বাইবেল চরিত্র – ঈষ্করিয়োতীয় যিহূদা | BSB Bengali Christian Articles
যীশুর ১২ জন শিষ্যের মধ্যে ইষ্করিয়োতীয় যিহূদা ছিলেন অন্যতম,
যিনি যীশুর সাথে ৩০-টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
যোহন ৬ অধ্যায় ৭০ এবং ৭১ পদে যীশু
ইষ্করিয়োতীয় যিহূদার বিষয়ে বলেছেন –
70 যীশু তাঁহাদিগকে উত্তর করিলেন, তোমরা এই যে বারো জন, আমি কি তোমাদিগকে মনোনীত করি নাই? আর তোমাদের মধ্যেও এক জন দিয়াবল আছে। 71 এই কথা তিনি ঈষ্করিয়োতীয় শিমোনের পুত্র
যিহূদার বিষয়ে কহিলেন, কারণ সেই ব্যক্তি তাঁহাকে সমর্পণ করিবে, সে বারো জনের মধ্যে এক জন।
ইষ্করিয়োতীয় যিহূদার বিশ্বাসঘাতকতার কারণ নিয়ে পণ্ডিতগণের মধ্যে
বহু বিতর্ক হয়েছে।
কেউ কেউ বিশ্বাস করেন যে, যিহূদা অর্থের
জন্য এটা করেছিল। রক্তের মূল্য (ত্রিশটি
রৌপ্য মুদ্রা) চার
মাসের বেতনের সমান ছিল।
এছাড়াও, ইষ্করিয়োতীয় যিহূদা একজন চোর স্বভাবের ব্যক্তি ছিলেন।
যোহন ১২ অধ্যায় ৪ থেকে ৬ পদে লেখা
আছে –
4 কিন্তু ঈষ্করিয়োতীয় যিহূদা, তাঁহার শিষ্যদের মধ্যে এক জন, যে তাঁহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে, সে কহিল, 5 এই আতর তিন শত সিকিতে বিক্রয় করিয়া কেন
দরিদ্রদিগকে দেওয়া গেল না? 6 সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত
বলিয়া এই কথা কহিল, তাহা নয়; কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলী থাকাতে তাহার
মধ্যে যাহা রাখা যাইত, তাহা হরণ করিত।
আরেকটি তত্ত্ব উল্লেখ
করে যে, শিষ্যদের মধ্যে যিহূদা ছিলেন একমাত্র অ-গালীলিয় ব্যক্তি।
তার উপাধি - ইষ্করিয়োতীয়,
সম্ভবত তার জন্মস্থানকে নির্দেশ করে - কেরিওথ, দক্ষিণ যিহূদার একটি শহর। হয়ত একজন বহিরাগত হিসাবে, যিহূদা যীশুর শিষ্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন বোধ করেছিলেন।
অন্যেরা জোর দিয়ে
বলেন যে, ইষ্করিয়োতীয় যিহূদা একজন Zealot বা উদ্যোগী (উৎসাহী) ছিলেন, যারা যে কোনও প্রকারে
রোমানদের উৎখাত করার জন্য ইহুদী আন্দোলনে অংশ নিয়েছিল। যেহেতু এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে, যীশুর যুদ্ধ করার কোন ইচ্ছা ছিল না, তাই
যিহূদার মোহভঙ্গ হয়ে গিয়েছিল অথবা তিনি ভীত হয়ে উঠেছিলেন।
এই তত্ত্বের একটি বৈকল্পিক তত্ব
পরামর্শ দেয় যে, ইষ্করিয়োতীয় যিহূদা আদৌ যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাননি।
লুক ২২ অধ্যায় ৩ পদে লেখা আছে –
আর শয়তান ঈষ্করিয়োতীয় নামক যিহূদার ভিতরে প্রবেশ করিল, এ সেই বারো জনের এক জন।
আসল কারণ যাই হোক না কেন, এটা স্পষ্ট যে ইষ্করিয়োতীয় যিহূদা এই জগতকে
যীশুর মতো দৃষ্টিভঙ্গিতে দেখেননি। যেমন, মার্থার বোন মরিয়ম
যে বহুমূল্য সুগন্ধি যীশুর পায়ে মাখিয়ে দিয়েছিলেন, সেই ঘটনাটিকে নিয়ে যিহূদা উপহাস
করেছিলেন (যোহন ১২ অধ্যায় ৫ পদ)। কিন্তু যীশু মহিলার
উপহারটিকে ভক্তিমূলক কাজ হিসাবে গ্রহণ করেছিলেন।
যীশুর সাথে বিশ্বাসঘাতকতা
করার পর যখন যিহূদা জানতে পেরেছিলেন যে, যীশুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন তিনি অনুশোচনা
করে ত্রিশটি রৌপ্য মুদ্রা প্রধান যাজক ও প্রাচীনবর্গের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এবং নিজের
পাপ স্বীকার করেছিলেন, কিন্তু তিনি পুনরায় যীশুর কাছে ফিরে যাননি বরং গলায় দড়ি দিয়ে
আত্মহত্যা করেছিলেন।
আপনি কি জানেন ?
যীশুর স্বর্গারোহণের
পরে শিষ্যদের প্রথম লক্ষটি ছিল যিহূদাকে প্রতিস্থাপন করা। প্রেরিত পুস্তকে, লুক
তার পাঠকদেরকে যিহূদার আত্মহত্যার
ভয়াবহ বিবরণ দিয়েছেন, যার বর্ণনা আমরা প্রেরিত ১ অধ্যায় ১৮ পদে পেয়ে
থাকি, সেখানে লেখা আছে –
—সে অধর্ম্মের বেতন দ্বারা একখান ক্ষেত্র
লাভ করিল; এবং অধোমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর ফাটিয়া যাওয়াতে নাড়ী ভুঁড়ী সকল
বাহির হইয়া পড়িল;
পরবর্তীকালে
প্রভুর ইচ্ছায় ইষ্করিয়োতীয় যিহূদার স্থানে মত্তথিয়কে মনোনীত করা হয়েছিল (প্রেরিত
১ অধ্যায় ২৬ পদ)।
Source - Glory Apologetics.
Translated & Rearranged by - Evangelist Bhaskar Basak.
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, judas iscariot, bible characters, ঈষ্করিয়োতীয় যিহূদা,
0 Comments