কে আপনার ঈশ্বর ? | BSB Bengali Christian Articles
আজ আমরা আপনাদের জিজ্ঞাসা
করছি, আপনার ঈশ্বর কে ? আপনি কার আরাধনা করেন ? আপনার জীবনে আপনি কাকে বেশি প্রাধান্য
দিয়ে থাকেন ?
আপনাদের মধ্যে অনেকেই
হয়ত স্ব-গর্বে বলে উঠবেন যে, আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্ট এবং আমরা কেবল তাঁরই
আরাধনা করি।
কিন্তু আপনাদের জন্য একটি ভাবার বিষয় রয়েছে!
বাইবেলের পুরাতন নিয়মে
(যাত্রাপুস্তক ২০ অধ্যায় ৩ পদে) সদাপ্রভু ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন –
আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক।
আজ আপনি নিজেকে প্রশ্ন
করুন, আপনার কি সদাপ্রভু ব্যতীত অন্য কোনও দেবতা অথবা ঈশ্বর রয়েছে, যার আপনি আরাধনা
করে থাকেন ?
বাইবেলের নূতন নিয়মে
(মথি ১৯ অধ্যায় ১৬ থেকে ৩০ পদে, মার্ক ১০ অধ্যায় ১৭ থেকে ৩১ পদে এবং লুক ১৮ অধ্যায়
১৮ থেকে ৩০ পদে) আমরা একজন ধনবান ব্যক্তির উল্লেখ পাই, যিনি প্রভু যীশুর কাছে এসেছিলেন
অনন্ত জীবন লাভের জন্য। কিন্তু যখন প্রভু যীশু সেই ব্যক্তিকে তার যা কিছু আছে, সমস্ত
কিছুই বিক্রয় করে দরিদ্রদের দান করতে আজ্ঞা দিলেন, তখন ব্যক্তিটি দুঃখিত ও নিরাশ হয়ে
ফিরে চলে গেলেন।
এখানে প্রশ্ন এটাই যে, কেন সেই ধনবান ব্যক্তিটি
দুঃখিত ও নিরাশ হয়ে ফিরে চলে গিয়েছিলেন ?
এর উত্তর হল – সেই ব্যক্তিটি
ঈশ্বরের সান্নিধ্য ও অনন্ত জীবনের তুলনায় তার ধন-সম্পত্তিকে বেশি ভালোবেসেছিলেন। এর
অর্থ, ধন-সম্পদই ছিল সেই ব্যক্তিটির আরাধ্য ঈশ্বর এবং সেগুলিকেই তিনি সবচেয়ে বেশি প্রাধান্য
দিতেন।
এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনি কোন জিনিসকে
বেশি প্রাধান্য দিয়ে থাকেন ?
যদি ঈশ্বর আজ আপনাকে বলেন,
তুমি আমার জন্য তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে ত্যাগ করে আমাকে অনুসরণ করো; তাহলে আপনি
কি তাঁর আজ্ঞাকে স্বানন্দে গ্রহণ করে তা পালন করবেন ? আপনি কি ঈশ্বরকে আপনার জীবনের
প্রিয় জিনিসগুলির তুলনায় অধিক প্রাধান্য দেবেন ?
যদি আপনি আপনার জীবনে সদাপ্রভু ঈশ্বরের থেকে
বেশি অন্যকিছুকে প্রাধান্য দিয়ে থাকেন, তবে সেগুলিই আপনার আরাধ্য ঈশ্বর।
ইফিষীয় ৪ অধ্যায়
২০ থেকে ২৪ পদে লেখা আছে –
20 কিন্তু তোমরা খ্রীষ্টের বিষয়ে এরূপ শিক্ষা পাও নাই; 21 তাঁহারই বাক্য ত শুনিয়াছ, এবং যীশুতে যে সত্য আছে, তদনুসারে তাঁহাতেই শিক্ষিত হইয়াছ; 22 যেন তোমরা পূর্ব্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ
কর, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে; 23 আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশঃ নবীনীকৃত হও, 24 এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায়
ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।
এই পদগুলির দ্বারা আমরা
শিক্ষা পাই যে, প্রভু যীশু খ্রীষ্টে জীবন-যাপন শুরু করার অর্থই হল পুরাতন মনুষ্যকে
ত্যাগ করে নূতন মনুষ্যকে পরিধান করা। আমাদের আচার আচরন পূর্বে যেমন ছিল, তেমন যেন এখন
আর না থাকে। পুরাতন মনুষ্য ঈশ্বরকে নয়, বরং জাগতিকতাকে নিজের উপাস্য হিসেবে স্থান দেয়,
কিন্তু নূতন মনুষ্য কেবল সদাপ্রভু ঈশ্বরকেই, আমাদের প্রভু যীশু খ্রীষ্টকেই সর্বোচ্চ
স্থান দিয়ে থাকে।
আজ আপনি যদি এখনও পুরাতন
মনুষ্যকে ত্যাগ না করার ইচ্ছা প্রকাশ করেন, তবে আপনি এখনও সদাপ্রভুর আরাধনাকারী হয়ে
উঠতে পারেননি, তাই অবশ্যই আমাদের উচিত যেন আমরা অন্য সমস্ত কিছুর তুলনায় ঈশ্বরকে বেশি
প্রাধান্য দিই, এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য যা কিছু ত্যাগ করার প্রয়োজন, আমরা
যেন তা ত্যাগ করতে পারি।
আমাদের মনে রাখতে হবে যে, যা কিছু আমাদেরকে ঈশ্বরের
কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সেগুলিই হল সদাপ্রভু ঈশ্বরের বিকল্প। হতে পারে আপনার
ধন-সম্পদ, হতে পারে মোবাইল, হতে পারে আপনার কম্পিউটার, হতে পারে টিভি, হতে পারে বিভিন্ন
ধরনের পোশাক অথবা হতে পারে আপনার কোনও প্রিয়জন বা কোনও কাছের মানুষ; যা কিছুই হোক না
কেন, সমস্ত কিছুই সদাপ্রভুর বিকল্প। আমরা যদি সেগুলি নিয়েই বেশি ব্যস্ত থাকি, তবে আমরা
ঈশ্বরের পরিবর্তে সেগুলিরই আরাধনা করি এবং সেগুলিকেই বেশি ভালোবাসি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি
এটাই যে, আপনি কি প্রভু যীশুর কাছ থেকে দূরে সরে যেতে চান, নাকি আপনি প্রভু যীশুর সান্নিধ্যে
থাকতে চান ?
আপনার জীবনের সিদ্ধান্ত
আপনাকেই নিতে হবে।
অতএব, প্রিয় ভাই-বোনেরা,
নিজেদেরকে পরীক্ষা করে দেখুন এবং সচেতন হয়ে জীবন্ত ঈশ্বরের আরাধনা করুন, যিনি নিজ মহিমা
অন্য কারও সাথে ভাগ করেন না।
যিশাইয় ৪২ অধ্যায়
৮ পদে সদাপ্রভু স্পষ্টই বলেছেন
–
আমি সদাপ্রভু, ইহাই আমার নাম;
আমি আপন গৌরব অন্যকে,
কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত
প্রতিমাগণকে দিব না।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, who is your God?, Jesus or World, Money or Jesus,
0 Comments