কুমারী মরিয়মের গর্ভে যীশুর জন্ম কীভাবে সম্ভব ? | BSB Bengali Christian Articles
![]() |
আমরা হয়ত অনেকেই এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি। অনেকে বলে থাকেন যে, বৈজ্ঞানিক দিক থেকে শারীরিক সম্পর্ক ব্যাতিত সন্তান জন্ম নিতে পারে না, তাহলে যীশুর জন্ম কীভাবে হল ?
সবার প্রথমে আমাদের এটা
বুঝতে হবে যে, নিয়ম দুরকম। একটা প্রাকৃতিক নিয়ম বা Natural Law, আর একটি অপার্থিব নিয়ম
বা Supernatural Law।
প্রথমে আমাদের বুঝতে হবে
Miracle-এর অর্থটা আসলে কি ? নাস্তিক লোকেরা
বলে থাকেন যে, আমরা Miracle-এ বিশ্বাস করি না।
তাদের কাছে যদি
Miracle-এর বিষয়টিকে প্রমাণ করতে হয়, তাহলে প্রথমে এটা প্রমাণ করতে হবে যে ঈশ্বর আছেন।
ঈশ্বর যে আছেন, সেটা প্রমাণ করারও অনেক বিকল্প আছে। যদি বিজ্ঞানের একটি ছোট অংশ নেওয়া
হয়, সেখানে আমরা জানতে পারি যে, যেসমস্ত জিনিসের অস্তিত্ব আছে, সেগুলির শুরু অর্থাৎ
সৃষ্টি আছে।
জগতের অস্তিত্ব আছে, এর
অর্থ জগতের শুরু অর্থাৎ সৃষ্টি আছে। জগতের অস্তিত্ব যখন আছে, তাহলে দুটি বিকল্পও আছে
– ১. হয়ত এটা নিজের থেকেই সৃষ্টি হয়েছে, নয়তো ২. এটাকে কেউ সৃষ্টি করেছেন। আপনি যে
মোবাইল বা কম্পিউটারে ভিডিওটি দেখছেন, সেটা কি নিজের থেকেই তৈরি হয়ে গেছে ?
এমনটা
কি হয়েছে যে, অনেক বছর ধরে প্লাস্টিক সহ সমস্ত পার্টস গুলো এখানে ওখানে পরে ছিল আর
বহু বছর পর কোনও এক সময়ে সেগুলো জুড়ে গিয়ে নিজের থেকেই মোবাইল বা কম্পিউটারে পরিনত
হয়েছে ?
আবার এমনটা কি হয়েছে, আপনি যে বাড়িতে থাকেন,
সেই বাড়িটি তৈরির জন্য যা কিছু প্রয়োজন, সেগুলি বিভিন্ন প্রান্তে ছরিয়ে ছিটিয়ে ছিল
আর বহু বছর পর কোনও এক সময়ে সেগুলি একত্র হয়ে নিজের থেকেই বাড়িটি তৈরি হয়ে গেছে ?
না, এমনটা হয়নি, কারণ
কিছু Design বানানোর জন্য তার Designer-এর প্রয়োজন আছে।
তো সমস্ত কিছুই যা জগতে
আছে, সেগুলি কেউ না কেউ তৈরি করেছে। তাহলে এই জগত, যেটার অস্তিত্ব আছে এবং এটার শুরু
একদিন হয়েছিল। বিজ্ঞান এটাকে বলে Big Bang Theory। একটি বড়ো আলোর প্রকাশ হল, বাইবেলে
ঈশ্বর বলেছেন – দীপ্তি হউক; তাহাতে দীপ্তি হইল। (আদিপুস্তক 1:3)
বাঁদর থেকে মানুষ সৃষ্টি
হয়েছে এটার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। দুনিয়ার সব থেকে বড়ো আশ্চর্য বিষয় হল এই
সৃষ্টি। যদি এত বড়ো সৃষ্টিটা আশ্চর্য বিষয় হয়, তাহলে একজন কুমারীর গর্ভে সন্তান জন্ম
নেওয়ার ব্যাপারটা তো ঈশ্বরের জন্য অতি সামান্য বিষয়।
তাহলে Supernatural
Law মানে এমন নিয়ম যা প্রকৃতির নিয়মের অধীনে নেই।
যখন সন্তান জন্ম নেওয়ার
কথা ওঠে, আপনি ও আমি এই প্রাকৃতিক নিয়মের অধীনে রয়েছি, কিন্তু ঈশ্বর প্রাকৃতিক নিয়মের
অধীনে নেই।
এই জন্য প্রভু যীশু বলেছিলেন
যে, মনুষ্যপুত্র অর্থাৎ তিনি নিজেই বিশ্রামবারের প্রভু। যখন প্রভু যীশু বিশ্রামবারে
মানুষকে সুস্থ করছিলেন, তখন ইহুদী নেতারা তাঁকে বললেন যে, তুমি বিশ্রামবার পালন কর
না কেন ? তো যীশু বললেন বিশ্রামবারকে আমি বানিয়েছি। এর অর্থ হল যীশু বিশ্রামবারেরও
অপরে। অর্থাৎ বিশ্রামবার জগতের লোকদের জন্য বানানো হয়েছে, যারা প্রাকৃতিক নিয়মের অধীনে
রয়েছেন। যীশু বোঝাতে চেয়েছেন যে, তিনি প্রাকৃতিক নিয়মের অধীনে নন, তিনি তার ওপরে অবস্থান
করেন। তাহলে বিশ্রামবার যীশুর নিচে অবস্থান করে কারণ তিনি বিশ্রামবারের প্রভু।
তাহলে ঈশ্বর প্রাকৃতিক
নিয়মের ওপরে। যখন একজন পুলিশ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, তখন অনেক সময় এমনটা
দেখা যায় যে, লাল বাতি জ্বলছে, তখনও তিনি ইশারা করেন যাওয়ার জন্য। লাল বাতি থাকাকালীন
আমাদেরকে থামতে হয় কিন্তু যখন তিনি লাল বাতি থাকাকালীনও আমাদের যাওয়ার জন্য বলেন, তার
অর্থ এটাই যে ওই সিগন্যালেরও ওপরে তার অধিকার আছে। ঠিক সেইরকমই এই সৃষ্টির ওপরে ঈশ্বরের
অধিকার আছে, যখন সৃষ্টিই এত বড়ো একটা আশ্চর্য বিষয়, তখন ঈশ্বরের জন্য একজন কুমারীর
গর্ভে সন্তান জন্ম নেওয়ার ব্যাপারটা খুবই সহজ।
তাহলে Miracles are
Possible, যদি Miracles Possible হয়, তাহলে Virgin Birth-ও Possible।
আর Virgin Birth-ই প্রয়োজন।
কুমারীর গর্ভে জন্ম নেওয়া সন্তান এই জন্যই প্রয়োজন কারণ বাইবেল বলে – আদম থেকে যত জন
জন্মেছে, তারা প্রত্যেকেই পাপী। একজন পাপী অন্য একজন পাপিকে স্বাধীন করতে পারে না।
তো একজন নির্দোষ মেষশাবকের প্রয়োজন যিনি জগতের সকল মানুষের পাপের ভার নিতে পারেন। সেই
জন্যই ঈশ্বর এই ধরনের পরিকল্পনা করেছিলেন।
তাহলে Virgin Birth বিজ্ঞানের
বিরুদ্ধে নয়, Miracles এবং Science একে অপরের বিরুদ্ধে নয়।
অতএব কুমারীর গর্ভে যীশুর জন্ম সম্ভব।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments