একজন খ্রীষ্ট বিশ্বাসীর মৃতদেহকে আগুনে পুড়িয়ে ফেলা হলে কি তার শেষকালীন পুনরুত্থান আর হবে না ? | BSB Bengali Christian Articles
এর কারণ হল – হতে পারে
সেই ব্যক্তিটি তার পরিবারে একাই খ্রীষ্ট বিশ্বাসী, আর বাকী সদস্যরা অন্য বিশ্বাসী,
তাই সেই ব্যক্তির মধ্যে একটা ভয় কাজ করে, সেটা হল – সেই ব্যক্তিটির যদি কোনও কারণে
মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের লোকজন তার মৃতদেহকে পুড়িয়ে ফেলবে।
এছাড়া এমনটাও হতে পারে
– সেই ব্যক্তি ও তার পরিবার তো খ্রীষ্ট বিশ্বাসী, কিন্তু তার সমস্ত আত্মীয়-স্বজন অন্য
বিশ্বাসী। তো সেই ব্যক্তির পরিবারের কোনও সদস্যের যদি মৃত্যু ঘটে, তাহলে তার আত্মীয়-স্বজন
তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে, তারা বলতে পারে যে, এই মৃত ব্যক্তিটি তো অন্য বিশ্বাসী
ছিলেন, অতএব সেই বিশ্বাসের রীতি-নীতি অনুযায়ী তার মৃতদেহকে পুড়িয়ে ফেলা উচিত।
অন্য বিশ্বাসের লোকেরা
রীতি-নীতিগুলিকে বেশী প্রাধান্য দিয়ে থাকে, তারা তো খ্রীষ্টকে জানে না, তারা মন পরিবর্তনের
অর্থও বোঝে না, সেইজন্য তারা চাপ সৃষ্টি করতেই পারে।
যাই হোক, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে
যে, আমাদের (খ্রীষ্ট বিশ্বাসীদের) মৃতদেহকে পুড়িয়ে ফললেও কোনও সমস্যা নেই।
অনেকের মনে আশঙ্কা জাগে
ও তারা ভেবে থাকেন যে, যদি তাদের মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয়, তাহলে তাদের শেষকালীন পুনরুত্থান
কীভাবে হবে ?
তো এর উত্তর হল – বাইবেলে
খ্রীষ্ট বিশ্বাসীদের মৃতদেহের অন্তিম সংস্কার কীভাবে করা উচিত, কবরে সমাধি দেওয়া উচিত,
নাকি পুড়িয়ে ফেলা উচিত, সে বিষয়ে কোনও আজ্ঞা দেওয়া নেই।
প্রাচীন সভ্যতায় মানুষের
মৃতদেহকে সম্মানের সহিত সমাধি দেওয়া হত, কারণ সেই সময় সমাধি দেওয়ার জন্য অনেক জমি-জায়গা
পাওয়া যেত। বাইবেলেও আমরা দেখতে পাই যে, ইহুদীরা মৃতদেহকে সমাধি দিতেন, কারণ তাদের
বিশ্বাসও পুনরুত্থানের সাথে যুক্ত ছিল।
আমরা জানি যে, ইহুদীদের
রীতি অনুযায়ী প্রভু যীশুকেও কবরপ্রাপ্ত করা হয়েছিল, এবং তিনি সেই কবর থেকে পুনরুত্থিত
হয়েছিলেন। সেই জন্য খ্রীষ্ট বিশ্বাসীরাও সেই রীতিরই অনুসরণ করতে শুরু করেছিল।
বাইবেলে আমরা পাই যে,
যেসব ইহুদীরা ধনী ব্যক্তি ছিলেন, সেইসব ব্যক্তিরা তাদের পরিবারের কোনও ব্যক্তির মৃতদেহকে
মাটির ওপরের কবরে রাখতেন, যা দেখতে অনেকটা গুহার মতো। কিন্তু যেসব ইহুদীরা ধনবান ছিলেন
না, তারা তাদের পরিবারের মৃত সদস্যের দেহকে মাটির নিচে সমাধি দিতেন।
আমরা দেখতে পাই, প্রভু
যীশু সাংসারিকভাবে ধনবান ছিলেন না, কিন্তু তবুও তাঁর মৃত্যুর পর তাঁর মৃতদেহকে মাটির
ওপরের কবরে রাখা হয়েছিল। আরিমাথিয়ার যোষেফ নামক একজন ধনী ব্যক্তি প্রভু যীশুকে তার
নিজের কবরে রেখেছিলেন। যোষেফ সেই কবর ক্রয় করেছিলেন এবং পাথর দিয়ে তা খোঁদাই করেছিলেন,
যার বর্ণনা আমরা মথি ২৭ অধ্যায় ৫৭ থেকে ৬০ পদে পেয়ে থাকি।
আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ
নয় যে, কীভাবে আমরা মৃতদেহের অন্তিমসংস্কার করব, বরং আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ
যে, মৃত্যুর পরবর্তী জীবন সম্বন্ধে বাইবেলে কি সিদ্ধান্ত রয়েছে, সেই সম্পর্কে জানা।
প্রেরিত পৌল ২ করিন্থীয়
৫ অধ্যায় ১ থেকে ২ পদে আমাদের শেখায় –
1 কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী
ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটী অহস্তনির্ম্মিত, অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত। 2 কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে
থাকিয়া আর্ত্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস-পরিহিত
হইবার আকাঙ্ক্ষা করিতেছি;
তো আমাদের পার্থিব শরীর,
যার মধ্যে আমাদের আত্মা অবস্থিতি করছে, সেটি তো ধ্বংস হবে, কিন্তু ঈশ্বর একটি নতুন
শরীর আমাদের প্রদান করবেন, যা স্বর্গে স্থিত, সেই দেহের বিনাশ কখনই ঘটবে না।
যেসব খ্রীষ্ট বিশ্বাসীরা
খ্রীষ্টের জন্য নিজেদের প্রাণ সমর্পণ করেছেন, তাদের তো পুনরুত্থান হবেই, আর আমরাও যারা
খ্রীষ্টে জীবন-যাপন করে মৃত্যুবরণ করব, আমাদেরও পুনরুত্থান হবে। আমাদের শরীরকে পুড়িয়ে
ফেলা হোক, বা সমাধি দেওয়া হোক, কোনও কিছুই আমাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াতে পারবে
না।
ঈশ্বর সমস্তকিছুই একত্রিত
করে সেগুলিকে রুপান্তরিকৃত করবেন, সেই নতুন দেহ বিনাশবিহীন হয়ে উঠবে, সেই দেহ কখনও
বৃদ্ধ হবে না, এবং সেই দেহের কখনও মৃত্যুও হবে না।
১ করিন্থীয় ১৫ অধ্যায়
৪২ থেকে ৪৩ পদে লেখা আছে -
42 মৃতগণের পুনরুত্থানও তদ্রূপ। ক্ষয়ে
বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়; 43 অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়; দুর্ব্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়;
তো এই পদদুটির ওপর ভিত্তি
করে অনেক খ্রীষ্ট বিশ্বাসীরা ভেবে বসেন যে, যদি কোনও খ্রীষ্ট বিশ্বাসীর মৃতদেহ পুড়িয়ে
ফেলা হয়, তাহলে তো সেই ব্যক্তির পুনরুত্থান হবে না!
কিন্তু বাইবেল অনুযায়ী
এই ভাবনাটি ভুল। কেননা যদি কোনও খ্রীষ্ট বিশ্বাসীর শরীর সমাধিস্থ করা হয়, তাহলে সেই
শরীর মাটিতে মিশে যায়, ধীরে ধীরে সেই শরীরের অস্তিত্বের বিনাশ ঘটতে থাকে।
যদি আজ আপনি বহুপূর্বের
(৫০০-১০০০ বছর প্রাচীন) কোনও খ্রীষ্ট বিশ্বাসীর কবর খুলে দেখেন, তাহলে দেখতে পাবেন
যে, সেই দেহগুলিও মাটির সাথে মিশে গিয়েছে।
তো আপনার দেহ পোড়ানো হোক,
বা সমাধিস্থ করা হোক, সেগুলি মাটির সাথেই মিশে যাবে।
প্রভু যীশু যখন জগতের
বিচার করার জন্য দ্বিতীয়বার আসবেন, তখন অবিশ্বাসীদেরও পুনরুত্থান ঘটবে। তো কোথা থেকে
সেই অবিশ্বাসীরা আসবে ?
প্রকাশিত বাক্য ২০ অধ্যায়
১৩ পদে লেখা আছে –
আর
সমুদ্র আপনার মধ্যবর্ত্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং
মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্ত্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্য্যানুসারে বিচারিত হইল।
এই বাক্যের অর্থ এটাই
যে, যেসব লোকেরা সমুদ্রের মধ্যে মৃত্যুবরণ করেছে, তাদেরও পুনরুত্থান হবে, সমুদ্র সেইসব
মৃত লোকদের বিচারের জন্য সমর্পণ করবে।
উদাহরণস্বরূপ, আপনি ফরৌণের
সেনাদের কথা চিন্তা করতে পারেন, যারা ইস্রায়েল সন্তানদের পিছু নিচ্ছিল, আর লালসাগরে
ডুবে মারা গিয়েছিল।
এছাড়াও নূহের সময়ে যে
জলপ্লাবন পৃথিবীতে এসেছিল, তখন অনেক লোকের মৃত্যু ঘটেছিল জলে ডুবে।
তো সেই সমস্ত লোকেরা বিশ্বাসী
ছিল না, কিন্তু তারাও পুনরুত্থিত হবে এবং প্রভু যীশু দ্বারা বিচারিত হবে।
মানুষের মৃত্যু যে কোনও
প্রকারে হতে পারে, যেমন – যুদ্ধক্ষেত্রে কোনও ব্যক্তি বা কোনও বিশ্বাসী যুদ্ধ করতে
করতে হঠাৎ বোমা বিস্ফোরণের কারণে মারা যেতে পারে, সেক্ষেত্রে সেই ব্যক্তির দেহের ধ্বংসাবশেষ
খুঁজে পাওয়াটা দুষ্কর ব্যপার হয়ে দাঁড়াবে।
এছাড়াও এমন বহু কারণ আছে,
যার দরুন মানুষের মৃতদেহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাই সমাধি দেওয়ার তো কোনও
প্রশ্নই ওঠে না।
কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান,
তিনি পৃথিবীর প্রত্যেকটি কোণ থেকে প্রত্যেকটি শরীরের ধ্বংসাবশেষগুলিকে একত্রিত করে
সেগুলির রুপান্তর করতে সক্ষম। তিনি সকলকেই একটি নতুন শরীর দেবেন, সে বিশ্বাসী হোক বা
অবিশ্বাসী, পুনরুত্থান সকলেরই হবে, কিন্তু পার্থক্য এটাই, বিশ্বাসীদের পুনরুত্থান হবে
স্বর্গরাজ্যের অধিকারী হবার জন্য আর অবিশ্বাসীদের পুনরুত্থান হবে নরকে নিক্ষিপ্ত হবার
জন্য।
সারসংক্ষেপঃ- একজন খ্রীষ্ট
বিশ্বাসীর মৃতদেহকে পুড়িয়ে ফেলা হোক বা কবরে সমাধি দেওয়া হোক, তাতে কিছুই আসে যায় না।
কেননা যে কোনও পরিস্থিতে তার পুনরুত্থান অবশ্যই হবে। তার শরীরের প্রত্যেকটি অংশকেই
ঈশ্বর একত্রিত করে একটি অবিনশ্বর শরীর তাকে দান করবেন এবং সেই দেহের কোনও মৃত্যু আর
ঘটবে না, কোনও দিন সেই দেহ বিনষ্টও হবে না। তাই একজন খ্রীষ্ট বিশ্বাসীর এই সমস্ত কিছু
নিয়ে চিন্তা করা কখনই উচিত নয় যে, তার শরীরকে সমাধিস্থ করা হবে, নাকি পুড়িয়ে ফেলা হবে!
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments