আপনার ব্যক্তিগত পাপের জন্য দায়ী কে ? | BSB Bengali Christian Articles
যখন আমরা পাপ করি আর ঈশ্বরের
অবাধ্য হই, তখন এই সমস্ত কিছুর জন্য দায়ী কে ?
এসবের জন্য কি আমরাই দায়ী,
নাকি শয়তান ?
অনেক খ্রীষ্ট বিশ্বাসীরাই
আছেন, যারা তাদের সমস্ত পাপ ও ভুল ভ্রান্তিগুলির জন্য শয়তানকে দায়ী করে থাকেন।
কিন্তু পবিত্র বাইবেল
আমাদের কি শিক্ষা দেয়, আসুন জেনে নিই।
আমরা যখন পাপ করি, তখন
বাইবেল সেই বিষয়ে আমাদের স্পষ্টই বলে যে, আমরাই সেইসবের জন্য দায়ী, আমরা নিজেরাই আমাদের
শারীরিক অভিলাষগুলিকে প্রশ্রয় দিয়ে থাকি এবং ঈশ্বরকে দূরে সরিয়ে রাখি।
আমরা আমাদের ব্যক্তিগত
পাপের জন্য অন্য কোনও তৃতীয় ব্যক্তিকে দায়ী করতে পারি না।
যখন আদম ও হবা এদন উদ্যানে
ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, তখন আদম তার পাপের জন্য হবাকে দায়ী করেছিল, এবং স্বয়ং
ঈশ্বরকেও দায়ী করেছিল।
আদিপুস্তক ৩ অধ্যায় ১২
পদে লেখা আছে –
তাহাতে
আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ঐ বৃক্ষের ফল দিয়াছিল, তাই
খাইয়াছি।
যদিও আদম তার ভুল বা পাপের
জন্য তার স্ত্রীকে এবং ঈশ্বরকে দায়ী করেছিল, কিন্তু সে নিজেই তার পাপের জন্য দায়ী ছিল।
আদম তার লোভকে সামলাতে পারেনি, যার জন্য সে নিজের ইচ্ছেতেই সেই ফলটি খেয়েছিল এবং পাপে
পতিত হয়েছিল।
ঠিক এরকমই আমরা নিজেরা যা কিছু সিদ্ধান্ত
নিজেদের ইচ্ছানুসারে নিয়ে থাকি, সেইসব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী, কোনও তৃতীয় ব্যক্তি
বা শয়তান নয়।
শয়তান অবশ্যই আমাদের দুর্বলতার
সুযোগ নেয়, আমাদেরকে প্রলোভনে ফেলতে চেষ্টা করে। শয়তান চায় যেন আমরা পাপ করি, সেই কারণেই
সে আমাদের নানান ধরণের প্রলোভনের মধ্যে ফেলে, কিন্তু আমরা যখন তার দেখানো প্রলোভনে
পা দিই, তখন সেটা নিজেদের বিচার-বুদ্ধির ওপর নির্ভর করেই দিয়ে থাকি।
আপনি কখনই ভুলে যাবেন
না যে, শয়তান খ্রীষ্ট বিশ্বাসীদের বিরোধী ও শত্রু, সে আমাদেরকে গ্রাস করতে চায়। ঈশ্বরের
কাছ থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়াটাই হল তার প্রধান উদ্দেশ্য।
যখন আমরা শয়তানের রব শুনে
ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে সরে যাই, তখনই আমরা পাপের পথে আরও এক ধাপ পা বাড়িয়ে ফেলি।
আমাদের সব সময় মনে রাখতে
হবে যে, আমাদের ইচ্ছানুসারে সিদ্ধান্ত নেওয়ার কারণেই আমরা পাপের ভাগী হই।
যাকোব ১ অধ্যায় ১৪ পদে
লেখা আছে –
কিন্তু
প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়।
অনেক সময় অনেক বিশ্বাসীরা বলে থাকেন যে,
শয়তান নাকি তাদের বাইবেল পাঠ করা থেকে বিরত রাখছে।
শয়তান আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করতেই পারে,
আমাদেরকে অন্য দিকে আকর্ষণ করতেই পারে, কিন্তু তবুও বাইবেল পাঠ না করার জন্য আমরা নিজেরাই
দায়ী, কারণ, আমরা আমাদের কামনার দ্বারাই শয়তানের দেখানো প্রলোভনে পা দিয়ে ফেলি এবং
ঈশ্বরকে উপেক্ষা করে ফেলি, তাই আমরা আমাদের কামনাকে পেছনে ফেলে শয়তানকে সমস্ত কিছুর
জন্য দায়ী করতে পারি না।
কোনও ব্যক্তিকে বিপথে নিয়ে যাওয়ার জন্য
শয়তানকে সেই ব্যক্তির ভেতরে প্রবেশ করার কোনও প্রয়োজন নেই, শয়তান বাইরে থেকেই একজন
ব্যক্তিকে বিপথে নিয়ে যেতে সক্ষম।
পূর্বে যারা শয়তান দ্বারা
প্রলোভিত হয়েছে, সেইসব ব্যক্তিদের দ্বারা এবং তাদের শিক্ষাগুলির দ্বারাও শয়তান আমাদের
বিপথে নিয়ে যেতে পারে।
২ করিন্থীয় ১১ অধ্যায়
১৩ থেকে ১৫ পদে লেখা আছে –
13 কেননা এরূপ লোকেরা ভাক্ত প্রেরিত, প্রতারক কর্ম্মকারী, তাহারা খ্রীষ্টের প্রেরিতদের বেশ ধারণ
করে। 14 আর ইহা আশ্চর্য্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ
ধারণ করে। 15 সুতরাং তাহার পরিচারকেরাও যে
ধার্ম্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়; তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে
হইবে।
এমন অনেক প্রচারকেরাই আছেন, যারা বলে থাকেন
যে, আপনাদের মধ্যে শয়তানের প্রবেশ ঘটলেই আপনাদের দ্বারা নানান রকম পাপকার্য হয়ে থাকে।
সেই সমস্ত প্রচারকেরা
তাদের নিজেদের সমস্তরকম মন্দ কাজের জন্য শয়তানকেই দায়ী করে, কিন্তু নিজেদেরকে কখনই
দায়ী করে না।
তাই সাবধান! মনে রাখবেন
যে, এই ধরণের প্রচারকেরা ভ্রান্ত শিক্ষক।
প্রভু যীশুকে শয়তান পরীক্ষা
নিয়েছিল, কিন্তু তাঁর ভেতরে শয়তান প্রবেশ করতে পারেনি।
ঠিক তেমনই একজন প্রকৃত
নবজীবন প্রাপ্ত খ্রীষ্ট বিশ্বাসীর ভেতরেও শয়তান প্রবেশ করতে পারে না, কিন্তু বাইরে
থেকে তাকে পরীক্ষার মধ্যে ফেলতে পারে।
যখন কোনও ব্যক্তি নিজের পাপের জন্য অনুতাপ
করেন এবং প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা রূপে স্বীকার করেন, তখনই সেই ব্যক্তির মধ্যে
পবিত্র আত্মা নেমে আসেন। এই কারণেই পবিত্র আত্মা এবং মন্দ আত্মা কোনও ব্যক্তির মধ্যে
একসাথে বিরাজ করতে পারে না।
মন্দ আত্মা সেইসব ব্যক্তিদের
মধ্যেই বিরাজ করতে সক্ষম হয়, যারা এখনও নতুন জীবন লাভ করতে পারেনি। এছাড়া সেই সমস্ত
ব্যক্তিদের মধ্যেও মন্দ আত্মা বিরাজ করতে পারে, যারা মিথ্যে ভাবে নতুন জীবন পাওয়ার
দাবী করে থাকে, আর যারা নতুন জীবন পাওয়ার পরে শয়তানের প্রলোভনে পা দিয়ে বিশ্বাস থেকে
সরে পরে।
গালাতীয় ৫ অধ্যায় ২৪ পদে
লেখা আছে –
আর
যাহারা খ্রীষ্ট যীশুর, তাহারা মাংসকে তাহার মতি ও
অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে।
এই কথাটি অনেকটা কঠিন
হলেও এটি সত্য যে, আমরা যদি আমাদের শরীরকে এবং তার অভিলাষগুলিকে ক্রুশে দিতে না পারি,
তাহলে আমরা খ্রীষ্টের হয়ে উঠতে পারবো না।
একটা কথা ভেবে দেখুন,
যদি আমাদের সমস্ত পাপের
জন্য শয়তানই দায়ী হয়ে থাকে, তাহলে তো আমাদের নরকের ভয় থাকার কোনও কারণই নেই, কারণ,
সব দোষ তো শয়তানের, সেই জন্য তাকেই দণ্ড পাওয়া উচিত! আমরা কেন দণ্ড পাবো! তাই না ?
কিন্তু বিষয়টি এমন নয়,
কোনও ব্যক্তি যদি পাপ
করেন এবং সেই পাপ থেকে যদি সেই ব্যক্তি মন না ফেরান, তবে একদিন ঈশ্বরের কাছ থেকে অবশ্যই
তাকে দণ্ড পেতে হবে।
যেসমস্ত খ্রীষ্ট বিশ্বাসীরা তাদের নিজেদের
ব্যক্তিগত পাপের জন্য নিজেদেরকে দায়ী করে না, বরং শয়তানকে দায়ী করে, তারা আজ বড়োই বিপদের
মধ্যে রয়েছে। তারা পাপের সাথে আপোষ করতে পছন্দ করে, কারণ, তারা পথভ্রষ্ট!
সর্বপ্রথম আমাদের কোনও প্রচারকের প্রচারের
থেকে বেশী বাইবেলের বাক্যে নির্ভর করতে হবে এবং বাইবেলের বাক্যকে ভালোভাবে যাচাই করতে
হবে।
প্রেরিত ১৭ অধ্যায় ১১
পদ অনুযায়ী আমরা জানতে পারি যে, বিরয়ার বিশ্বাসীরাও অন্ধের মতো পৌলের শিক্ষাগুলি গ্রহণ
করেনি, তারা শাস্ত্র অনুযায়ী তার শিক্ষাগুলি যাচাই করত।
তারা কোনও ভ্রান্ত শিক্ষার
দ্বারা প্রভাবিত হয়নি, কারণ, সমস্ত শিক্ষাই তারা শাস্ত্রের সাথে মিলিয়ে নিত, আর এটা
তাদের একপ্রকার স্বভাব ছিল।
তাই আজকের দিনেও আমাদের বিরয়ার বিশ্বাসীদের
মতো স্বভাব হওয়া দরকার, যাতে আমরা ভ্রান্ত শিক্ষার দ্বারা প্রভাবিত না হই।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments