আত্মার বশে চললে পাপ থেকে দূরে থাকবেন | BSB Bengali Christian Articles
আপনি কি বারংবার একই ধরণের
পাপের কবলে পরেন ?
যদি আপনি একই ধরণের পাপের
কবল থেকে বের হয়ে আসতে চান, তাহলে আজকের এই ছোট্ট নিবন্ধটি আপনার জন্য।
বন্ধুরা, একটি বিষয় আমাদের প্রত্যেককে মনে রাখতে
হবে, সেটি হল – এই জগতের কোনও ব্যক্তিই একশো শতাংশ সিদ্ধ নয়, প্রত্যেকেই পাপ করেছে
এবং প্রত্যেককেই নিজেদের পাপময় শরীরের মধ্যে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে।
রোমীয় ৩ অধ্যায় ২৩
পদে প্রেরিত পৌল লিখেছেন
–
কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে—
খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য
পাপ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি একটি যুদ্ধে শত্রুপক্ষের সাথে লড়াই করার সমতুল্য। যখন
আমরা খ্রীষ্টেতে জীবন ধারণ করতে শুরু করি, তখন আমরা নতুন ভাবে সৃষ্ট হই এবং আমাদের
আত্মার সাথে শরীরের একটি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। আমাদের শরীর সবসময় ঈশ্বরের বিরুদ্ধে
গিয়ে পাপ করার জন্য আগ্রহী, কিন্তু আমাদের পরিবর্তিত আত্মা ঈশ্বরের ইচ্ছানুসারে চলতে
ইচ্ছুক হয়ে ওঠে। আমাদের শরীরের সাথে আমাদের পরিবর্তিত আত্মার এই যুদ্ধ মৃত্যুর আগে
পর্যন্ত চলতে থাকবে।
রোমীয় ৮ অধ্যায় ৫
থেকে ৮ পদে লেখা আছে –
5 কেননা যাহারা মাংসের বশে আছে, তাহারা মাংসিক বিষয় ভাবে; কিন্তু যাহারা আত্মার বশে আছে, তাহারা আত্মিক বিষয় ভাবে। 6 কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। 7 কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি
শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। 8 আর যাহারা মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে
না।
ওপরের ৮ পদ অনুযায়ী কোনও
খ্রীষ্ট বিশ্বাসী যদি মাংসের বশে জীবন অতিবাহিত করে, তবে সেই ব্যক্তিটি কখনই ঈশ্বরকে
সন্তুষ্ট করতে পারবে না, তাই অবশ্যই তাকে আত্মার বশে চলার জন্য আগ্রহী হয়ে উঠতে হবে।
রোমীয় ৮ অধ্যায় ৯
থেকে ১০ পদে লেখা আছে –
9 কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা
তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রীষ্টের আত্মা যাহার নাই, সে খ্রীষ্টের নয়। 10 আর যদি খ্রীষ্ট তোমাদিগেতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্ম্মিকতা প্রযুক্ত
জীবন।
এছাড়াও গালাতীয় ৫ অধ্যায়
১৬ থেকে ১৭ পদে লেখা আছে –
16 কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে
না। 17 কেননা মাংস আত্মার বিরুদ্ধে, এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে; কারণ এই দুইয়ের একটী অন্যটীর বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা কর, তাহা সাধন কর না। কিন্তু যদি আত্মা
দ্বারা চালিত হও, 18 তবে তোমরা ব্যবস্থার অধীন নও।
অতএব পাপ থেকে নিজেকে
বাঁচিয়ে রাখার একটি মাত্র উপায় রয়েছে, আর সেটি হল আত্মার বশে চলা। যখন আমরা আত্মার
বশে চলব, তখন আমরা আমাদের শারীরিক অভিলাষগুলির ওপর বিজয়ী হবার শক্তি পাবো।
গালাতীয় ৫ অধ্যায়
২৪ পদে লেখা আছে –
আর
যাহারা খ্রীষ্ট যীশুর, তাহারা মাংসকে তাহার মতি ও
অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে।
ওপরের এই পদটির ওপর ভিত্তি
করে আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা নিজেদেরকে এই প্রশ্নগুলি করি – আমরা কি সত্যিই
খ্রীষ্ট যীশুর হয়ে উঠতে পেরেছি ? আমরা কি আমাদের শরীর ও আত্মাকে প্রভু যীশুর কাছে সম্পূর্ণরূপে
সমর্পণ করতে পেরেছি ?
একজন
খ্রীষ্ট বিশ্বাসী হিসেবে অবশ্যই আপনি নিজেকে প্রভুর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করুন,
তবেই আপনার মধ্যে পাপ থেকে বিরত থাকার ইচ্ছা প্রবল হয়ে উঠবে এবং প্রভুর আত্মা আপনাকে
সহায়তা করবেন।
প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীর
জীবনে পরীক্ষা তো অবশ্যই আসবে এবং শয়তান প্রলোভনে ফেলে আপনাকে বিপথগামী করার চেষ্টা
তো অবশ্যই করবে, কিন্তু যদি আপনি আত্মার বশে চলতে শুরু করেন, তাহলে শয়তান কোনও প্রকারেই
আপনাকে প্রলোভনে ফেলতে সক্ষম হবে না। আপনি আপনার আত্মীক জীবন ধরে রাখার চেষ্টা করুন,
ঈশ্বরের বাক্যে দৃঢ় হয়ে উঠুন, প্রার্থনার দ্বারা ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক
তৈরী করুন; মনে রাখবেন, আপনি ঈশ্বরের সান্নিধ্যে থাকলে তবেই শয়তানের নিয়ন্ত্রনের বাইরে
থাকবেন।
ঈশ্বর আপনাকে ভালোবাসেন,
তাই তিনি আজও আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন। ঈশ্বর চান যেন আপনি তাঁর বাধ্য সন্তান
হয়ে ওঠেন, তাই তিনি সবরকম পরিস্থিতিতেই আপনাকে সাহায্য করবেন, আপনি শুধু তাঁর কাছে
প্রার্থনা করুন।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, Blogger, Jesus Christ, যীশু খ্রীষ্ট, Sin, Live life by the control of Spirit, Pray to God,
0 Comments