আজ আমরা এই নিবন্ধে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হল – একজন খ্রীষ্ট বিশ্বাসী ইচ্ছাকৃত ভাবে বিষাক্ত বা প্রাণনাশক কিছু গ্রহণ করলে বা পান করলে কি সেই ব্যক্তির মৃত্যু ঘটবে না ? বাইবেল কি ইচ্ছাকৃত ভাবে বিষপান করার অনুমতি দেয় ?

     এই পৃথিবীতে খ্রীষ্ট-বিরোধীদের সংখ্যা অনেক, আর তাদের মধ্যেই অনেকে খ্রীষ্ট বিশ্বাসীদের সামনে একটি প্রতিযোগিতা (Challenge) নিয়ে আসেন। তারা বলেন মার্ক ১৬ অধ্যায় ১৮ পদে তো লেখা আছে যে, একজন খ্রীষ্ট বিশ্বাসী প্রাণনাশক কিছু পান করলেও তার কোনও ক্ষতি হবে না, তাহলে সেই বিষাক্ত জিনিস পান করে প্রমাণ করো যে, তুমি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী!

আর এমন অনেক খ্রীষ্ট বিশ্বাসীরাই রয়েছেন, যারা বাইবেলের এই পদটিকে তাঁর প্রসঙ্গ অনুযায়ী যাচাই না করেই এই প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে নিজেদের প্রাণকে হারিয়েছেন এবং বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন।

     বাইবেলের প্রত্যেকটি পদকেই তাঁর প্রসঙ্গ অনুযায়ী যাচাই করার প্রয়োজন রয়েছে।

তাই আজ আমরা উল্লিখিত এই পদটি যাচাই করে দেখতে চলেছি।

     প্রভু যীশু যখন তাঁর শিষ্যদের আজ্ঞা দিয়েছিলেন সমগ্র জগতের মানুষদের কাছে সুসমাচার প্রচার করার জন্য, তখন তিনি তাদের আগামী পরিস্থিতির ওপর ভিত্তি করে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন, যেগুলির উল্লেখ আমরা মার্ক ১৬ অধ্যায় ১৭ থেকে ১৮ পদে পেয়ে থাকি; সেখানে লেখা আছে –

17 আর যাহারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাহাদের অনুবর্ত্তী হইবে; তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নূতন নূতন ভাষায় কথা কহিবে18 তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোন মতে তাহাদের হানি হইবে না; তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে।

আর এই প্রতিশ্রুতি কেবলমাত্র সেই সময়ের ১২ জন শিষ্যের জন্য ছিল না, বরং আগামী দিনের সকল বিশ্বাসীদের জন্যও ছিল। আর আজও প্রভু যীশুর সেই প্রতিশ্রুতি আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে।

প্রভু যীশু কখনই এমন বলেননি যে, তোমরা কোথাও বিষাক্ত জিনিস দেখলে তা পান করে নিও, অথবা কোথাও সাপ দেখলে তা হাতে তুলে নিও। তিনি ইচ্ছাকৃত ভাবে আমাদের সে সকল পরীক্ষা করে দেখতে আজ্ঞা করেননি।

তাদের প্রতি প্রভুর প্রতিশ্রুতি এটাই ছিল যে, সুসমাচার প্রচার করতে গিয়ে তাদের সামনে আসা সকল বিপদে তিনি তাদের সহবর্তী থাকবেন।

পুরাতন নিয়মেও আমরা বেশ কিছু পদে ঈশ্বরের এমন প্রতিশ্রুতির উল্লেখ পাই। সেই পদ গুলির মধ্যে একটি হল – গীতসংহিতা ৯১ অধ্যায় ১৩ থেকে ১৪-এর গীত, সেখানে লেখা আছে –

13 তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে,

তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিবে।

14 সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব;

আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।

 

আমরা যদি পুরাতন নিয়ম ভালোভাবে অধ্যায়ন করি, তবে এমন কোনও ভাববাদী ও ঈশ্বরের আজ্ঞাবহ কোনও ব্যক্তিকে খুঁজে পাবো না, যিনি ঈশ্বরের এই প্রতিশ্রুতিগুলিকে ইচ্ছাকৃত ভাবে পরীক্ষা করার চেষ্টা করেছেন।

তবে শয়তান দিয়াবল পুরাতন নিয়মে উল্লিখিত ঈশ্বরের প্রতিশ্রুতিগুলিকে উদ্ধৃতি দিয়ে প্রভু যীশুকে পরীক্ষা করেছিল।

লুক ৪ অধ্যায় ১২ পদে লেখা আছে –

যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, উক্ত আছে, “তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না”।

অতএব আমাদের উচিত, যেন আমরা ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি দ্বারা তাঁর পরীক্ষা না করি। কারণ, ঈশ্বর সঠিক সময়ে আমাদের জীবনে তাঁর প্রতিশ্রুতিগুলিকে পূর্ণ করেন।

     আমরা বেশ কিছু ঘটনা বাইবেলে দেখতে পাই, যেখানে ঈশ্বর সঠিক সময়ে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন।

উদাহরণ স্বরুপ পুরাতন নিয়ম থেকে আমরা দানিয়েল ৬ অধ্যায় ২২ পদ দেখতে পারি, যেখানে ঈশ্বর দানিয়েলকে হিংস্র সিংহের কবল থেকে রক্ষা করেছেন।

এমন নয় যে, দানিয়েল ইচ্ছাকৃত ভাবে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলির পরীক্ষা করার জন্য সিংহের সাথে লড়াই করতে গিয়েছিলেন।

     নতুন নিয়মেও আমরা দেখতে পাই যে, ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি সঠিক সময়ে পূর্ণ করেছেন।

প্রেরিত ২ অধ্যায় ৪ পদে আমরা মার্ক ১৬ অধ্যায় ১৭ পদের পরিপূর্ণতা দেখতে পাই, এছাড়া প্রেরিত ৫ অধ্যায় ১২ পদে প্রেরিত ১৯ অধ্যায় ১২ পদ সহ বিভিন্ন পদে আমরা ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা লক্ষ্য করি।

সর্বশেষ আমরা একটি ঘটনা দেখতে চলেছি, যা প্রেরিত ২৮ অধ্যায় ৩ থেকে ৬ পদে উল্লিখিত রয়েছে –

3 কিন্তু পৌল এক বোঝা কাষ্ঠ কুড়াইয়া ঐ আগুনের উপরে ফেলিয়া দিলে আগুনের উত্তাপে একটা কালসর্প বাহির হইয়া তাঁহার হাতে লাগিয়া রহিল। 4 তখন ঐ বর্ব্বরেরা তাঁহার হাতে সেই জন্তুটা ঝুলিতেছে দেখিয়া পরস্পর বলাবলি করিতে লাগিল, এই ব্যক্তি নিশ্চয় খুনী, সমুদ্র হইতে রক্ষা পাইলেও ধর্ম্ম ইহাকে বাঁচিতে দিলেন না। 5 কিন্তু তিনি হাত ঝাড়িয়া জন্তুটাকে আগুনের মধ্যে ফেলিয়া দিলেন, ও তাঁহার কিছুই হানি হইল না। 6 তখন তাহারা অপেক্ষা করিতে লাগিল যে, তিনি ফুলিয়া পড়িবেন, কিম্বা হঠাৎ মরিয়া ভূমিতে পড়িয়া যাইবেন; কিন্তু অনেকক্ষণ পর্য্যন্ত অপেক্ষায় থাকিলে পর, তাঁহার প্রতি কোন বিষম ব্যাপার ঘটিতেছে না দেখিয়া, তাহারা অন্য বিচার করিয়া বলিতে লাগিল, উনি দেবতা।

 

ওপরে উল্লিখিত পদগুলি দেখলে আমরা জানতে পারি যে, ঈশ্বর সেই কালসর্পের হাত থেকে প্রেরিত পৌলকে রক্ষা করেছিলেন। সেই সাপটি পৌলের হাতে জড়িয়ে থাকলেও সেটি তার কোনও ক্ষতি করতে পারেনি।

প্রেরিত পৌল ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা নিজের জীবনে উপলব্ধি করতে পেরেছিলেন।  তিনি কখনই মার্ক ১৬ অধ্যায় ১৭ এবং ১৮ পদ দুটিকে হাতিয়ার করে সেই সাপটিকে তুলে নিয়ে ইচ্ছাকৃত ভাবে ঈশ্বরের পরীক্ষা করেননি।


     অতএব আমার প্রিয় বন্ধুরা, 

আমরা যেন বাইবেলের কোনও পদের ভুল ব্যাখ্যা নিজেদের মনে না জাগিয়ে তুলি। আমাদের উচিত, যেন আমরা বাইবেলের প্রত্যেকটি পদের প্রসঙ্গ অনুযায়ী বিশ্লেষণ করে দেখি।



Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar,  bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, context of mark 16:18, meaning of mark 16:18, and if they drink any deadly thing, it shall not hurt them,

0 Comments