শান্তি কোথায় ? | BSB Bengali Christian Articles
এই জগতে, সমাজের প্রতিটি
স্তরেই আমরা দেখতে পাই অশান্তির আগুন। মানুষ মানুষের বিরুদ্ধে, এক দেশ অন্য দেশের বিরুদ্ধে,
এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে! চারিদিকেই শুধু সন্ত্রাস, অপরাধ, খুনোখুনি, বিবাদ
ও সংঘর্ষ।
মানুষের জীবনে আজ কোনও অভাব না থাকলেও একটা জিনিসের
অভাব থেকেই যায়, আর সেটা হল শান্তির অভাব, প্রত্যেক মানুষই আজ শান্তির জন্য আকাঙ্খিত।
মথি ২৪ অধ্যায় ৬ থেকে
৮ পদে প্রভু যীশু বলেছেন –
6 আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব
শুনিবে; দেখিও, ব্যাকুল হইও না; কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। 7 কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের
বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। 8 কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র।
আর এই সমস্ত কিছুই আজ
আমরা বাস্তবে উপলব্ধি করতে পারছি, কিন্তু আজ থেকে ২০০০ বছর আগে প্রভু যীশু বলে গিয়েছেন - এগুলি যাতনার আরম্ভ মাত্র।
জগৎ আজ এত মন্দতায় পরিপূর্ণ,
আর তার একটি মাত্র কারণ হল – মানুষ সত্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঈশ্বরের
প্রেম মানুষের অন্তরে অবস্থান করে না।
২ তীমথিয় ৩ অধ্যায় ১ থেকে
৪ পদে লেখা আছে –
1 কিন্তু ইহা জানিও, শেষ কালে বিষম সময় উপস্থিত হইবে। 2 কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্ম্মনিন্দক, পিতামাতার অবাধ্য, 3 অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, 4 প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে;
সত্যিই আজ মানুষের মধ্যে
এই সমস্ত গুনগুলি পরিলক্ষিত হয়, মানুষ আজ বিলাসিতায় জীবন অতিবাহিত করতে পছন্দ করে,
কিন্তু যিনি আমাদেরকে এই জীবন উপহার দিয়েছেন, সেই ঈশ্বরের কাছ থেকে মানুষ আজ মুখ ফিরিয়ে
নিয়েছে।
ঈশ্বর মানুষকে ভালোবাসেন, কিন্তু মানুষের
মনে তাঁর জন্য ভালবাসার বড়োই অভাব দেখা দিয়েছে।
কিন্তু যেহেতু ঈশ্বর নিজেই
প্রেম, সেহেতু তিনি আমাদের জন্য শান্তির পথ প্রস্তুত করেই রেখেছেন, শুধু আমাদের সেই
পথে চলার জন্য আগ্রহী হয়ে উঠতে হবে।
যিশাইয় ৯ অধ্যায় ৬ পদে
লেখা আছে –
কারণ একটী বালক আমাদের জন্য জন্মিয়াছেন,
একটী পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে;
আর
তাঁহারই স্কন্ধের উপরে কর্ত্তৃত্বভার থাকিবে,
এবং তাঁহার নাম হইবে—‘আশ্চর্য্য
মন্ত্রী,
বিক্রমশালী
ঈশ্বর, সনাতন
পিতা, শান্তিরাজ’।
সেই শান্তিরাজ আজ থেকে
প্রায় ২০০০ বছর আগে এই পৃথিবীতে জন্মেছিলেন, কিন্তু সেই সময় অনেকেই তাঁকে গ্রহণ করেনি,
এমনকি আজও অনেকেই তাঁকে গ্রহণ করে না।
যিশাইয় ৫৩ অধ্যায় ৬ পদে
লেখা আছে –
আমরা সকলে
মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি,
প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি;
আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ
তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন।
আমরা ভেড়ার পালের মতো
ভ্রান্ত হয়েছি ও বিপথগামী হয়েছি কিন্তু তবুও শান্তিরাজ মানুষের পাপের ভার নিজের কাঁধে
তুলে নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন এবং ৩ দিন পরে তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন।
পাপই হল সমস্ত অশান্তির
মূল, আর প্রভু যীশুর বলিদানের মাধ্যমেই আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পাই।
আমরা ততক্ষন শান্তি বা
বিশ্রাম পাবো না, যতক্ষণ আমরা আমাদের জীবনের সমস্ত দায়িত্ব, সমস্ত ভার ঈশ্বরের হাতে
সমর্পণ না করব।
ঈশ্বর আপনার দায়িত্ব নিতে
চান, তিনি আপনাকে শান্তি প্রদান করতে চান। আপনি শুধু আপনার জীবনে ঈশ্বরকে সর্বোচ্চ
স্থান দিয়ে দেখুন।
প্রভু যীশু আপনাকে আহ্বান
জানাচ্ছেন।
মথি ১১ অধ্যায় ২৮ থেকে
৩০ পদে তিনি বলেছেন –
28 হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। 29 আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য
বিশ্রাম পাইবে। 30 কারণ আমার যোঁয়ালি সহজ ও আমার ভার
লঘু।
প্রভু কতই না করুনাময়!
তিনি আপনার জন্য কতটা
চিন্তা করেন, সেটি আপনি একবার উপলব্ধি করে দেখুন।
জগৎ থেকে আমরা সেই শান্তি
কখনই পেতে পারি না, যে শান্তি আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। আমরা যদি প্রভু যীশুর
ওপর বিশ্বাস করি, তাহলে তিনি আমাদের তাঁর নিজের শান্তি প্রদান করবেন, কারণ, তিনি সেরকমই
প্রতিশ্রুতি দিয়েছেন।
যোহন ১৪ অধ্যায় ২৭ পদে
যীশু বলেছেন –
শান্তি
আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান
করিতেছি; জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের
হৃদয় উদ্বিগ্ন না হউক, ভীতও না হউক।
হ্যাঁ, প্রভু তাঁরই শান্তি
আমাদের জন্য রেখে গিয়েছেন, যেন আমরা আমাদের জীবনের সমস্ত উদ্বিগ্নতা ও ভয় ভীতিগুলিকে
পরাজিত করতে পারি।
যোহন ১৬ অধ্যায় ৩৩ পদের
একটি অংশে প্রভু যীশু বলেছেন –
জগতে
তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি
যেহেতু প্রভু যীশু এই জগতকে জয় করেছেন,
সেহেতু আমরা যদি প্রভু যীশুর ওপর বিশ্বাস করি, তাহলে আমরাও এই জগতের ওপর জয়লাভ করার
শক্তি পাবো। প্রভু যীশু আমাদের সাহসী হতে বলেছেন, আর সেই সাহসী হবার শক্তি আমরা তাঁর
কাছ থেকেই পেয়ে থাকি।
অতএব, আপনিও যদি ঈশ্বরের সেই শান্তি আপনার
জীবনে পেতে চান, তাহলে নিজেকে তাঁর কাছে সমর্পণ করুন, কারণ, ঈশ্বর আমাদের ভালোবেসেই
সেই শান্তি প্রদান করেন, আর আমাদের পাপের জন্য প্রভু যীশুর ক্রুশীয় বলিদানই ঈশ্বরের
ভালোবাসার সবচাইতে বড়ো প্রমাণ।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments