যোহন  ১৬ অধ্যায় ৩৩ পদে প্রভু যীশু বলেছেন –

এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি।

প্রভু যীশু কখনও এই প্রতিশ্রুতি দেননি যে, আমরা ক্লেশ থেকে রক্ষা পাবো, বরং তিনি বলেছেন আমরা সেই ক্লেশ থেকে বিজয়লাভ করতে পারি, যেমন তিনিও বিজয়লাভ করেছেন।

আমরা জগতের মধ্যে ক্লেশভোগের মাধ্যমেই ঈশ্বরের রাজ্যের জন্য উপযোগী হয়ে উঠবো। ঈশ্বর আমাদেরকে বিজয়ী হিসেবে দেখতে চান, আর আমরা যদি পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হই, তবেই সেই পরীক্ষার ওপর বিজয়ী হয়ে উঠতে পারব।

ক্লেশ এবং পরীক্ষাগুলি থেকে যদি আমরা সরে আসতে চেষ্টা করি, তবে কীভাবে আমরা জয়লাভ করব ?

কিন্তু আজকাল অনেক প্রচারকেরাই আছেন, যারা ক্লেশভোগের নয়, বরং ভোগ-বিলাসিতার প্রচার করে থাকেন।

প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ২১ পদে লেখা আছে –

যে জয় করে, তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি আপনি জয় করিয়াছি, এবং আমার পিতার সহিত তাঁহার সিংহাসনে বসিয়াছি।

বাইবেল স্পষ্টই বলে যে, আমরা এই সমস্ত ক্লেশভোগ থেকে নিজেদেরকে সরিয়ে ফেললে কখনই সেগুলির ওপর বিজয়লাভ করতে পারব না, কিন্তু ভ্রান্ত প্রচারকেরা এই সমস্ত কিছুর ওপর বেশী গুরুত্ব দেন না, তারা জাগতিক সুখাভিলাসের প্রচারের মাধ্যমে নিজেদের মতো অন্যদেরও পথভ্রষ্ট করে তোলে।

বিশ্বাসীগণ তাদের পুরস্কার হিসেবে ক্লেশভোগ থেকে রক্ষা পাবে না, বরং তাদের জীবনে ক্লেশভোগ অবশ্যই আসবে, কিন্তু সেগুলি বিশ্বাসীদের ধ্বংস করার জন্য নয়, বরং বিশ্বাসীরা যেন সেগুলির ওপর জয়ী হতে পারে, সেই জন্য।

প্রভু যীশু আমাদেরকে এই জগৎ থেকে বেঁছে নিয়েছেন, সেই কারণে জগৎ আমাদের ঘৃণা করবে, অত্যাচার করবে, প্রত্যাখ্যান করবে, এমনকি আমাদের হত্যাও করবে।

যোহন ১৫ অধ্যায় ১৯ পদে লেখা আছে –

তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভাল বাসিত; কিন্তু তোমরা ত জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে।

এবং ২১ পদে লেখা আছে –

কিন্তু তাহারা আমার নামের জন্য তোমাদের প্রতি এই সমস্ত করিবে, কারণ আমাকে যিনি পাঠাইয়াছেন, তাঁহাকে তাহারা জানে না।

তৃতীয় শতাব্দিতে যখন ROMAN AMPHITHEATRE-এ খ্রীষ্ট বিশ্বাসীদের ক্ষুধার্ত বাঘ ও সিংহের সামনে ফেলে দেওয়া হচ্ছিল এবং কাঠের মধ্যে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল, তখন ঈশ্বর তাদের ওই ধরণের ক্লেশ থেকে রক্ষা করেননি।

সেই ঈশ্বর, যিনি দানিয়েলকে রক্ষা করার জন্য সিংহের মুখ বন্ধ করে দিয়েছিলেন, এবং শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করেছিলেন, তিনি প্রভু যীশুর সেই শিষ্যদের সেরূপ আশ্চর্য কাজ দেখাননি, কেননা ঈশ্বর তাদেরকে কষ্টভোগের উদাহরণ হিসেবে তৈরী করেছেন।

প্রভু যীশু মথি ১০ অধ্যায় ২৮ পদে বলেছেন –

আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।

আর এই বাক্যটিকেই সেই সময়ের খ্রীষ্ট বিশ্বাসীরা মনে প্রানে অনুসরণ করেছিলেন এবং মরণ পর্যন্ত নিজেদের বিশ্বাস ধরে রেখেছিলেন।

আজও যেসমস্ত খ্রীষ্ট বিশ্বাসীরা যীশুর নামের উদ্দেশ্যে কষ্টভোগ করেন, তাদেরকে ঈশ্বর এই জগৎ থেকে তুলে নেন না, বরং তিনি তাদেরকে বিজয়ী হিসেবে দেখতে চান।

যেসমস্ত খ্রীষ্ট বিশ্বাসীগণ এতদিন ধরে ভোগ-বিলাসিতার প্রচার শুনে এসেছেন, তাদের জন্য এই নিবন্ধটি অনেকটা কঠিন ও অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এখানে বাইবেলের বাক্যের সত্যতাই তুলে ধরা হচ্ছে।

আমরা যদি নতুন নিয়ম ভালোভাবে অধ্যায়ন করি, তাহলে আমরা দেখতে পাবো যে, শুধুমাত্র প্রভু যীশুই নয়, বরং প্রেরিতগণও বিশ্বাসীদেরকে ক্লেশভোগের বিষয়ে বলে গিয়েছেন।

প্রেরিত ১৪ অধ্যায় ২২ পদে লেখা আছে –

যাইতে যাইতে তাঁহারা শিষ্যদের মন সুস্থির করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।

আমরা যেসমস্ত ক্লেশভোগ নিত্যদিন সহ্য করি, সেগুলি তো কেবল অনুশীলন মাত্র, যাতে আমরা আগামী দিনে আগত মহাক্লেশ সহ্য করার জন্য উপযোগী হয়ে উঠতে পারি।

আমরা যদি এখন থেকেই হার স্বীকার করে ফেলি, তাহলে কীভাবে ঈশ্বরের দৃষ্টিতে আমরা বিজয়ী হয়ে উঠবো ?

প্রকাশিত বাক্য ১ অধ্যায় ৯ পদে যোহন লিখেছেন –

আমি যোহন, তোমাদের ভ্রাতা, এবং যীশু সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্য্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাট্‌ম নামক দ্বীপে উপস্থিত হইলাম। 

প্রভু যীশুর প্রকাশিত বাক্য যোহন কোনও শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে লাভ করেননি, বরং তিনি পাট্‌ম নামক দ্বীপে ক্লেশভোগ অনুভব করতে করতেই তা লাভ করেছিলেন। যোহন ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং তিনি সেরূপ সাক্ষ্যই আমাদের কাছে তুলে ধরেছেন।

শুধুমাত্র যোহন নন, প্রভু যীশুর শিষ্যগণের মধ্যে প্রত্যেকেই দুঃখ-কষ্টের মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করেছেন।

নতুন নিয়মে একটি বিশেষ গুনের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হল – ‘ধৈর্য্য’।

যাকোব ১ অধ্যায় ২ থেকে ৩ পদে লেখা আছে -

2 হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়, তখন তাহা সর্ব্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও3 জানিও, তোমাদের বিশ্বাসের পরীক্ষাসিদ্ধতা ধৈর্য্যসাধন করে।

আমরা যখন নানারকম পরীক্ষার মধ্যে পরি, তখন সেই পরীক্ষার দ্বারা আমাদের ধৈর্য্যও পরীক্ষিত হয়, আমরা যদি পরীক্ষাগুলিকে সহ্য করতে পারি, তাহলে তা আমাদের ধৈর্য্যকে আরও বৃদ্ধি করে।

পরিত্রাণকে টিকিয়ে রাখার জন্যও আমাদের ধৈর্য্যের প্রয়োজন রয়েছে, কারণ মথি ২৪ অধ্যায় ৯ থেকে ১৩ পদে প্রভু যীশু বলেছেন –

9 সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে, ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দ্বেষ করিবে। 10 আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, এক জন অন্যকে সমর্পণ করিবে, এক জন অন্যকে দ্বেষ করিবে। 11 আর অনেক ভাক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। 12 আর অধর্ম্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। 13 কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। 

ওপরের ১৩ পদে শেষ পর্যন্ত স্থির থাকার বিষয়ে বলা হয়েছে, যার অর্থ ধৈর্য্য ধরে থাকা। আমাদের শেষ পর্যন্ত ধৈর্য্যশীল হয়ে থাকতে হবে, যেন বিজয়ী হতে পারি।

শেষকালীন দুঃখভোগের বিষয়ে প্রকাশিত বাক্য ২ অধ্যায় ১০ পদে বলা হয়েছে –

তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, তাহাতে ভয় করিও না। দেখ, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে দশ দিন পর্য্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্য্যন্ত বিশ্বস্ত থাক, তাহাতে আমি তোমাকে জীবন-মুকুট দিব।

 

সারসংক্ষেপ:- ক্লেশভোগ থেকে রক্ষা পাবার চেষ্টা করাটা খ্রীষ্টীয় জীবন নয়, বরং ক্লেশভোগ সহ্য করে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকাই হল খ্রীষ্টীয় জীবন।

এটা মনে রাখতে হবে যে, ক্লেশ এবং দুঃখভোগ আমাদের খ্রীষ্টীয় জীবনের একটি অংশ, যা আমাদের বিজয় মুকুট লাভ করতে সহায়তা করবে।



Tags:- 

Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,

0 Comments