আপনি চাইলেই আপনার অতীতকে বদলে ফেলতে পারবেন না, কিন্তু যদি আপনি প্রভু যীশুতে বিশ্বাস করেন, তবে তিনি শুধু আপনার বর্তমান ও ভবিষ্যতকেই নয়, বরং আপনার অতীতকেও বদলে ফেলতে পারেন।

প্রভু যীশু ক্রুশের ওপর এই কারণেই প্রাণ দিয়েছিলেন, যাতে আপনি আপনার জীবনে আজ অবধি যত পাপ করেছেন, সেগুলির ক্ষমা পেতে পারেন।

আপনি প্রভু যীশুর দ্বারা পাপের ক্ষমা তখনই পাবেন, যখন আপনি তাঁর সামনে আপনার জীবনে করা সকল পাপের জন্য অনুতাপ করবেন। তবে শুধুমাত্র অনুতাপ করলেই হবে না, আপনাকে পাপ থেকে সরে আসতে হবে এবং নিজের মনকে পরিবর্তন করতে হবে।

এটুকু নিশ্চিত যে, আপনি নিজের থেকে আপনার জীবনের সমস্ত মন্দতাগুলি থেকে বের হয়ে আসতে পারবেন না, সেই জন্য অবশ্যই আপনাকে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। নিজেকে যদি আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করেন, তাহলে ঈশ্বরই আপনাকে সমস্ত মন্দতা থেকে বের হয়ে আসতে সাহায্য করবেন এবং আপনাকে শক্তি যোগাবেন।

আপনি হয়ত বলতে পারেন যে – আমি তো প্রত্যেকটি আরাধনা সভায় উপস্থিত থাকি, প্রত্যেক সপ্তাহে গীর্জাতে উপস্থিত হই, আমি বাপ্তিস্মও নিয়েছি, কিন্তু তবুও আমার মধ্যে তেমন কোনও আনন্দ বা তেমন কোনও শান্তি নেই, আর প্রভু যীশুর সেই শক্তির অনুভবও আমি করতে পারি না! কীভাবে আমি এগুলি পেতে পারি ? কোনও পথই তো আমি খুঁজে পাচ্ছি না!

            তো যোহন ১৪ অধ্যায় ৬ পদের একটি অংশে যীশু বলেছেন – “আমিই পথ

হতে পারে আপনি সমস্ত প্রচলিত রীতি গুলি পালন করেছেন, যেমন – গীর্জায় উপস্থিত হওয়া, বাপ্তিস্ম নেওয়া, প্রভুভোজ নেওয়া, ইত্যাদি। কিন্তু আপনি হয়ত পুরোপুরি ভাবে এখনও যীশুকে জেনে উঠতে পারেননি ও নিজেকে যীশুর কাছে সমর্পণ করতে পারেননি।

           প্রভু যীশু আমাদের এমন শক্তি প্রদান করেন, যার দ্বারা কোনও ব্যক্তি আর পুরাতন মনুষ্য থাকে না, সেই শক্তি অশিক্ষিতকে শিক্ষিত করে তোলে, বুদ্ধিহীনকে বুদ্ধিমান করে তোলে, এবং পুরাতনকে নতুনরূপে সৃষ্টি করে।

২ করিন্থীয় ৫ অধ্যায় ১৭ পদে লেখা আছে –

ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে।

           জগতের প্রচলিত রীতিগুলি ত্যাগ করে যীশুর সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরী করুন, তবেই আপনি যীশুর সেই শক্তি অনুভব করতে পারবেন এবং আপনি আপনার জীবনে খুশি, আনন্দ ও শান্তি প্রাপ্ত হবেন।

           খ্রীষ্টে থাকার জন্য অবশ্যই আপনাকে প্রচলিত রীতিগুলিতে নয় বরং ঈশ্বরের বাক্যে অভিজ্ঞ হতে হবে, আপনাকে OFFICIAL নয়, SPIRITUAL হতে হবে। যত আপনি ঈশ্বরের বাক্যে অভিজ্ঞ হবেন, ততই আপনি খ্রীষ্টকে জানতে পারবেন এবং খ্রীষ্টেতে বেড়ে উঠতে শিখবেন।

           যখন আপনি সম্পূর্ণভাবে নিজেকে যীশুর কাছে সমর্পণ করতে পারবেন, তখন থেকে আপনার জীবনের উদ্দেশ্যই বদলে যাবে, কারণ প্রভু যীশু আপনার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন।

             এই জগতের প্রতিটি মানুষকেই দুটি বিকল্পের মধ্যে একটিকে বেঁছে নিতে হবে, হয় জগতের মন্দতা ও অভিলাষ, নয়ত প্রভু যীশু।

            আপনি একবার ভেবে দেখুন যে, আপনি দু নৌকোতে পা দিয়ে চলছেন কি না!

আপনাকে এটা মনে রাখতে হবে যে, আপনি আপনার ধন-সম্পত্তি ও জগতের সমস্ত অভিলাষের প্রতি আকৃষ্ট থেকে প্রভু যীশুর প্রতি আসক্ত হতে পারবেন না।

মথি ৬ অধ্যায় ২৪ পদে লেখা আছে –

কেহই দুই কর্ত্তার দাসত্ব করিতে পারে না; কেননা সে হয় ত এক জনকে দ্বেষ করিবে, আর এক জনকে প্রেম করিবে, নয় ত এক জনের প্রতি অনুরক্ত হইবে, আর এক জনকে তুচ্ছ করিবে; তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পার না।

আরও একটি কথা মনে রাখবেন যে, যীশু কোনও দ্বিতীয় বিকল্প নয়, তিনিই কেবলমাত্র প্রধান বিকল্প।

          আপনি যদি প্রভু যীশুর জন্য ও তাঁর সুসমাচারের জন্য দুঃখভোগ করতে, সমস্ত রকম তাড়না সহ্য করতে প্রস্তুত না হয়ে উঠতে পারেন, এবং প্রভু ঈশ্বরকে যদি আপনার জীবনের সর্বোচ্চ স্থানটি না দিয়ে উঠতে পারেন, তবে আপনি কখনই সেই জীবন পাবেন না, যে জীবন প্রভু আমাদের সকলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যাকোব ৪ অধ্যায় ২ থেকে ৪ পদে লেখা আছে –

2 তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না; তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাক, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ঞা কর না। 3 যাচ্ঞা করিতেছ, তথাপি ফল পাইতেছ না; কারণ মন্দ ভাবে যাচ্ঞা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পার। 4 হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জান না যে, জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে।

 

             যদি আপনি ঈশ্বরের কাছ থেকে তাঁর শক্তিকে নিজের জীবনে পেতে চান, তবে আপনাকে মন্দভাবে চাইলে বা জগতের সুখাভিলাষে ব্যয় করার জন্য চাইলে হবে না, সর্বপ্রথম আপনাকে জগতকে পেছনে ফেলে ঈশ্বরের সঙ্গে মিত্রতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

            আপনি মনে রাখবেন যে, আপনার পিতা-মাতা বা আপনার আত্মীয়-স্বজন আপনার জীবনের সমস্ত জাগতিক সিদ্ধান্তগুলি নিতে পারলেও আপনার আত্মীক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনাকেই প্রভুতে বেড়ে উঠতে হবে।

            যদি এখনও আপনি মনপরিবর্তন না করে থাকেন ও নিজের সমস্ত পাপের জন্য অনুতাপ না করে থাকেন, তবে এখনই সময়!

আপনি এখনই চাইলে মন পরিবর্তন করে অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠতে পারেন।

          আমরা এটা জানি না যে, আমাদের দেহে আমরা কতক্ষন জীবিত থাকব, আমরা কেউই জানি না যে প্রভুর আগমন কখন ঘটবে, সেই কারণেই আমাদের নির্ণয় এই মুহূর্তেই নেওয়ার প্রয়োজন আছে।

          রোমীয় ৬ অধ্যায় ২৩ পদে লেখা আছে –

কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।

তাই আমার প্রিয় বন্ধুরা,

সিদ্ধান্ত আপনাদের, আপনি নিজেই ঠিক করুন যে, আপনি পাপের বেতন হিসেবে মৃত্যুকে বেছে নেবেন, নাকি প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা অনন্ত জীবনকে বেছে নেবেন ?

          তাই বন্ধুরা, পাপ থেকে মন পরিবর্তন করুন, অনুতাপ করুন, ঈশ্বরের কাছে ফিরে আসুন এবং যীশুতে বিশ্বাস করুন, তাহলে তিনি আপনাকে অবশ্যই পরিত্রাণ করবেন।

রোমীয় ৩ অধ্যায় ২২ থেকে ২৬ পদে লেখা আছে -

22 ঈশ্বর-দেয় সেই ধার্ম্মিকতা যীশু খ্রীষ্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে, তাহাদের সকলের প্রতি বর্ত্তে—কারণ প্রভেদ নাই23 কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে— 24 উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্ম্মিক গণিত হয়। 25 তাঁহাকেই ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন; যেন তিনি আপন ধার্ম্মিকতা দেখান—কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্ব্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল— 26 যেন এক্ষণে যথাকালে আপন ধার্ম্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্ম্মিক থাকেন, এবং যে কেহ যীশুতে বিশ্বাস করে, তাহাকেও ধার্ম্মিক গণনা করেন।

আবার রোমীয় ৫ অধ্যায় ১৭ পদে লেখা আছে –

কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, যীশু খ্রীষ্ট দ্বারা, যাহারা অনুগ্রহের ও ধার্ম্মিকতাদানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে।

 

আদম দ্বারা আমরা পাপে পতিত হয়েছিলাম, সেই জন্য মৃত্যু আমাদের ওপর রাজত্ব করেছিল, কিন্তু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়ে জীবনে রাজত্ব করার অধিকার পাই।


Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,

0 Comments