প্রভু যীশুর দ্বিতীয় আগমন নিশ্চিত! আপনি কি তৈরী ? | BSB Bengali Christian Articles
ঈশ্বরের ন্যায় বিচারের বিষয়ে যিহুদা নিজের পত্রে লিখেছেন, যা
অধার্মিক ও পাপীদের ওপর আসতে চলেছে।
যিহুদা ১ অধ্যায় ১৪ এবং ১৫ পদে লেখা
রয়েছে –
14 আর আদম অবধি সপ্তম
পুরুষ যে হনোক,
তিনিও এই লোকদের উদ্দেশে এই ভাববাণী বলিয়াছেন, “দেখ, প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত
আসিলেন, 15 যেন সকলের বিচার করেন; আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল
ভক্তিবিরুদ্ধ কার্য্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে, এবং ভক্তিহীন পাপিগণ তাঁহার বিরুদ্ধে যে
সকল কঠোর বাক্য কহিয়াছে, তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভর্ৎসনা করেন।”
আমরা হয়ত ঈশ্বরের প্রেমময় রূপটিকেই বেশী পছন্দ করি, কিন্তু
আমাদের এটি ভুললে চলবে না যে, তিনি একজন পরাক্রমশালী ন্যায় বিচারক। যে যীশু খ্রীষ্টের
দ্বারা আমরা ঈশ্বরের প্রেমের আস্বাদ পেয়েছি, একদিন সেই যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমনের
দ্বারা আমরা ঈশ্বরের ন্যায় বিচারের সম্মুখীন হবো। তাঁর দ্বিতীয় আগমন হবে ধার্মিক ও
অধার্মিকদের পৃথক করার জন্য।
বর্তমানে বেশীর
ভাগ প্রচারকেরা প্রভু যীশু খ্রীষ্টের প্রেমময় স্বরূপেরই প্রচার বেশী করে থাকেন। তবে
আমাদের প্রত্যেকের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে প্রভুর দ্বিতীয় আগমন সম্পর্কে, কারণ
জীবিত অথবা মৃত; যে কোনও অবস্থাতেই হোক না কেন, সেই দিনটির সম্মুখীন আমাদের প্রত্যেককেই
হতে হবে।
যেমনভাবে প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন, দ্বিতীয়বার তিনি
সেইভাবে আসবেন না; দ্বিতীয়বার তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন না, তিনি বাপ্তিস্ম
নিতে আসবেন না, এমনকি ক্রুশে প্রান দিতেও তিনি আসবেন না। তিনি আর পাপীদের ওপর দয়া করতে
আসছেন না, বরং পাপীদের শাস্তি দিতেই তাঁর আগমন ঘটবে।
তবে আমরা যারা তৈরী, আমরা যারা বিস্বাসে এবং ধার্মিকতায় জীবনযাপন
করছি এবং দুঃখভোগ করছি, তাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই, কারণ সেই দিনটি আমাদের
জন্য পরম আনন্দের দিন হবে।
২ থিষলনীকীয় ১ অধ্যায় ৫ থেকে ৮ পদে লেখা
আছে –
5 আর উহা ঈশ্বরের
ন্যায়বিচারের স্পষ্ট লক্ষণ, যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য
বলিয়া গণ্য হইবে,
যাহার নিমিত্ত দুঃখভোগও করিতেছ। 6 বাস্তবিক ঈশ্বরের
কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলরূপে ক্লেশ দিবেন, 7 এবং ক্লেশ পাইতেছ যে
তোমরা,
তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ
হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, 8 এবং যাহারা ঈশ্বরকে
জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন।
উল্লিখিত পদগুলির দ্বারা একটি বিষয় স্পষ্ট যে, দ্বিতীয়বার প্রভু
যীশু আর একা এই পৃথিবীতে আসবেন না, বরং পরাক্রমের দূতগণকে সঙ্গে নিয়ে তিনি আসবেন। তিনি
তাঁর আজ্ঞা পালনকারীদের বিশ্রাম দেবেন এবং বিরুদ্ধাচারিদের দণ্ড দেবেন; আর এটিই কঠিন
এবং বাস্তব সত্য, যা উপেক্ষা করার কোনও উপায় নেই।
জীবিত থাকা অবস্থায় প্রেরিত যোহন প্রভু যীশুর পরাক্রম উপলব্ধি
করতে পেরেছিলেন, যার উল্লেখ আমরা প্রকাশিত বাক্য ১ অধ্যায় ১৭ এবং ১৮ পদে পেয়ে
থাকি, সেখানে তিনি লিখেছেন –
17 তাঁহাকে দেখিবামাত্র
আমি মৃতবৎ হইয়া তাঁহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া
কহিলেন,
ভয় করিও না,
আমি প্রথম ও শেষ ও জীবন্ত; 18 আমি মরিয়াছিলাম, আর দেখ, আমি যুগপর্য্যায়ের যুগে যুগে জীবন্ত; আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে।
যীশু যা দাবী করতেন, তা তিনি প্রমান করেছেন শারীরিকভাবে পৃথিবীতে
থাকা অবস্থাতেই, কিন্তু অনেকেই তাকে বিশ্বাস করেনি। তবে তাঁর দ্বিতীয় আগমনের সময় প্রত্যেককেই
তাঁর সামনে উপস্থিত হতে হবে এবং স্বীকার করতে হবে যে, তিনিই প্রভু, তিনিই পরাক্রমশালী
ঈশ্বর।
আজ আমাদের প্রত্যেককেই
সচেতন হতে হবে এবং প্রভু যীশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে হবে, যেন আমরা তাঁর
রাজ্যের অধিকারী হতে পারি, আমাদেরকে মথি ২৫ অধ্যায় ৪ এবং ১০ পদে উল্লিখিত সেই
পাঁচজন সুবুদ্ধি কুমারীর মতো তৈরী থাকতে হবে, যেন বর আসলে তাঁর সাথে যাওয়ার উপযুক্ত
হতে পারি।
তবে বাস্তব এটাই যে, আজ বহু মানুষ সেই যীশু খ্রীষ্টকেই বেশী
পছন্দ করেন, যিনি মৃতকে জীবন দান করেন, অন্ধকে চক্ষুদান করেন, অসুস্থকে সুস্থ করেন;
কিন্তু সেই যীশু খ্রীষ্টের বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন না, যিনি পরাক্রমের সাথে জগতের
বিচার করতে আসছেন।
মানুষ চাইলে প্রভু
যীশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে আলোচনা না-ই করতে পারে, তবে তা উপেক্ষা করতে পারে, এমন
কেউ নেই, কারণ তা নিশ্চিত।
পুনরুত্থানের দ্বারা প্রভু যীশুর মৃত্যুর ওপর বিজয়লাভ যেমন
সত্য, ঠিক তেমনই বিচারের জন্য প্রভু যীশুর দ্বিতীয় আগমনও সত্য।
ইব্রীয় ৯ অধ্যায় ২৭ পদ অনুযায়ী,
মৃত্যুর পরবর্তী পর্যায় হল বিচারের জন্য অপেক্ষা, কিন্তু আমরা যারা শেষ পর্যন্ত বিশ্বাসে
এবং আজ্ঞাপালনে স্থির থাকব, তাদের জন্য অপেক্ষা করছে প্রভু যীশুর প্রতিশ্রুত অনন্ত
জীবনের আনন্দ।
তাই আমার প্রিয়
ভাই ও বোনেরা,
আসুন আমরা ঈশ্বর-দেয় ধার্মিকতা রক্ষা করতে সচেষ্ট হই, প্রভু
যীশুর ওপর বিশ্বাসে ও বিশ্বাস হেতু কর্মে।
আমেন।
Tags:-
Christian Articles, বাংলা খ্রীষ্টীয় নিবন্ধ, bsbbca, bibleshikshabhaskar, BSB Ministry, Bengali Christian Blog, Bangla Gospel, Bengali Gospel, Preaching in Bengali Language, Bible Based Articles, বাংলা প্রচার, বাংলা যীশুর প্রচার, Bangla Christiyo Christio Khristiyo Khristio Prochar, bsbbca blog, BSB Gospel, Gospel Articles, Bangla Nibondho, Gospel Online, Online Gospel, বাইবেল প্রচার, বাইবেলের বাক্য, BSB Evangelical Team, Blogger, Jesus Christ, judgement day, ruler of the world, second coming of jesus, jesus is coming to judge, to punish sinners,
0 Comments