরায় মিলিত হবো। স্বর্গে আমরা সকলেই এক প্রেমময় পরিবার হয়ে উঠব।

                            এটি সত্য যে আমাদের চেহারা বদলে যাবে, কারণ ঈশ্বর আমাদের নতুন এক দেহ দান করবেন, ঠিক যীশুর পুনরুত্থিত দেহের মতো। সেই দেহ কখনই বৃদ্ধ হবে না বা কখনই ক্লান্ত হয়ে উঠবে না, কোনও প্রকার ব্যথা-বেদনা ও মৃত্যুর অভিজ্ঞতা সেই দেহে কখনই হবে না।

                                       প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ৪ পদে লেখা আছে –

আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।

এই বাক্য অনুযায়ী স্বয়ং ঈশ্বর আমাদের চোখের জল মুছিয়ে দেবেন, আর আমাদের নতুনিকৃত করবেন, আমাদের পার্থিব দেহকে তিনি মহিমান্বিত দেহে রূপান্তরিত করবেন।

১ করিন্থীয় ১৫ অধ্যায় ৫২ পদে লেখা আছে - এই মুহূর্ত্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব।  

                     একজন বিশ্বাসী অন্য একজন বিশ্বাসীর মৃত্যুতে শোক নয়, আনন্দ করতে পারে, কারণ আমাদের কাছে আশা আছে যে, মৃতেরা ঈশ্বরের উপস্থিতিতে তাঁর সঙ্গে রয়েছে। অতএব, আশ্বাস না থাকা অন্যদের মতো আমাদের শোক করার কোনও প্রয়োজন নেই।

আমরা একদিন আমাদের প্রিয়জনদের সাথে আবার মিলিত হবো। কিন্তু একটা কথা মাথায় রাখা প্রয়োজন যে, অবশ্যই আমাদের প্রিয়জনদের খ্রীষ্ট বিশ্বাসী হতে হবে।

                           আমরা জানি যে, আমরা পাপের অধীন, আর একমাত্র প্রভু যীশুর প্রতি বিশ্বাসের দ্বারাই আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকি, সেইজন্যই আমাদের প্রিয়জনদের অবশ্যই প্রভু যীশুর প্রতি বিশ্বাস আনতে হবে, আর বিশ্বাসের দ্বারাই প্রত্যেক ব্যক্তি অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠবে কারণ,

 রোমীয় ৬ অধ্যায় ২৩ পদে লেখা আছে –

কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।

আমাদের কোনও প্রিয়জন যদি অনন্ত জীবন না পেয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তির সাথে স্বর্গে মিলিত হবার কোনও আশা বা কোনও সম্ভাবনা নেই। তাই আমার ও আপনার এটা দায়িত্ব, যেন আমরা আমাদের প্রিয়জনদের কাছে সুসমাচার প্রচার করি, আর যেন তারাও বিশ্বাসের দ্বারা পরিত্রাণ লাভ করার একটি সুযোগ পেতে পারে। আপনার প্রিয়জনকে অনন্ত জীবনের পথ দেখানোর দায়িত্ব আপনারই, কারণ, ঈশ্বর আপনাকে সেই কাজের জন্যই মনোনীত করেছেন।

                                  

Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,

0 Comments