স্বর্গ ঈশ্বরের রাজ্য এবং সিংহাসন। যদি আপনি সেখানে প্রবেশ করতে চান, তবে অবশ্যই আপনাকে ঈশ্বরের দেওয়া শর্তাদি যথাযথভাবে পালন করতে হবে। আপনি যদি তাঁর শর্তাদি পালন না করেন, তবে সেই রাজ্যের প্রবেশাধিকার আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার তাঁর রয়েছে।

উদাহরণ স্বরূপ, আপনি যদি ভারতবর্ষ থেকে আমেরিকা অথবা সুইজারল্যান্ড বা অন্য কোনও দেশে যেতে চান, তবে সেই দেশে প্রবেশ করার জন্য বেশ কিছু শর্তাদি আপনাকে মানতে হবে, যা সেই দেশের সরকার অথবা শাসক নির্ধারণ করে থাকে। ঠিক একইরকম ভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্যও আপনাকে শর্তাদি মানতে হবে, যা স্বয়ং ঈশ্বরই নির্ধারিত করেছেন।

ঈশ্বরের সামনে আপনার এই কথা কখনই গ্রহণযোগ্য হবে না যে – আমি তো আমার জীবনে অনেক মানুষকে সাহায্য করেছি, অনেক ভালো কাজও করেছি, অনেক অর্থ গরীবদের দান করেছি, তাই স্বর্গরাজ্যে আমার প্রবেশাধিকার পাওয়া উচিত!

আপনি কখনই ঈশ্বরকে বলতে পারবেন না যে, আমি স্বর্গরাজ্যে প্রবেশ করার যোগ্য। কারণ, সেখানকার নিয়ম আপনি নয়, বরং ঈশ্বর নির্ধারণ করেন।

ঈশ্বরের রাজ্যে অনন্তকালের জন্য প্রবেশাধিকার সেই ব্যক্তিই লাভ করতে পারে, যে তাঁর সমস্ত শর্তাদি পূরণ করেছে। আপনি কি জানেন, ঈশ্বরের শর্তাবলী কি কি ?

যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই নিবন্ধটি আপনারই জন্য!

আমরা এই নিবন্ধে বেশ কিছু শর্তাদি তুলে ধরছি।

১. ঈশ্বরের দেওয়া বিনামূল্যের উপহার স্বীকার করা আবশ্যক, যা আমরা আমাদের কর্মের দ্বারা লাভ করতে পারি না। তাই আমাদের মন পরিবর্তন করতে হবে এবং সুসমাচারে বিশ্বাসে করতে হবে, যা পরিত্রাণের বার্তা বহন করে।

ইফিষিয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদে লেখা আছে –

8 কেননা অনুগ্রহেই, বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ; এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান9 তাহা কর্ম্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে

 

২. ঈশ্বর দ্বারা নির্ধারিত পরিত্রাণের পথকে স্বীকার করতে হবে, যার দ্বারা জগতের সকল মানুষ ঈশ্বরের সাথে পুনরায় মিলিত হতে পারে। সেই পথ হল প্রভু যীশু খ্রীষ্ট এবং তাঁর ক্রুশীয় বলিদান। আদমের পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যা প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশীয় বলিদানের মাধ্যমে পুনরায় গঠিত হয়েছে।

প্রেরিত ৪ অধ্যায় ১২ পদে লেখা আছে –

আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই; কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে

৩. ঈশ্বরের প্রেমে স্থির থাকা আবশ্যক। কারণ এই জগতের মধ্যে মন্দতা বৃদ্ধি পাওয়ার কারণে বেশীরভাগ মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা হ্রাস পাচ্ছে। এমন অনেকেই রয়েছে, যাদের হৃদয়ে ঈশ্বরের কোনও অস্তিত্ব নেই।

মথি ২৪ অধ্যায় ১২ এবং ১৩ পদে লেখা আছে –

12 আর অধর্ম্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। 13 কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে

৪. একমাত্র সত্যময় ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টকে ভালোভাবে জানতে হবে। কারণ জগতে এমন অনেক ঈশ্বর রয়েছেন, যারা স্বভাবত ঈশ্বর নন। তাদের স্বভাব সত্যময় ঈশ্বরের চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে না; আর সেই জন্যই আমাদের সত্য ঈশ্বরকে জানার প্রয়োজন রয়েছে।

যোহন ১৭ অধ্যায় ৩ পদে প্রভু যীশু পিতা ঈশ্বরকে বলছেন –

আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়

৫. প্রভু যীশুকে প্রেম করা আবশ্যক। কারণ আমরা যদি প্রভু যীশুকে প্রেম না করি, তাহলে আমরা পিতা ঈশ্বরকেও প্রেম করতে পারি না। আমরা প্রভু যীশুর আজ্ঞা সকল পালনের দ্বারাই তাঁর প্রতি আমাদের প্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে পারি।

যোহন ১৪ অধ্যায় ১৫ এবং ২১ পদে প্রভু যীশু বলেছেন –

15 তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে

21 যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব

৬. প্রভু যীশুর পুনরুত্থানের ওপর বিশ্বাস করতে হবে। প্রভু যীশুর পুনরুত্থানই আমাদের হৃদয়ে আশার সঞ্চার করে যে, আমরা তাঁর মতোই পুনরুত্থিত হবো। তিনি যেমন মৃত্যুকে জয় করে উঠেছেন, ঠিক তেমনই আমরাও যদি তাঁর পুনরুত্থানের ওপর বিশ্বাস করি, তবে তাঁর মতো মৃত্যুকে জয় করে অনন্ত জীবনে প্রবেশ করতে পারব।

১ করিন্থীয় ১৫ অধ্যায় ২০ থেকে ২২ পদে লেখা আছে –

20 কিন্তু বাস্তবিক খ্রীষ্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। 21 কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। 22 কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রীষ্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে। 

 

     এই শর্তগুলি ছাড়াও পবিত্র বাইবেল ঈশ্বরের রাজ্যের বিষয়ে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, যা আমাদের জানা আবশ্যক। সেই জন্য আমাদের ঈশ্বরের বাক্য আরও অধিক অধ্যায়ন করা প্রয়োজন।



Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar,  bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, enter heaven, conditions to enter heaven, terms to go to heaven, jesus is the only way to heaven,

0 Comments