১ তীমথিয় ৪ অধ্যায় ১ পদে লেখা আছে –

কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে

জীবন্ত ঈশ্বরে বিশ্বাসকারী কারও কাছে কোনও কিছুই গুপ্ত নেই। এই অন্তিম সময়ে আমাদের কীভাবে বিশ্বাসে স্থির থাকতে হবে, তা পবিত্র বাইবেলে লেখা রয়েছে। প্রায় সকল বিশ্বাসীরাই জানেন যে, প্রভু যীশু খ্রীষ্ট এবং তাঁর প্রেরিতগণ পবিত্র বাইবেলে কি কি শিক্ষা দিয়েছেন।

     যদি আমরা আদিপুস্তক ৩ অধ্যায় ১২ পদ দেখি, সেখান থেকে আমরা জানতে পারি যে, আদম হবার প্রতি দোষারোপ করে বলেছেন –

তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ঐ বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি

আদম ঈশ্বরকে এটা বোঝাতে চাইছিলেন যে, পাপ তিনি নিজের থেকে করেননি, বরং হবা তাকে পাপের পথে পা বাড়াতে প্রলুব্ধ করেছিল। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে দুজনেই পাপ করেছিল, আর সেই পাপের দায় তারা উভয়েই ভোগ করতে চলেছিল।

আমাদের জীবনে যা কিছু পাপ কাজ আমরা করি, তার সম্পূর্ণ দায় আমাদের ওপরেই বর্তে। কারণ পাপের প্রলোভন অন্য কোথাও থেকে আসলেও, আমরাই সেই প্রলোভনে স্ব ইচ্ছায় পা বাড়িয়ে ফেলি।

আপনি আপনার আত্মীকতায়, আপনার বিশ্বাসে ও খ্রীষ্টেতে জীবনযাপনে দুর্বল হয়ে পরার জন্য অজুহাত দিতে পারবেন না। আপনি হয়ত বলতে পারেন যে, আমি বেশ কিছু কারণে মণ্ডলীতে উপস্থিত থাকতে পারছি না, সেই জন্য আমি বিশ্বাসে দুর্বল হয়ে পরেছি।

যদি আপনি এরকম অজুহাত দেখান, তবে তা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এখন বিভিন্ন গণমাধ্যমের দ্বারা ঈশ্বরের বাক্য আমাদের হাতের মুঠোয় চলে এসেছে।

ঈশ্বরের সাথে সম্পর্ক স্থির রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমাদেরকে দায়িত্ব সহকারে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে হবে, প্রার্থনার জন্য সময় বের করতে হবে, যেন আমরা আত্মীকভাবে বৃদ্ধিলাভ করতে পারি। আমাদের এটা মনে রাখতে হবে যে, ঈশ্বর দত্ত পরিত্রাণ আমাদের নিজেদেরকেই টিকিয়ে রাখতে হবে। আমাদের আদমের মতো হলে চলবে না, কারণ আমরা আমাদের জীবনের ভুল গুলির জন্য অন্য কাউকে দোষারোপ করতে পারি না।

আদম ঈশ্বরের আজ্ঞাসকল জানতেন, তিনি ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে সেই ফল স্ব-ইচ্ছায় খেয়েছিলেন। তা সত্ত্বেও তিনি হবাকে তার পাপের জন্য দায়ী করছিলেন।

আপনিও আদমের মতো আপনার অবাধ্যতার জন্য অন্যকে দোষারোপ করবেন না, কারণ আপনি নিজেই সেই অবাধ্যতাগুলির জন্য দায়ী। আপনি নিজেকে একজন দায়িত্ববান বিশ্বাসী হিসেবে গড়ে তুলুন, কারণ এটি আপনার পরিত্রাণের বিষয় যা অন্যান্য সকল বিষয়গুলির তুলনায় অধিক গুরুত্বপূর্ণ।

আপনার আত্মীক উন্নতির জন্য অন্য কোনও কিছুর ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই, যদি আপনি ঈশ্বরের বাক্য অর্থাৎ পবিত্র বাইবেলকে আপনার উৎস হিসেবে বেছে নিয়ে থাকেন। আপনি তাঁর বাক্যের দ্বারাই তাঁর ইচ্ছা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন।

যদি আপনি বিশ্বাসে দুর্বল হয়ে পরছেন, যদি আপনার আত্মীক উন্নতি সেই পর্যায়ে না পৌঁছে থাকে, যা ঈশ্বর আমাদের কাছে আশা করেন, তবে তার জন্যও আপনি নিজেই দায়ী।

ঈশ্বরের সাথে সময় না কাটানোর জন্য আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন, যার জন্য অন্যকে দোষারোপ করার কোনও উপায় আপনার কাছে নেই।

     এবার ধৈর্য সহকারে পড়ুন!

আমরা এবার জানাবো যে, কীভাবে ভ্রান্ত শিক্ষা ও ভ্রান্ত শিক্ষকেরা আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে সাহায্য করতে পারে এবং ঈশ্বরের রাজ্যের প্রবেশ পথে আপনার সামনে বাধাস্বরূপ হয়ে দাঁড়াতে পারে।

     ভ্রান্ত শিক্ষার দ্বারা আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে পারেন, যা বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে অতি মাত্রায় ছড়িয়ে পরেছে। তাই কখনই আপনি সকল ব্যক্তিকে বিশ্বাস করবেন না এবং তাদেরকে অনুসরণ করবেন না, যারা প্রভু যীশুর নাম নিয়ে আপনার সামনে আসে।

কারণ ১ যোহন ৪ অধ্যায় ১ পদে লেখা আছে –

প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখ তাহারা ঈশ্বর হইতে কি না; কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে

এই জন্যই আমাদের অত্যন্ত সতর্ক হওয়ার প্রয়োজন। যদি আমরা ভ্রান্ত শিক্ষার শিকার হয়ে পরি, তবে তা আমাদের ঈশ্বরের রাজ্যে পৌঁছাবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সেই কারণেই আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞানের বৃদ্ধি হওয়া খুবই প্রয়োজন।

হোশেয় ৪ অধ্যায় ৬ পদে লেখা আছে –

জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে;

তাই আমরা যদি বিনষ্ট হতে না চাই, তবে ঈশ্বরের জ্ঞান আমাদের মধ্যে থাকা আবশ্যক।



Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar,  bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, false teaching, false teachers, self responsible, no excuse, get closer to the word of God,

0 Comments