যীশু খ্রীষ্ট ঈশ্বর, নাকি ঈশ্বরের পুত্র ? | BSB Bengali Christian Articles
যীশু খ্রীষ্ট ঈশ্বর হোক বা ঈশ্বরের পুত্র হোক, এই বিষয়টি একে অপরের বিরুদ্ধে নয়। প্রভু যীশু ঈশ্বরের পুত্র হয়েও ঈশ্বর হতে পারেন কারণ, যোহন লিখিত সুসমাচারে যদি আমরা দেখি তার ৫ অধ্যায় ১৬-১৮ পদ এবং তারপরেও আমরা দেখতে পাই যে, ইহুদিরা যীশুকে আরও নির্যাতন করতে থাকে কেননা যীশু ঈশ্বরকে নিজের পিতা বলে নিজেকে ঈশ্বরের সমান করছিলেন।
যখন যীশু নিজেকে ঈশ্বরের পুত্র বলেছিলেন,
তখন ইহুদীরা এটা বুঝতে পেরেছিল যে, তিনি নিজেকে ঈশ্বরের সমান করছেন।
আমরা যখন বলি ঈশ্বর বা God, তখন এই যে
Godness, এটা হল একটা সত্তা বা Essence। যেমন আপনি একটা মানুষ, আপনার একটা সত্তা আছে।
তাহলে এরকম একটা প্রশ্ন করলে কেমন হয় ?
আপনার যিনি বাবা, তিনি তো একজন মানুষ, তাহলে
আপনি তো তার সন্তান, তাহলে কি আপনিও মানুষ ?
এর উত্তর হবে – হ্যাঁ।
তাহলে আপনার বাবাও একজন মানুষ আর আপনিও
একজন মানুষ কিন্তু আপনার বাবার থেকে আপনি কোথায় কম রয়েছেন ? ----- এর উত্তর হবে
Position এবং Roll এ। কিন্তু Essence বা সত্তাতে আপনারা দুজনেই মানুষ।
যেমন আপনি ও আপনার বাবা দুজনেই মানুষ অর্থাৎ
সত্তা এক কিন্তু Position এবং Roll আলাদা, ঠিক সেরকমই সত্তাতে যীশু ঈশ্বর।
যীশু যখনই নিজের ঈশ্বরত্বের অধিকার দাবী
করতেন, তখন মহাযাজকেরা তাঁকে বলতেন – তুমি ঈশ্বর নিন্দা করছ।
চলুন বাইবেল থেকে দেখি
যীশু কি কি বলেছিলেন – মথি ২৬ অধ্যায় ৬৩ থেকে ৬৫ পদ - 63মহাযাজক তাঁহাকে কহিলেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্য
দিতেছি, আমাদিগকে
বল দেখি, তুমি কি
সেই খ্রীষ্ট, ঈশ্বরের
পুত্র?
64যীশু
উত্তর করিলেন, তুমিই
বলিলে; আরও আমি
তোমাদিগকে কহিতেছি, এখন অবধি
তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে এবং আকাশের মেঘরথে
আসিতে দেখিবে।
65তখন
মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, এ ঈশ্বরনিন্দা করিল, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন? দেখ, এখন তোমরা ঈশ্বর-নিন্দা শুনিলে;
MË£ø বিশ্বাসী নন এমন কোনও ব্যক্তি এই পদ্ গুলি
পড়ে এটা বুঝতে পারবে না যে, যীশু এখানে নিজেকে ঈশ্বর বলে দাবী করেছেন।
তারা এমন
বুঝবে, যীশু তো কোথাও বলেননি যে – আমি ঈশ্বর। আর এখানে ঈশ্বর বলে কোনও শব্দ নজরেও আসছে
না!
আর এখানেই
তো অ-MË£ø বিশ্বাসীরা ভুল করে বসেন, তারা নিজেদের
হিসেব মতো বাইবেলকে বোঝার চেষ্টা করেন, তারা সন্দর্ভ ও ইহুদী culture-এর হিসেব অনুযায়ী
বুঝতে চেষ্টা করেন না।
সমস্ত ইহুদিরাই
জানতেন যে, যিনি ঈশ্বরের দক্ষিন পার্শ্বে বসে থাকার দাবী করেন, তিনি নিজেকে ঈশ্বর বলেও
দাবী করেন।
তাহলে এখানে
যীশু কি এটা বোঝাতে চাননি যে, তিনি ঈশ্বর ?
নিঃসন্দেহে
এরকমটাই চেয়েছেন।
এসব শোনার
পরেও যদি আপনি বলেন যে, এসব মিথ্যে, তাহলে আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই –
যদি যীশু
নিজেকে ঈশ্বর বলে দাবী না করে থাকেন, তাহলে ৬৫ পদ অনুযায়ী মাহাযাজক নিজের বস্ত্র কেন
ছিঁড়ে ফেলেছিলেন আর বলেছিলেন যে, যীশু ঈশ্বরের নিন্দা করেছেন ?
আরও কিছু
বাক্য থেকে দেখা যাক,
মথি ৯ অধ্যায় ১ থেকে ৩ পদ - 1পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন, এবং নিজ নগরে আসিলেন। আর দেখ, কয়েকটী লোক তাঁহার নিকটে এক জন
পক্ষাঘাতীকে আনিল, সে খাটের
উপরে শয়ান ছিল। 2যীশু
তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস কর, তোমার পাপ ক্ষমা হইল। 3আর দেখ, কয়েক জন অধ্যাপক মনে মনে কহিল, এ ব্যক্তি ঈশ্বর-নিন্দা করিতেছে।
যীশু বলেছেন
তোমার পাপ ক্ষমা হইল, আর ইহুদিরা জানতেন যে, শুধুমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন।
যীশু বলেননি
যে আমি ঈশ্বর, বরং পাপ ক্ষমা করে তিনি ঈশ্বর হবার প্রমাণ দিয়েছেন। ঠিক এই জন্যই শাস্ত্রীয়
পণ্ডিতেরা বলেছিলেন – এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করছে।
আরও কিছু
বাক্য দ্বারা বোঝার চেষ্টা করি,
যোহন ১০ অধ্যায় ৩০ পদ
– 30 আমি ও
পিতা, আমরা এক।
যোহন ১০ অধ্যায় ৩৩ পদ
– 33 যিহূদীরা
তাঁহাকে এই উত্তর দিল, উত্তম
কার্য্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর-নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ, এই জন্য।
তাহলে যীশু
নিজেকে ঈশ্বর বলে দাবী করতেন, সেই জন্য ইহুদিরা তাঁকে পাথর মারার চেষ্টা করতেন।
যোহন ১ অধ্যায় ১ পদ বলে –
1 আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন।
এবং যোহন
১ অধ্যায় ১৪ পদের একটি অংশ বলে – 14 আর সেই বাক্য মাংসে মূর্ত্তিমান হইলেন,
অতএব যীশু ঈশ্বরের পুত্র হলেও তিনি ঈশ্বর।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments