সচরাচর এই প্রশ্নটি আমাদের সামনে উপস্থিত করে থাকেন অন্য বিশ্বাসের লোকেরা। এই প্রশ্নটির উত্তর একজন খ্রীষ্ট বিশ্বাসী খুব সহজেই দিয়ে উঠতে পারেন না। আজ আমরা এই প্রশ্নের উত্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি।

যাকোব ১ অধ্যায় ১৩ পদে লেখা আছে –

পরীক্ষার সময়ে কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না;

আর এই পদের ওপর ভিত্তি করে অন্য বিশ্বাসের লোকেরা বলে থাকেন, এখানে তো স্পষ্টভাবেই লেখা রয়েছে যে, ঈশ্বরের পরীক্ষা করা যায় না, তাহলে কীভাবে যীশু ঈশ্বর হতে পারেন, কারণ মথি ৪ অধ্যায় ১ পদ অনুযায়ী তিনি তো প্রান্তরে শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন ?

     তো এর উত্তর জানবার আগে আমাদের বুঝতে হবে, মথি ৪ অধ্যায় ১ পদে যে “পরীক্ষা” শব্দটির উল্লেখ রয়েছে, প্রসঙ্গ অনুযায়ী তার অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। উদাহরণ স্বরুপ দ্বিতীয় বিবরণ ৬ অধ্যায় ১৬ পদ আমরা দেখব, সেখানে লেখা আছে –

তোমরা মঃসাতে যেমন করিয়াছিলে, তেমনি আপনাদের ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না।

তো পুরাতন নিয়মেও আমরা দেখতে পাচ্ছি যে, ঈশ্বরের পরীক্ষা করা হয়েছিল। আমরা আরও কিছু পদ উদাহরণ হিসেবে দেখতে পারি – যাত্রাপুস্তক ১৭ অধ্যায় ১ থেকে ২ পদ, মালাখি ৩ অধ্যায় ১৫ পদ, গীতসংহিতা ১০৬ এর গীত ১৪ পদ ইত্যাদি। কিন্তু যাকোব যখন লিখেছেন যে, ঈশ্বরের পরীক্ষা করা যেতে পারে না, তখন আমাদের তার এই কথাটি বলার উদ্দেশ্য / প্রসঙ্গ বিশ্লেষণ করতে হবে।

পরীক্ষা প্রধানত দুই ধরণের হতে পারে, যথা –

১. স্বয়ং পরীক্ষার মধ্যে পরা বা স্বয়ং পরীক্ষিত বা প্রলোভিত হওয়াঃ-

এই ধরণের পরীক্ষা দ্বারা মানুষ খুব সহজেই পরীক্ষিত হলেও ঈশ্বর কখনও স্বয়ং এই ধরণের পরীক্ষার মধ্যে পরেন না। মানুষের অভ্যন্তর থেকে পাপ করার ইচ্ছা, লালসা, কুচিন্তা, মন্দতা ইত্যাদি বের হয়ে আসে, যেগুলির দ্বারা খুব সহজেই মানুষ পরীক্ষিত বা প্রলোভিত হতে পারে, এছাড়া শয়তানের দেখানো পথগুলিতেও মানুষ সহজেই পা বাড়াতে পারে। কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি পবিত্র, আর সেই জন্যই তিনি স্বয়ং পাপ তথা অন্য কোনও কিছুর দ্বারাই পরীক্ষিত বা প্রলোভিত হন না।

যিশাইয় ৪৩ অধ্যায় ১৫ পদে লেখা আছে –

আমিই সদাপ্রভু, তোমাদের পবিত্রতম,

ইস্রায়েলের সৃষ্টিকর্ত্তা, তোমাদের রাজা।

 

২. অন্যের দ্বারা পরীক্ষিত হওয়াঃ-

এই পরীক্ষার অর্থ হল, ঈশ্বর স্বয়ং নয়, বরং অন্যেরা (বিপথগামী ও পাপীগণ এবং দিয়াবল) ঈশ্বরকে পরখ করেছিল বা ঈশ্বরের ক্ষমতার প্রমাণ পেতে চেয়েছিল। আর এই প্রকারেই মথি ৪ অধ্যায় ১ পদে প্রভু যীশুকে শয়তান পরখ করেছিল, কিন্তু প্রভু যীশু স্বয়ং শয়তানের দেখানো কোনও প্রলোভনের মধ্যেই পরেননি, কারণ তাঁর মধ্যে পাপময় স্বভাব ছিল না, তিনি প্রমাণ করেছিলেন যে, প্রলোভনকে এবং সমস্তরকম পরীক্ষাকে জয় করার ক্ষমতা তাঁর রয়েছে।

     তো যে সমস্ত লোকেরা যাকোব ১ অধ্যায় ১৩ পদের আলোকে মথি ৪ অধ্যায় ১ পদকে বিচার করেন এবং দাবী করেন যে, প্রভু যীশু ঈশ্বর নন, তারা পদগুলির প্রসঙ্গ (Context) অনুযায়ী বিশ্লেষণ করেন না। প্রভু যীশু কখনই নিজে পরীক্ষার মধ্যে পরেননি, বাস্তবিক তাঁকে পরীক্ষায় মধ্যে ফেলাও সম্ভব নয়; কিন্তু তাঁকে পরখ করা সম্ভব, যেমনটা শয়তান (দিয়াবল) করেছিল।

অতএব এই বিষয়টি কখনই প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বরত্বের ওপর কোনও নেতিবাচক প্রভাব ফেলে না, বরং তাঁর ঈশ্বরত্ব প্রমাণিত করে।

     তাই আমরা আমাদের প্রিয় ভাই-বোনদের বলতে চাই যে, আপনারা কখনই এমন ধরণের প্রশ্নের সম্মুখীন হলে ভেঙ্গে পরবেন না, বরং বাইবেলের পদগুলির প্রসঙ্গ ও উদ্দেশ্য যাচাই করবেন, যেন তার সঠিক অর্থ বুঝে উঠতে পারেন এবং অন্যদেরও বোঝাতে সক্ষম হয়ে উঠতে পারেন।

 

 


[Source – Glory Apologetics,

Link - https://gloryapologetics.blogspot.com/2021/02/james113hindi.html?m=1]

[Translated and Rearranged by - Evangelist Bhaskar Basak]


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, verse explanation, James 1:13, James Chapter 1 verse 13,

0 Comments