ঈশ্বরের মনোনীত লোকজন কারা ? | BSB Bengali Christian Articles
বাইবেল বলে একটা সময় ছিল,
তখন ইহুদীরা ঈশ্বরের মনোনীত লোকজন ছিলেন।
দ্বিতীয় বিবরণ ৭ অধ্যায় ৬ পদ বলে - কেননা
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা; ভূতলে যত জাতি আছে, সে সকলের মধ্যে আপনার নিজস্ব প্রজা করিবার জন্য তোমার ঈশ্বর
সদাপ্রভু তোমাকেই মনোনীত করিয়াছেন।
এই বাক্যটিকে ভালোভাবে
বোঝার জন্য আপনাকে সৃষ্টির শুরুতে যেতে হবে। যখন আদম ও হবা পাপ করেছিল, তখন ঈশ্বর আদিপুস্তক
৩ অধ্যায় ১৫ পদে শয়তানকে বলেছিলেন–
আর আমি
তোমাতে ও নারীতে,
এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর
শত্রুতা জন্মাইব;
সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।
এখানে প্রভু যীশুর বিষয়ে
একটা ভবিষ্যৎবাণী রয়েছে, এখানে বলা হয়েছে একটি পুত্র সন্তান একজন স্ত্রী থেকে জন্ম
নেবে, আর তিনিই শয়তানকে ধ্বংস করবেন।
আদিপুস্তক ১২ অধ্যায় ২ থেকে ৩ পদে ঈশ্বর আব্রাহামকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন,
লেখা আছে - 2 আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন
করিব, এবং তোমাকে আশীর্ব্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্ব্বাদের আকর হইবে। 3 যাহারা তোমাকে আশীর্ব্বাদ করিবে, তাহাদিগকে আমি আশীর্ব্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে, তাহাকে আমি অভিশাপ দিব; এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী
আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে
এখানেও যীশুর আগমন সম্পর্কে
ভবিষ্যৎবাণী রয়েছে। যীশু যে আব্রাহামের বংশ থেকে জন্ম নেবেন, সে বিষয়ে আমরা এখানে ধারনা
পাই। আর প্রভু যীশুর দ্বারাই সমগ্র ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হয়েছে।
আব্রাহাম ইহুদী কূলের
পিতা ছিলেন, সেই জন্য সেই সময় ইহুদীরা ঈশ্বরের মনোনীত লোকজন ছিলেন। কিন্তু ইহুদীরা
মনোনীত কেন ছিলেন ? কারণ সেই ইহুদী কূলেই, সেই আব্রাহামের বংশ থেকেই প্রভু যীশুর জন্ম
হবার কথা ছিল।
এই প্রসঙ্গেই আব্রাহাম
থেকে প্রভু যীশুর আগমন পর্যন্ত ইহুদীরা ঈশ্বরের মনোনীত লোকজন ছিলেন।
তো প্রশ্ন আসে এটাই যে,
আজও কি শুধুমাত্র ইহুদীরাই ঈশ্বরের মনোনীত লোকজন ?
এর উত্তর হবে – না।
এখন প্রত্যেক খ্রীষ্ট
বিশ্বাসীই ঈশ্বরের মনোনীত ব্যক্তি এবং খ্রীষ্ট বিশ্বাসীরাই ঈশ্বরের মনোনীত লোকজন।
খ্রীষ্ট বিশ্বাসী কারা
?
তারাই খ্রীষ্ট বিশ্বাসী,
যারা প্রভু যীশুতে বিশ্বাস করেন, আর যারা এটা বিশ্বাস করেন যে, যীশুর কাছ থেকেই তারা
পরিত্রাণ পাবে।
আপনার পূর্বপুরুষ বা আপনার
দাদু, দিদিমা, বাবা, মা, বা পরিবারের কেউ খ্রীষ্ট বিশ্বাসী হলেও কিছু যায় আসে না, আপনাকে
খ্রীষ্ট বিশ্বাসী হতে হবে।
১ পিতর ২ অধ্যায় ৯ থেকে ১০ পদে লেখা আছে – 9 কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, [ঈশ্বরের] নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁহারই গুণকীর্ত্তন কর,” যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার
আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। 10 পূর্ব্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ; দয়া প্রাপ্ত ছিলে না কিন্তু এখন দয়া
পাইয়াছ।”
তো বন্ধুরা, এই বাক্য
থেকে আমরা বুঝতে পারি যে, এখন ঈশ্বরের মনোনীত ব্যক্তিরা হল খ্রীষ্ট বিশ্বাসীরা।
আরও একটি বাক্য থেকে বুঝতে
চেষ্টা করি –
কলসীয় ৩ অধ্যায় ১১ পদে লেখা আছে - এস্থানে
গ্রীক কি যিহূদী,
ছিন্নত্বক্ কি অচ্ছিন্নত্বক্, বর্ব্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রীষ্টই সর্ব্বেসর্ব্বা।
এই বাক্যের অর্থ এটাই
যে, আপনার পূর্বপুরুষ যারাই হোক না কেন, তাতে আপনি ঈশ্বরের মনোনীত ব্যক্তিতে পরিনত
হন না।
গালাতীয় ৩ অধ্যায় ২৬ থেকে ২৯ পদে লেখা আছে – 26 কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ; 27 কারণ তোমরা যত লোক খ্রীষ্টের
উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রীষ্টকে পরিধান করিয়াছ। 28 যিহূদী কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রীষ্ট যীশুতে তোমরা সকলেই
এক। 29 আর তোমরা যদি খ্রীষ্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী।
ওপরের ২৯ পদটি আপনি ভালো
ভাবে দেখুন, সেখানে প্রতিজ্ঞার কথা লেখা আছে। তো কোন প্রতিজ্ঞার কথা সেখানে বলা হয়েছে
?
এটা সেই প্রতিজ্ঞা, যেটা
আদিপুস্তক ১২ অধ্যায় ২ থেকে ৩ পদে ঈশ্বর আব্রাহামকে করেছিলেন।
তো এই সমস্ত বাক্যগুলি
বিবেচনা করে আমরা এটা বলতে পারি যে, আজ যে কোনও ব্যক্তি ঈশ্বরের মনোনীত ব্যক্তিতে পরিনত
হতে পারেন, আর ঈশ্বরের সন্তানও হতে পারেন। এখানে আপনার পূর্বপুরুষ যারাই থাকুন না কেন,
তাতে কোনও সমস্যা নেই। এখানে আপনার নতুন জন্ম পাওয়াটাই মুখ্য বিষয়। আপনাকে পিতা, পুত্র
ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিতে হবে, আপনাকে সুসমাচারে বিশ্বাস করতে হবে।
যখনই আপনি এগুলি করবেন,
তখনই আপনি আত্মিক ভাবে আব্রাহামের বংশের লোকে পরিনত হবেন। আর সবথেকে বড়ো বিষয় এটাই
যে, গালাতীয় ৩ অধ্যায় ২৬ পদ অনুযায়ী আপনি ঈশ্বরের পুত্র হবেন।
তো বন্ধুরা, ঈশ্বরের সন্তান
হবার অধিকার পাওয়ার যীশুই একমাত্র পথ।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments