১ তীমথিয় ২ অধ্যায় ১৩ পদে উল্লিখিত রয়েছে –

কারণ প্রথমে আদমকে, পরে হবাকে নির্ম্মাণ করা হইয়াছিল

আদম পৃথিবীর প্রথম মানুষ হওয়ার দরুন তিনি তার জীবনের অধিকার এবং বেদনা জানতেন। ঈশ্বর তাকেই সর্বপ্রথম জীবিত ও আত্মাবিশিষ্ট প্রাণী হিসেবে সৃষ্টি করেছিলেন এবং অন্যান্য সমস্ত প্রানীর ওপর নিয়ন্ত্রণ এবং তাদের নামকরণ করার অধিকার লাভ করেছিলেন। ঈশ্বরই সর্বপ্রথম মানুষের বিবাহ দিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে, মানুষের একা থাকা ভালো নয়, আর সেই বিবাহ ছিল অনন্য। তিনি ঈশ্বরের সাথে একটি অতুলনীয় সম্পর্ক অনুভব করেছিলেন। তবে পরবর্তীকালে শয়তান দ্বারা প্রলোভিত হয়ে আদমের স্ত্রী হবা’র মাধ্যমে ঈশ্বর দ্বারা সৃষ্ট এই পৃথিবীতে পাপের আগমন ঘটে এবং ঈশ্বরের সাথে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। অসুস্থতা, মৃত্যু, যন্ত্রণা, এবং অন্যান্য অসুবিধার সম্পদ শুধু পৃথিবীতেই নয়, তাদের জীবনেও পাপের ফল স্বরূপ প্রকাশ পেয়েছিল।

আদম পাপের কারণে আনন্দ ও দুঃখ, উভয়ই অনুভব করেছিলেন। প্রথম সন্তানের আগমনে আদম যেমন আনন্দ উপলব্ধি করেছিলেন, ঠিক তেমনই তার এক সন্তান দ্বারা অন্য সন্তানের হত্যায় দুঃখও উপলব্ধি করেছিলেন।

বাইবেল আদমকে সরাসরি খ্রীষ্টের সাথে বৈপরীত্য করে একটি উল্লেখযোগ্য ধর্মতাত্ত্বিক ভূমিকা দেয়। যখন পাপ এবং মৃত্যু আদমের মাধ্যমে পৃথিবীতে প্রবেশ করেছিল, তখন যীশু খ্রীষ্টের মাধ্যমে ক্ষমা এবং অনন্ত জীবন এসেছিল।

১ করিন্থীয় ১৫ অধ্যায় ২২ পদে লেখা রয়েছে –

কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রীষ্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে। 

তাই আদমের পাপের কারণে আমরা সকলে মৃত্যুর কবলে থাকলেও প্রভু যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাস দ্বারা অনন্ত জীবনের অধিকারী হই। অতএব, একজনের দ্বারা পাপ প্রযুক্ত মৃত্যু এবং অন্যজনের দ্বারা ধার্মিকতা প্রযুক্ত জীবন।



Source - Glory Apologetics.

Translated & Rearranged by - Evangelist Bhaskar Basak.


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar,  bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, adam, first human in the world, god created adam,

0 Comments