আজকাল খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে অনেকেই বলে থাকেন যে, আমি তো মানুষের কাছে সুসমাচার প্রচার করি, কিন্তু তাদের মধ্যে অনেকেই প্রভুর সুসমাচার শোনার আগ্রহ দেখায় না। তাদের মধ্যে অনেকেই আমাকে পাগল মনে করে এবং আমাকে উপহাস করে, সেইজন্য আমি সুসমাচার প্রচার করা প্রায় বন্ধই করে দিয়েছি।

     কিন্তু আজ আমরা আপনাকে এটাই বলতে চাই যে, আমরা প্রত্যেকেই যারা সুসমাচারে বিশ্বাস করে প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছি, তারা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করেছি। প্রভু যীশু আমাদের তাঁর রাজদূত হিসেবে মনোনীত করেছেন।

১ করিন্থীয় ৩ অধ্যায় ৯ পদে প্রেরিত পৌল লিখেছেন –

কারণ আমরা ঈশ্বরেরই সহকার্য্যকারী; তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। 

আমরা ঈশ্বরের সহকার্য্যকারী; অর্থাৎ যে পরিত্রাণ ঈশ্বর এই জগতের মানুষদের দিতে চান, তাতে আমাদেরও একটি ভূমিকা রয়েছে, অতএব যখন আমরা সুসমাচার প্রচার করা বন্ধ করে দিই,তখন আমরা সেই ভূমিকা থেকে নিজেদের সরিয়ে ফেলি।

     একজন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি যখন কোনও ভালো ডাক্তার দেখানোর পর সুস্থতা লাভ করে, তখন সেই ব্যক্তিটি ওই ডাক্তারের বিষয়ে অন্যদের কাছেও বলে; কিন্তু আমরা অর্থাৎ খ্রীষ্ট বিশ্বাসীরা যখন প্রভু যীশুর প্রতি বিশ্বাস দ্বারা আত্মীক সুস্থতা লাভ করেছি, পাপ থেকে পরিত্রাণ পেয়েছি এবং অনন্ত জীবনের পথে পা বাড়িয়েছি, তখন কেন আমরা প্রভুর এই সুসমাচার মানুষের কাছে তুলে ধরতে লজ্জাবোধ করি ?

রোমীয় ৩ অধ্যায় ২৩ পদে লেখা আছে –

কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে—

এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে পাপ রয়েছে, তাই মানুষ আজ শারীরিক এবং আত্মীকভাবে অসুস্থ। এই পৃথিবীর কোনও ডাক্তার আমাদের আত্মীক অসুস্থতা দূর করতে পারে না, কারণ তাদের মধ্যেও সেই একই অসুস্থতা বর্তমান, তাই প্রভু যীশু তাঁর ক্রুশীয় বলিদানের মাধ্যমে আমাদের সেই সুস্থতা দান করেছেন।

     আমাদের সুসমাচার প্রচার করা নিতান্তই আবশ্যক, যেন অন্তিম সময়ে কেউ কোনও প্রকার অজুহাত না দিতে পারে; কেউ যেন বলতে না পারে যে, আমাকে তো কেউ প্রভু যীশুর সম্পর্কে কোনও দিন বলেনি, তাহলে কীভাবে বিশ্বাস করব ? আমি যদি প্রভু যীশুর বিষয়ে জানতাম, তবে নিশ্চয়ই বিশ্বাস করতাম।

     সেই জন্য নিজের দায়িত্ব অবশ্যই পালন করুন, সামনের ব্যক্তিটি আপনার বলা সুসমাচারে বিশ্বাস করবে কি করবে না, আপনি কখনই সে বিষয়ে ভাববেন না।

প্রভু যীশুও ঈশ্বরের রাজ্যের বিষয়ে মানুষের কাছে প্রচার করেছেন, কিন্তু সকলেই তাঁর সুসমাচারে বিশ্বাস করেনি। প্রভু যীশুকে অনেক তাড়না সহ্য করতে হয়েছে, তাঁকে মানুষ অনেক অপমানও করেছে, কিন্তু তবুও তিনি তাঁর প্রচার বন্ধ করেননি।

ঈশ্বর সকলকেই পরিত্রাণ দিতে চান, সেইজন্য তিনি তাঁর একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যেন তাঁর প্রতি বিশ্বাস দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করতে পারে (যোহন ৩:১৬)। প্রভু যীশুও তাঁর সুসমাচার সমগ্র জগতের মানুষদের কাছে প্রচার করার আজ্ঞা দিয়েছেন, যেন কেউ বাদ না পরে।

প্রভু যীশুর আজ্ঞানুসারে তাঁর সমস্ত প্রেরিতগণ সুসমাচার প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরেছিলেন। শত তাড়না, অত্যাচার ও তিরস্কার সহ্য করেও তারা তাঁর সুসমাচার প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখেননি, এমনকি এই সুসমাচারের জন্য তারা নিজেদের প্রাণকেও অপ্রিয় জ্ঞান করেছেন।

১ করিন্থীয় ৯ অধ্যায় ১৬ পদে সুসমাচার প্রচারের বিষয়ে প্রেরিত পৌল লিখেছেন –

কারণ, আমি যদিও সুসমাচার প্রচার করি, তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই; কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত; ধিক্‌ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি। 

প্রেরিত পৌল সব থেকে বেশী সুসমাচার প্রচারে অংশ নিয়েছেন, প্রভু যীশু দ্বারা মনোনীত হবার পর তিনি নিজের সর্বস্ব সুসমাচার প্রচারের জন্য সমর্পণ করেছেন। তিনি বন্দিদশা ভোগ করতে করতে ঈশ্বরের বাক্য বহন করেছেন, কখনই তিনি সুসমাচারকে বদ্ধ করে রাখেননি।

২ তীমথিয় ২ অধ্যায় ৮ থেকে ১০ পদে প্রেরিত পৌল লিখেছেন –

8 যীশু খ্রীষ্টকে স্মরণ কর; আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত, দায়ূদের বংশজাত9 সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্ম্মকারীর ন্যায় বন্ধনদশা পর্য্যন্ত ক্লেশভোগ করিতেছি; কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই। 10 এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রীষ্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। 

ঈশ্বরের ইচ্ছাকে যেমন প্রভু যীশু পূর্ণ করেছেন, ঠিক তেমনই প্রভু যীশুর ইচ্ছাকেও প্রেরিত পৌল সম্পন্ন করেছেন তার সুসমাচার প্রচারের মাধ্যমে। প্রেরিত পৌল খুব ভালোভাবেই জানতেন যে, তিনি যার প্রতি বিশ্বাস করেন, সেই প্রভু যীশু খ্রীষ্ট বিশ্বস্ত।

২ তীমথিয় ২ অধ্যায় ১২ থেকে ১৩ পদে প্রভু যীশুর বিষয়ে প্রেরিত পৌল লিখেছেন –

12 যদি সহ্য করি, তাঁহার সহিত রাজত্বও করিব;

যদি তাঁহাকে অস্বীকার করি, তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন;

13 আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি বিশ্বস্ত থাকেন;

কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না।

 

খ্রীষ্টেতে আমাদের প্রিয় ভাই-বোনেরা, আজ যখন আমরা প্রভু যীশুর সুসমাচার প্রচার করতে সঙ্কোচ বোধ করি, তখন আমরা প্রভু যীশুকে পরোক্ষভাবে অস্বীকার করি এবং তাঁর আজ্ঞা লঙ্ঘন করি। আমাদের একথা ভুলে গেলে চলবে না যে, কেউ না কেউ আমাদের কাছেও একদিন সুসমাচার প্রচার করেছিলেন, যার জন্য আজ আমরা খ্রীষ্ট বিশ্বাসী এবং অনন্ত জীবনের অধিকারী। অতএব আমাদেরও উচিত যেন আমরাও অপরের কাছে সেই সুসমাচার তুলে ধরি, যাতে তারাও প্রভু যীশুর সম্বন্ধে জানতে পারেন এবং তাঁর ওপর বিশ্বাস স্থাপন করে অনন্ত জীবনের অধিকারী হতে পারেন।

প্রভু যীশু খ্রীষ্ট আমাদের জন্য যে ক্রুশ সহ্য করেছেন, তা যেন বিফলে না যায়, সে বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। সুসমাচার প্রচারের ক্ষেত্রে একমাত্র ক্রুশই যেন আমাদের প্রেরনা হয়।

প্রেরিত পৌল নিজেকে সমস্ত পবিত্রগণের মধ্যে ক্ষুদ্রতম মনে করতেন, কিন্তু তিনিই সর্বাপেক্ষা অধিক সুসমাচার প্রচার করেছেন। তিনি প্রভু যীশুর ক্রুশ ছাড়া আর অন্য কিছুতে গর্ববোধ করতেন না (গালাতীয় ৬:১৪)।

ইফিষীয় ৩ অধ্যায় ৮ পদে পৌল লিখেছেন –

আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্ব্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয়ে সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করিয়া উঠা যায় না;

তাই আসুন, আমরা খ্রীষ্টের আজ্ঞা স্মরণ করি (মথি ২৮:১৯-২০), গৌরবের সহিত সুসমাচার প্রচার করি এবং অন্যদের সুযোগ করে দিই, যেন তারাও খ্রীষ্টের সেই ধন এবং অনন্ত জীবন লাভ করতে পারে। ক্লেশ এবং দুঃখভোগ তো আমাদের জীবনে আসবেই, কিন্তু তবুও ঈশ্বরের বাক্যকে আমাদের বহন করে চলতে হবে, কারণ আমরা খ্রীষ্টের রাজদূত এবং তিনি আমাদের তাঁর সহকর্মী হিসেবে মনোনীত করেছেন।

আমেন।


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, Preaching Gospel, Word of God,

0 Comments