বাইবেল চরিত্র – সদ্দূকীগণ | BSB Bengali Christian Articles
পবিত্র বাইবেলে আমরা ফরীশীগণ ছারাও আরও এক প্রকারের ইহুদী ধর্মীয়
নেতাদের উল্লেখ পাই, যারা সদ্দূকী নামে পরিচিত।
তবে ফরীশী ও সদ্দূকীদের মধ্যে পার্থক্য এটাই ছিল যে, সদ্দূকীরা
ফরীশীদের মতো আত্মাতে, স্বর্গদূতদের অস্তিত্বে ও পুনরুত্থানে বিশ্বাস করতেন না।
প্রেরিত ২৩ অধ্যায় ৮ পদে লেখা
আছে –
কারণ সদ্দূকীরা বলে, পুনরুত্থান নাই, স্বর্গদূত বা আত্মা নাই; কিন্তু ফরীশীরা উভয়ই স্বীকার করে।
ফরীশীদের মতো সদ্দূকীরাও সমানভাবে যীশুর সাথে তর্ক-বিতর্কে
লিপ্ত থাকতেন। তবে তারা ইহুদীকূলে অত্যন্ত সম্মানীয় গোষ্ঠী ছিল। একটি রাজনৈতিক দল হিসেবে, সদ্দূকীরা ইহুদী
শাসক পরিষদ ও মহাসভার উপর আধিপত্য বিস্তার করেছিল। যীশুর সময়ে, সদ্দূকীরা ইহুদী
সমাজের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করত: ১. জেরুজালেম মন্দির (যা হেরোদের মন্দির নামেও পরিচিত ছিল) এবং ২. মহাসভা।
ইহুদীদের ধর্মীয় ও
আইনগত উভয় বিষয়েই মহাসভা ছিল পরিচালনাকারী সংস্থা। মহাসভার নেতা ছিলেন একজন
মহাযাজক যাকে রাজার মতো কর্তৃত্ব দেওয়া হত - এবং প্রায়শই
সেই ব্যক্তি একজন সদ্দূকী হতেন।
উদাহরণ স্বরূপ, হানন এবং তার জামাতা কায়াফা হল নতুন নিয়মে
উল্লিখিত দুই মহাযাজক (দ্রষ্টব্যঃ- মথি ২৬ অধ্যায় ৩ পদ এবং প্রেরিত ৪ অধ্যায় ৬ পদ)। দুজনেই সদ্দূকী ছিলেন —এবং উভয়েই যীশুর মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেছিলেন।
যেহেতু সদ্দূকীরা পুনরুত্থানে বিশ্বাস করতেন না,
সেহেতু তারা যীশুর কাছে প্রশ্ন নিয়ে এসেছিলেন।
মথি ২২ অধ্যায় ২৩ থেকে ৩৩ পদে লেখা
আছে –
23 সেই দিন সদ্দূকীরা—যাহারা বলে পুনরুত্থান নাই—তাঁহার কাছে আসিল; 24 এবং তাঁহাকে জিজ্ঞাসা করিল, গুরো, মোশি বলিয়াছেন,
কেহ যদি
নিঃসন্তান হইয়া মরে,
তবে তাহার ভাই
তাহার স্ত্রীকে বিবাহ করিয়া আপন ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করিবে। 25 ভাল,
আমাদের মধ্যে
সাতটী ভাই ছিল;
আর জ্যেষ্ঠ
বিবাহের পর মরিয়া গেল,
এবং সন্তান না
হওয়াতে আপন ভ্রাতার জন্য নিজ স্ত্রীকে রাখিয়া গেল। 26 দ্বিতীয় তৃতীয় প্রভৃতি সপ্তম জন পর্য্যন্ত
সেইরূপ করিল। 27 সকলের শেষে সে স্ত্রীও মরিয়া গেল। 28 অতএব পুনরুত্থানে ঐ সাত জনের মধ্যে সে কাহার
স্ত্রী হইবে?
সকলেই ত তাহাকে
বিবাহ করিয়াছিল।
29 যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ,
কারণ তোমরা না
জান শাস্ত্র,
না জান ঈশ্বরের
পরাক্রম; 30 কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না, এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। 31 কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর
তোমাদিগকে যাহা বলিয়াছেন,
তাহা কি তোমরা
পাঠ কর নাই? 32 তিনি বলেন, “আমি অব্রাহামের ঈশ্বর,
ইস্হাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর;” ঈশ্বর মৃতদের
ঈশ্বর নহেন,
কিন্তু জীবিতদের।
33 এই কথা শুনিয়া লোকসমূহ তাঁহার শিক্ষাতে চমৎকার
জ্ঞান করিল।
সদ্দূকীরা ফরীশীদের মতোই যীশুর কাজে প্রায়শই বাধা দিতেন, তাই
মথি ২৩ অধ্যায় ১৩ থেকে ১৪ পদে প্রভু যীশু তাদের বলেছেন –
13 কিন্তু হা অধ্যাপক ও ফরীশীগণ, কপটীরা, ধিক্, তোমাদিগকে! কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য
রুদ্ধ করিয়া থাক; 14 আপনারাও তাহাতে প্রবেশ কর না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে, তাহাদিগকে প্রবেশ করিতে দেও না।
প্রভু যীশু প্রধানত ফরীশী এবং সদ্দূকী,
উভয় গোষ্ঠীকেই ভণ্ড হিসেবে তুলে ধরেছেন (দ্রষ্টব্যঃ- মথি ২৩ অধ্যায় ১৩ পদ) এবং
তিনি তাঁর শিষ্যদেরকে তাদের শিক্ষা হতে সাবধান থাকতে বলতেন (দ্রষ্টব্যঃ- মথি ১৬
অধ্যায় ১২ পদ)।
গুরুত্বপূর্ণ তথ্যঃ-
আপনি কি জানেন, প্রেরিত পৌল উজ্জ্বলভাবে পুনরুত্থানের মেরুকরণের বিষয় ব্যবহার করে একাংশ ফরীশী
ও একাংশ সদ্দূকী মিশ্রিত মহাসভার মধ্যে একটি বিরোধ
উৎপন্ন করেছিলেন ?
যখন তিনি দাবি করেছিলেন যে,
পুনরুত্থানে তার বিশ্বাসের কারণে তিনি বিচারের মুখোমুখি হয়েছেন, তখন তিনি উপস্থিত সাদ্দূকীদেরকে ক্রুদ্ধ করেছিলেন
এবং
তাদের প্রতিদ্বন্দ্বী ফরীশীদের সহানুভূতি অর্জন করেছিলেন।
Source - Glory Apologetics.
Translated & Rearranged by - Evangelist Bhaskar Basak.
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Sadducees, bible characters, knowing bible characters, annas, caiaphas,
0 Comments