মার্থা, যিনি ছিলেন মরিয়ম ও লাসারের বোন। তারা একসাথে বৈথনিয়াতে থাকতেন, যেখানে লাসারকে প্রভু যীশু মৃত থেকে জীবিত করে তুলেছিলেন।

যীশুর সাথে তাদের বন্ধুত্ব এবং পবিত্র নগরের সাথে তাদের নৈকট্যের কারণে তারা এই এলাকায় থাকাকালীন নিয়মিত যীশু তাদের সাথে থাকতেন বলে মনে করা হয়

লুক ৩৮ থেকে ৪০ পদ যদি আমরা দেখি, তবে সেখান থেকে জানতে পারব যে, মার্থা নামে একজন স্ত্রীলোক প্রভু যীশুর আতিথ্য করেছিলেন এবং তাঁর পরিচর্যা করতে ব্যস্ত হয়ে পরেছিলেন, কিন্তু তার বোন মরিয়ম প্রভু যীশুর পায়ের কাছে বসে তাঁর বাক্য শ্রবণ করাই উত্তম মনে করেছিলেন। তাই মার্থা প্রভু যীশুকে বললেন - আমার ভগিনী পরিচর্য্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন, যেন আমার সাহায্য করে

লুক ১০ অধ্যায় ৪১ এবং ৪২ পদে লেখা আছে –

41 কিন্তু প্রভু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছ42 কিন্তু অল্প কএকটী বিষয়, বরং একটী মাত্র বিষয় আবশ্যক; বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটী মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না

মার্থা প্রভু যীশুর পরিচর্যা করতে চেয়েছিলেন ঠিকই, তবে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তা মরিয়ম বেছে নিয়েছিলেন এবং যা ছিল সর্বোত্তম। আসলে প্রভু যীশু এটাই বোঝাতে চেয়েছিলেন যে, জাগতিক বিষয় তো থাকবেই, কিন্তু সবচেয়ে মুল্যবান যিনি, সেই যীশু খ্রীষ্ট সেখানে উপস্থিত রয়েছেন, তাই মার্থার উচিত মরিয়মের মতোই প্রভু যীশুর চরণতলে উপস্থিত থেকে তাঁর বাক্য শ্রবণ করা।

বাইবেলের এই ঘটনাটি In Christ (খ্রীষ্টেতে) এবং For Christ (খ্রীষ্টের জন্য) এর মধ্যে পার্থক্য তুলে ধরে। মরিয়ম যেভাবে যীশুর চরণে বসে তাঁর বাক্য শ্রবণ করছিলেন, তাতে তার মধ্যে In Christ চরিত্রটি ফুটে ওঠে, কিন্তু মার্থা প্রভু যীশু সহ সকলের জন্য যেভাবে ব্যস্ততার সাথে ভোজ প্রস্তুত করতে উদ্যত হয়েছিলেন, তাতে তার মধ্যে For Christ চরিত্রটি ফুটে ওঠে।

ইয়োব ৩৬ অধ্যায় ১১ পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে –

তাহারা যদি কথা শুনে, ও তাঁহার সেবা করে,

তবে সুসম্পদে স্ব স্ব আয়ু কাটাইবে,

সুখে স্ব স্ব বৎসর সকল যাপন করিবে

এই পদ অনুযায়ী মার্থা যে ভুলটি করেছিলেন, সেটি হল – যীশুর কথা সম্পূর্ণ না শুনেই তিনি তাঁর সেবা করতে অর্থাৎ তাঁর জন্য ভোজ প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পরেছিলেন।

     এই সম্পূর্ণ ঘটনাটি আমাদের এটাই শিক্ষা দেয় যে, খ্রীষ্টের জন্য (For Christ) কিছু করা কোনও খারাপ বিষয় নয়, কিন্তু খ্রীষ্টের জন্য কিছু করার পূর্বে আমাদের খ্রীষ্টেতে (In Christ) হওয়া আবশ্যক। আমরা যদি খ্রীষ্টেতে না হতে পারি, তবে খ্রীষ্টের জন্য কোনও কিছু করাটা অর্থহীন হয়ে দাঁড়াবে।


Source - Glory Apologetics.

Translated & Rearranged by - Evangelist Bhaskar Basak.


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar,  bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, Herod Agrippa, fascinating Bible Characters, বাইবেল চরিত্র, martha, mary and martha, 

0 Comments