পরিত্রাণ কি হারিয়ে যেতে পারে ? | BSB Bengali Christian Articles
যখন আপনি আপনার পাপময়
জীবন থেকে মন পরিবর্তন করে প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা হিসেবে স্বীকার করেন, তখনই
আপনি পরিত্রাণ প্রাপ্ত হন।
কিন্তু আমাদের মধ্যে অনেকের মনে একটি
প্রশ্ন অবশ্যই জেগে ওঠে, আর সেটি হল – আমরা কি পরিত্রাণ হারিয়ে ফেলতে পারি ?
তো আসুন আমরা বাইবেল থেকেই
বিষয়টি বিশ্লেষণ করি।
ইব্রীয় ১০ অধ্যায়
২৬ থেকে ২৯ পদে লেখা আছে –
26 কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি
আমরা স্বেচ্ছাপূর্ব্বক পাপ করি, তবে পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট
থাকে না, 27 কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা
এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। 28 কেহ মোশির ব্যবস্থা অমান্য করিলে সে
দুই বা তিন সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়; 29 ভাবিয়া দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে
দলিত করিয়াছে, এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে, এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের
যোগ্য না হইবে!
মথি ৭ অধ্যায় ২১
থেকে ২৩ পদে প্রভু যীশুও নিজের
মুখে বলেছেন –
21 যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ
করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। 22 সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? 23 আপনার নামেই কি অনেক পরাক্রম-কার্য্য
করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনও তোমাদিগকে জানি নাই; হে অধর্ম্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও।
ওপরের বাক্যগুলি আমাদের
স্পষ্ট করেই বলছে যে, যারা খ্রীষ্টকে জানার পরেও তাঁকে অগ্রাহ্য করে ইচ্ছাকৃত ভাবে
পাপে জীবনযাপন করবে এবং যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে না, তারা কেউই ঈশ্বরের
রাজ্যে প্রবেশ করতে পারবে না।
বাইবেলের যাত্রাপুস্তকে আমরা ইস্রায়েলীয়দের বন্দিদশা
থেকে পরিত্রাণ প্রাপ্তির ঘটনা সম্পর্কে জানতে পারি। ইস্রায়েলীয়রা ঈশ্বরের কাছে একজন
ত্রাণকর্তার জন্য প্রার্থনা করেছিল, যেন সেই ত্রাণকর্তা এসে তাদের মিশরের দাসত্ব থেকে
মুক্ত করেন এবং যেন তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশে (কনানে) পৌঁছোতে পারে।
আর ঈশ্বর তাদের ক্রন্দন
শুনে তাদের জন্য একজন ত্রাণকর্তাকে প্রেরণ করেছিলেন, যার নাম ছিল – মোশি।
ঈশ্বর মোশির সহবর্তী ছিলেন
এবং মোশি ঈশ্বরের আজ্ঞানুসারে তাঁর সাহায্যে ফরৌণের সামনে নানান ধরণের পরাক্রমকার্য করে প্রমাণ করেছিলেন যে, যিহোবা ঈশ্বরই সর্বশক্তিমান, তাঁর সামনে ফরৌণ ও অন্যান্য
দেবদেবীগণ অতি নগন্য। অবশেষে ফরৌণের হাত থেকে ইস্রায়েলীয়রা ৪০০ বছরের দাসত্ব থেকে মুক্তিলাভ
করেছিল এবং ঈশ্বরের প্রতিশ্রুত দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু তাদের মধ্যে
অনেকেই ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে মূর্তির উপাসনা করতে শুরু করেছিল। যখন মোশি সিনয়
পর্বত থেকে নীচে নেমে এসে দেখলেন ইস্রায়েলীয়দের মধ্যে অনেকেই পাপে পতিত হয়েছে, তখন
তূরীধ্বনি সহকারে তাদের প্রতি ঈশ্বরের দণ্ডাজ্ঞা নেমে এসেছিল, যার ফলে অনেকেই সেই প্রতিশ্রুত
দেশে পৌঁছোতে ব্যর্থ হয়েছিল।
আর এই ঘটনাই জগতের মানুষদের প্রতি ঈশ্বরের পরিকল্পনা
সম্বন্ধে আমাদের জ্ঞাত করে। ঈশ্বর যেমন ইস্রায়েলীয়দের মিশরের দাসত্ব থেকে পরিত্রাণের
জন্য মোশিকে প্রেরণ করেছিলেন, ঠিক তেমনই তিনি জগতের মানুষদের পাপের দাসত্ব থেকে পরিত্রাণ
দেওয়ার জন্য প্রভু যীশুকে পাঠিয়েছেন, যেন আমরা তাঁর প্রতি বিশ্বাস দ্বারা ঈশ্বরের রাজ্যে
প্রবেশ করতে পারি।
কিন্তু লক্ষণীয় বিষয় এটাই
যে, ইস্রায়েলীয়দের মধ্যে সকলে ঈশ্বরের প্রতিশ্রুত দেশে পৌঁছোতে পারেনি, কারণ তারা বিশ্বাস
হারিয়ে ফেলেছিল এবং পাপে জীবনযাপন করতে শুরু করেছিল, যার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল।
কেবল তারাই সেই দেশে পৌঁছোতে পেরেছিল, যারা শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল।
আমরা যেমন প্রভু যীশুতে বিশ্বাস দ্বারা পরিত্রাণ
প্রাপ্ত হয়েছি, ঠিক তেমনই প্রভু যীশুর প্রতি অবিস্বাস দ্বারা এবং ইচ্ছাকৃত ভাবে পাপে
জীবনযাপন দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশাধিকার হারিয়ে ফেলতে পারি।
১ করিন্থীয় ১০ অধ্যায়
১ থেকে ১১ পদে লেখা আছে –
1 কারণ, হে
ভ্রাতৃগণ, আমার
ইচ্ছা নয় যে, তোমরা
অজ্ঞাত থাক যে, আমাদের
পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নীচে ছিলেন, ও সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন
করিয়াছিলেন; 2 এবং সকলে
মোশির উদ্দেশে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন, 3 এবং সকলে একই আত্মিক ভক্ষ্য ভোজন
করিয়াছিলেন; 4 আর, সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন; কারণ, তাঁহারা এমন এক আত্মিক শৈল হইতে পান
করিতেন, যাহা
তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল; আর সেই শৈল খ্রীষ্ট। 5 কিন্তু তাঁহাদের মধ্যে অধিকাংশ লোকের
প্রতি ঈশ্বর প্রীত হন নাই; ফলতঃ
তাঁহারা প্রান্তরে নিপাতিত হইলেন।
6 এই সকল বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, যেন তাঁহারা যেমন অভিলাষ করিয়াছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। 7 আবার যেমন তাঁহাদের মধ্যে কতক লোক
হইয়াছিল, তোমরা
তেমনি প্রতিমাপূজক হইও না; যথা লিখিত
আছে, “লোকেরা
ভোজন পান করিতে বসিল, পরে
ক্রীড়া করিতে উঠিল।” 8 আর যেমন
তাঁহাদের মধ্য কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং এক দিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি। 9 আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক
পরীক্ষা করিয়াছিল, এবং
সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। 10 আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক বচসা
করিয়াছিল, এবং
সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল, তোমরা তেমনি বচসা করিও না।
11 এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল; আমাদের, যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া
পড়িয়াছে।
ইস্রায়েলের লোকেরা যেমন
মিশরের দাসত্ব থেকে পরিত্রাণ লাভ করেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকে বিশ্বাস থেকে সরে
গিয়ে পাপে জীবনযাপন করার ফলে সেই প্রতিশ্রুত দেশে পৌঁছোতে পারেনি, ঠিক তেমনই প্রভু
যীশুর বলিদানের ওপর বিশ্বাসের মাধ্যমে আমরা পাপ থেকে পরিত্রাণ তো পেয়েছিই কিন্তু আমরা
যদি আমাদের বিশ্বাস থেকে সরে পরি ও স্বেচ্ছাপূর্বক
পাপে জীবনযাপন করতেই থাকি, এবং যদি ইব্রীয় ১০ অধ্যায় ২৯ পদ অনুযায়ী আমরা ঈশ্বরের পুত্র
অর্থাৎ প্রভু যীশুকে পদতলে দলিত করি, নিয়মের রক্তকে সামান্য জ্ঞান করি এবং অনুগ্রহের
আত্মার অপমান করি, তাহলে আমরা তো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবই না বরং আমরা কেবল
দণ্ডাজ্ঞা পাওয়ার যোগ্য হয়ে উঠব।
আমাদের এটা অবশ্যই বুঝতে হবে যে, ভুলবশত পাপ
করা এবং স্বেচ্ছাপূর্বক পাপে জীবনযাপন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
তারাই অনুগ্রহের আত্মার অপমান করেছে, যারা প্রভুর প্রতি বিশ্বাস করার পরেও ইচ্ছাপূর্বক ভাবে পাপের প্রতি পুনরায় ফিরে গিয়েছে, পাপে জীবনযাপন করতে শুরু করেছে এবং ঈশ্বরের ইচ্ছা পালন করার চেষ্টাও ছেড়ে দিয়েছে।
এই সমস্ত লোকেরা পরিত্রাণ পাওয়া সত্বেও বিশ্বাস থেকে সরে গিয়ে পাপে
জীবন অতিবাহিত করতে শুরু করে, যার ফলে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অধিকার থেকে
বঞ্চিত হবে এবং তাদের প্রতি দণ্ডাজ্ঞা নেমে আসবে কারণ তারা সেই বলিদানকে অস্বীকার করেছে,
যে বলিদানের প্রতি বিশ্বাস দ্বারা ঈশ্বর আমাদেরকে ধার্মিক গননা করেছেন।
আপনি যদি পাপের সাথে সংঘর্ষ করে প্রভু যীশুতে
শেষ পর্যন্ত স্থির থাকতে পারেন, তাহলেই আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অধিকার পাবেন।
আপনাকে আপনার পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী হতে হবে এবং যীশুর প্রতি বিশ্বস্ত
থাকতে হবে, কারণ ঈশ্বর প্রভু যীশুর বলিদানের মাধ্যমেই আমাদেরকে ক্ষমা করে থাকেন।
ইফিষীয় ২ অধ্যায় ৮ পদ
অনুযায়ী ঈশ্বরের অনুগ্রহে এবং আমাদের বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করেছি, তাই
আমরা যদি সেই বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে আমাদের পরিত্রাণ আমরা নিজেরাই হারিয়ে ফেলব
এবং দন্দাজ্ঞার অধীন হবো।
তাই আমরা যেন সবরকম পরিস্থিতিতেই
বিশ্বাস সহকারে প্রভু যীশুর প্রতি নির্ভর হতে পারি, এবং আমরা যেন আর স্বেচ্ছাপূর্বক
পাপের পথে না ফিরি।
কলসীয় ২ অধ্যায় ৬
থেকে ৭ পদে লেখা আছে –
6 অতএব খ্রীষ্ট যীশুকে, প্রভুকে, যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাঁহাতেই চল; 7 তাঁহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও, এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট,
0 Comments