“ঈশ্বরের প্রতিমূর্তি” শব্দের প্রকৃত অর্থ কি ? / প্রসঙ্গ অনুযায়ী আদিপুস্তক ১ অধ্যায় ২৬ এবং ২৭ পদ | BSB Bengali Christian Articles
আদিপুস্তক ১ অধ্যায়
২৬ থেকে ২৭ পদে লেখা আছে –
26 পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্ম্মাণ করি; আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের
উপরে কর্ত্তৃত্ব করুক। 27 পরে ঈশ্বর আপনার প্রতিমূর্ত্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের প্রতিমূর্ত্তিতেই তাহাকে
সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।
ঈশ্বর মানুষকে তাঁর প্রতিমূর্তিতে
সৃষ্টি করেছেন, আর সেই কারণেই মানুষ ঈশ্বরের অন্যান্য সৃষ্টির তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
ঈশ্বর তাঁর নিজের প্রাণবায়ু দ্বারা আদমকে ধুলো থেকে একজন জীবিত ও আত্মাবিশিষ্ট প্রাণী
হিসেবে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর নিজে যেমন অনন্ত এবং সদা জীবিত, ঠিক তেমন ভাবেই তিনি
পৃথিবীর প্রথম পুরুষ এবং স্ত্রীকে সৃষ্টি করেছিলেন।
মনুষ্যকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছিল,
কিন্তু এর অর্থ এটা নয় যে, ঈশ্বর শারীরিকভাবে একজন মানুষের মত। তারা কখনই রক্ত ও মাংসে
ঈশ্বরের সদৃশ ছিল না, বরং আত্মিকভাবে তারা ঈশ্বরের সদৃশ ছিল। যোহন লিখিত সুসমাচার
৪ অধ্যায় ২৪ পদ অনুযায়ী ঈশ্বর হলেন আত্মা, আর সেই কারণে তিনি কোনও প্রকার দৈহিক
কাঠামো ছাড়াই অস্তিত্বে রয়েছেন।
মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ
সৃষ্টি, তাই তিনি তাঁর নিজের মত তাদেরও অনন্তকালের জন্য তৈরী করেছিলেন। তিনি তাদেরকে
শুধু প্রাণবায়ুই প্রদান করেননি, বরং বুদ্ধি, মানসিকতা, নৈতিকতাবোধ, স্বাধীনতা, প্রেম
এবং নিজস্ব ইচ্ছাশক্তিও প্রদান করেছিলেন, যেগুলি ঈশ্বরেরই গুণাবলী। ঈশ্বর চেয়েছিলেন
যেন মানুষ পৃথিবীর সমগ্র সৃষ্টির ওপর রাজত্ব করতে পারে, তাই তিনি তাদের নিষ্কলঙ্ক এবং
নিজের পবিত্রতার প্রতীকরূপে সৃষ্টি করেছিলেন। আমাদের মধ্যে যে চেতনাবোধ রয়েছে, তা অন্যান্য
সৃষ্টির মধ্যে নেই, তাই অন্যান্য সৃষ্টির সাথে ঈশ্বরের সহভাগিতা এবং পারস্পরিক সম্পর্ক
গড়ে ওঠে না। এত চমৎকারভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেও তারা তাদের নিজস্ব ইচ্ছাশক্তি
প্রয়োগ করে শয়তানের দেখানো প্রলোভনে পা দিয়ে ঈশ্বরের আজ্ঞা ভঙ্গ করেছিল, কিন্তু তবুও
ঈশ্বর তাদের জন্য উত্তম পরিকল্পনা করেছিলেন।
আদম ও হবা পাপে পতিত হওয়ার
পর তারা তাদের জীবনে মৃত্যুকে স্বাগত জানিয়েছিল, যা ঈশ্বরের ইচ্ছার বিপরীত ছিল। ঈশ্বরের
অবাধ্যতার কারণে তারা ঈশ্বরের সমরূপতাকে হারিয়ে ফেলেছিল এবং সেই কারণে তাদের পরবর্তী
প্রজন্মগুলিতেও সেই পাপ বিরাজ করে চলেছে।
রোমীয় ৫ অধ্যায় ১২
পদে লেখা আছে –
অতএব
যেমন এক মনুষ্য দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে
প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল;
কিন্তু এত কিছুর পরেও
ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, কারণ আমরা তাঁর প্রতিমূর্তিতে বা তাঁর স্বভাব, ব্যক্তিত্ব
ও চরিত্রের সমরূপে সৃষ্ট হয়েছিলাম। এখনও তিনি চান যেন আমরা পুনরায় তাঁর সাদৃশ্যতাকে
গ্রহণ করি। তিনি তাঁর প্রিয় পুত্র প্রভু যীশুকে পাঠিয়েছিলেন আদমের পাপের ওপর তাঁর রক্ত দ্বারা ধার্মিকতার বিজয় ঘটানোর জন্য।
ইফিষীয় ৪ অধ্যায়
২২ থেকে ২৪ পদে লেখা আছে –
22 যেন তোমরা পূর্ব্বকালীন আচরণ সম্বন্ধে
সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ কর, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে
ভ্রষ্ট হইয়া পড়িতেছে; 23 আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশঃ নবীনীকৃত হও, 24 এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায়
ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।
ঈশ্বরের কাছ থেকে এবং
তাঁর সাদৃশ্যতা হতে আমরা পাপের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের
জন্য আবার পুনরায় তাঁর সাদৃশ্য হওয়ার জন্য প্রভু যীশুর ওপর বিশ্বাস দ্বারা অনুগ্রহের
পথ প্রস্তুত করেছেন।
ইফিষীয় ২ অধ্যায়
৮ থেকে ১০ পদে লেখা আছে –
8 কেননা অনুগ্রহেই, বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ
পাইয়াছ; এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান; 9 তাহা কর্ম্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। 10 কারণ আমরা তাঁহারই রচনা, খ্রীষ্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার
নিমিত্ত সৃষ্ট; সেগুলি ঈশ্বর পূর্ব্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি।
ঈশ্বর পুনরায় নিজেকে তাঁর
পুত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, যেন আমরা তাঁকে অনুসরণ করে এবং তাঁর বলিদানের ওপর বিশ্বাস
করে পুনরায় তাঁর সম্মুখে নিষ্কলঙ্ক ও ধার্মিক প্রতিপন্ন হতে পারি।
২ করিন্থীয় ৫ অধ্যায়
১৭ থেকে ১৮ পদে লেখা আছে –
17 ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। 18 আর, সকলই ঈশ্বর হইতে হইয়াছে; তিনি খ্রীষ্ট দ্বারা আপনার সহিত আমাদের
সম্মিলন করিয়াছেন, এবং সম্মিলনের পরিচর্য্যা-পদ আমাদিগকে দিয়াছেন;
তাই আমরা যেন আমাদের মধ্য
থেকে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে সচেষ্ট হই এবং খ্রীষ্ট যীশুতে যেন দিন প্রতিদিন
নতুনীকৃত হয়ে উঠতে পারি, কারণ তাঁর দ্বারাই আমরা ঈশ্বরের সহিত পুনরায় সম্মিলিত হওয়ার
এবং অনন্ত জীবন লাভ করার সুযোগ পেয়েছি।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, image of God, Adam and Eve Creation, Human creation by God, God created Human, Context of Genesis Chapter 1 verse 26 and 27,
0 Comments